অনেকেই জানতে চেয়েছেন সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় ২০২৩। এবং দালাল ছাড়া বিদেশে যাওয়ার উপায় কি।
আপনি যদি কম খরচে উন্নত দেশগুলোতে কাজের সন্ধানে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সরকারিভাবে যেতে হবে। সরকারিভাবে যেসব দেশে খুব সহজেই ভ্রমণ করা যায় আজকের পোস্টে সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ থেকে প্রতিবছরের প্রায় অসংখ্য মানুষ বিদেশে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন। তাদের মধ্যে অধিকাংশ মানুষই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বিদেশ যান। এক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হন।বিদেশে সরকারিভাবে যাওয়ার সবচাইতে বড় সুবিধা হয়েছে দালাল চক্রের খপ্পর থেকে বেঁচে যাওয়া।
সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়
বর্তমানে সরকারিভাবে বিভিন্ন দেশে গমন করা যায়। যেমন সৌদি আরব, মালয়েশিয়া , রোমানিয়া , সিঙ্গাপুর , কাতার , দুবাই সহ প্রায় ১৭২ টির বেশি দেশে বিভিন্ন ধরনের কাজের ভিসা নিয়ে যাওয়া যায়।
সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে সরকারিভাবে যেসব দেশে কাজের ভিসা নিয়ে যাওয়া যায় তাদের তালিকা নিচে উল্লেখ করা হলো।
দেশের নাম | ভিসা চেক করার নিয়ম |
সৌদি আরব | সৌদি আরব ভিসা চেক |
মালয়েশিয়া | |
দুবাই( সংযুক্ত আরব আমিরাত) | দুবাই ভিসা চেক |
কাতার | কাতার ভিসা চেক |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর ভিসা চেক |
ওমান | ওমান ভিসা চেক করার নিয়ম |
কুয়েত | কুয়েত ভিসা চেক করার নিয়ম |
রোমানিয়া | রোমানিয়া ভিসা চেক |
জাপান | জাপান ভিসা চেক করার নিয়ম |
ইতালি | ইতালি ভিসা চেক |
ভারত | ইন্ডিয়ান ভিসা চেক |
ইরাক | |
যুক্তরাষ্ট্র | |
যুক্তরাজ্য | |
লেবানন | |
জর্ডান | |
আলবেনিয়া | আলবেনিয়া ভিসা চেক |
মরিশাস | |
লিবিয়া | |
আমেরিকা | আমেরিকা ভিসা চেক করার নিয়ম |
ফ্রান্স | |
ডেনমার্ক | |
নিউজিল্যান্ড | |
সাইফেরাস | |
চীন | |
থাইল্যান্ড | |
লন্ডন | |
কানাডা | |
কম্বোডিয়া | |
শ্রীলংকা |
উল্লেখিত দেশগুলো ছাড়া আরও অনেক দেশ রয়েছে যেসব দেশে সরকারিভাবেই যাওয়া যায়।
কম টাকায় কোন দেশে যাওয়া যায়
বর্তমানে সরকারিভাবে ইউরোপ দেশগুলোর মধ্যে পর্তুগাল , মালটা , নেদারল্যান্ড , সুইজারল্যান্ড , ডেনমার্ক, সাইফেরাস এবং পোল্যান্ডের মতন দেশে গুলোর ভিসা খুব সহজেই পাওয়া যায়। এবং আপনি উল্লেখিত দেশগুলোতে খুব কম খরচে যেতে পারবেন। উল্লেখিত দেশগুলোর মধ্যে মালটা কাজের ভিসার চাহিদা রয়েছে। ঠিক তেমনি এদেশে যেতেও কম খরচ লাগে। বল
সরকারিভাবে কোন দেশে গেলে ভালো হবে
আপনি যদি বৈধ উপায়ে কোন প্রকার ঝামেলা ছাড়াই বিদেশে কাজের ভিসা নিয়ে যেতে চান তবে মালয়েশিয়া , মালদ্বীপ, ভুটান , সৌদি আরব , ওমান , কাতার এসব দেশে যেতে পারেন। তবে উল্লেখিত দেশ গুলোর মধ্যে থেকে বর্তমানে মালাইশিয়া গেলে ভালো হবে। কারণ অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে মালয়েশিয়ার টাকার মান বৃদ্ধি পেয়েছে। এবং প্রতিদিন কাজ করলে মাস শেষে প্রায় ৮০০০০-১০০০০০ টাকা বেতন উঠাতে পারবেন।
এছাড়াও আপনি যদি আরও ভাল দেশে যেতে চান সেক্ষেত্রে বলবো ওমান কুয়েত বাহারাইন সিঙ্গাপুর সৌদি আরব ইংল্যান্ড ইত্যাদি এসব দেশের যেকোনো একটি দেশে যেতে পারেন।
দালাল ছাড়া কিভাবে বিদেশ যাওয়া যায়
আপনি যদি দালাল ছাড়া বিদেশ যেতে চান সে ক্ষেত্রে প্রথম পদক্ষেপভাবে সরকারিভাবে বিদেশ যাওয়া। অথবা সরকার অনুমোদিত যেসব এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে বিদেশ যাওয়া।
তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সব সময় আমাদের সরকারিভাবে অথবা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ ভ্রমণ করা দরকার।
সরকারিভাবে বিদেশ যেতে কত টাকা লাগে
দালাল অথবা এজেন্সির মাধ্যমে বিদেশ গেলে সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। ব্যক্তিগত অথবা দালাল এর মাধ্যমে যাওয়া থেকে সরকারিভাবে বিদেশ গেলে তুলনামূলকভাবে অনেক খরচ কম হয়।
তবে আপনি যে মাধ্যমেই বিদেশ যান না কেন আপনি কোন ভিসা নিয়ে যাবেন তার উপর খরচ নির্ধারণ করা হয়।
এছাড়া সরকারি ভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই খরচের পরিমাণ .৭০০০০-১৫০০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। যেকোনো একটি বিষয়ের উপর দক্ষ হয়ে সরকারিভাবে বিদেশ গেলে আপনি ভাল মানের একটি বেতন পাবেন।
ভিসা সম্পর্কিত আরো কিছু তথ্য|
- বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে
- বেলারুশ কাজের ভিসা ২০২৩
- ওমান ভিসা ২০২৩ | ওমান ওয়ার্ক পারমিট ভিসা
- আর্মেনিয়া ভিসা ২০২৩
পোস্ট নিয়ে শেষ কথা
আশা করি আজকের পোস্ট থেকে সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় সে বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আমরা সবসময় সঠিক তথ্য দেয়ার চেষ্টা লেখার মধ্যে কোন ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না।