Skip to content

ইতালি ভিসা চেক করার নিয়ম

আপনি ইতালিতে যাওয়ার জন্য যে ভিসার আবেদন করে থাকলে তাহলে আপনি অনলাইনে ইতালি ভিসা চেক করে নিতে পারেন|এছাড়া আপনার ভিসাটি বৈধ কিনা সেটি জানার জন্য অনলাইনে ভিসা চেক করে নিতে পারবেন।

যারা প্রবাসে যেতে চান তাদের অন্যতম পছন্দের একটি দেশ হলো ইতালি। যারা ইতালির ভিসার জন্য আবেদন করেছেন বা তাদের কাছে ইতালির ভিসা রয়েছে তাদের অবশ্যই ইতালির ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ অনেক অসাধু ব্যক্তি বিভিন্ন ভুয়া ভিসা মানুষদের দেয়। যার ফলে অনেক মানুষ ভুয়া ভিসার কবলে পড়ে হাজার হাজার টাকা নষ্ট করে।

আপনার যদি ইতালি ভিসা চেক করার নিয়ম জানা থাকে সেক্ষেত্রে আপনি ওই ভিসাটি অনলাইনে চেক করে নিতে পারবেন। যার ফলে আপনি আর ঠকবেন না। আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা ইতালির ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

ভিসা চেক করার প্রয়োজনীয়তা

আপনার ভিসাটি বৈধ বা অবৈধ কিনা তা জানার জন্য অবশ্যই ভিসা চেক করা খুবই জরুরী|কেননা কিছু অসাধু দালাল চক্র আছে যারা অবৈধ ভিসা দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে|

এবং আপনাকে যে কোম্পানি বা যেই স্কেলে বেতন দেয়ার কথা ছিল সেটি নাও দিতে পারে| এসব তথ্য আগে থেকে জানার জন্য হলেও আপনাকে অনলাইনে ভিসা চেক করে নিতে হবে|

এছাড়া ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিসার মেয়াদ কতদিন |এবং আপনাকে কত দিনের আকামা প্রদান করা হয়েছে| তাছাড়া আপনি কোন কোম্পানিতে কাজ করবেন ইত্যাদি ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন| আপনি যদি ইতালি ভিসার জন্য অনলাইনে আবেদন করতে চান তাহলে নিচের পোস্টটি দেখুন

অনলাইনে ইতালির ভিসা চেক করার নিয়ম

অনলাইনে ইতালির ভিসা চেক করার জন্য Reference Number এবং আপনার নামের Last Name প্রয়োজন হবে| আপনি যখন ইতালির ভিসার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে একটি VFS Global গ্লোবাল থেকে একটি স্লিপ দেয়া হয়েছিল ও সেই স্লিপের একটি রেফারেন্স নাম্বার এবং আপনার নাম দেয়া আছে এই রেফারেন্স নাম্বার এবং আপনার নামের লাস্ট অংশ ব্যবহার করে ইতালির ভিসা চেক করতে পারবেন|

ইতালি ভিসা চেক করার নিয়ম

অনলাইনে ইতালির ভিসা চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনাকে  https://visa.vfsglobal.com/bgd/bn/ita/ এই লিংকে প্রবেশ করতে হবে| এর পরে ট্রাক করুন অপশনে ক্লিক করে রেফারেন্স নাম্বার এবং নামের লাস্ট নাম ব্যবহার করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভিসা তথ্য দেখতে পাবেন|

ইতালি ভিসা চেক করার নিয়ম

  • Italy Visa check করার জন্য প্রথমে https://visa.vfsglobal.com/bgd/bn/ita/ এই লিংকে ভিজিট করুন| ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপরে মত একটি পেইজ আসবে|
  • এরপরে এখান থেকে ট্রাক করুন অপশনে ক্লিক করুন| ক্লিক করার পরে আপনাকে ভিসা চেক করার জন্য নিজের মত একটি পেইজে নিয়ে আসবে|

ইতালি ভিসা চেক করার নিয়ম

  • এখন এই পর্যায়ে আপনাকে  VFS Global থেকে যে স্লিপ দেয়া হয়েছিল সেটিতে একটি রেফারেন্স নাম্বার এবং আপনার নাম উল্লেখ আছে| উক্ত Reference Number  প্রথম ঘরে বসাতে হবে|
  • এবং দ্বিতীয় ঘরে আপনার স্লিপে থাকা নামের লাস্ট নাম ব্যবহার করতে হবে| উদাহরণঃRobiul Awal এভাবে যদি আপনার নামের দুটি অংশ থাকে সেক্ষেত্রে আপনি শেষের Awal নাম ব্যবহার করবেন|
  •  I am not a robot অপশনে ট্রিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার  ইতালির ভিসার সকল ইনফরমেশন দেখতে পাবেন|

ইতালি ভিসা পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে

ইতালির ভিসা পাওয়ার জন্য আপনার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেগুলো নিচে উল্লেখ করা হলো:-

  •  আপনি যদি পূর্বে অন্য কোণের দেশে গিয়ে থাকেন সেক্ষেত্রে সেই পাসপোর্টগুলো ভিসার আবেদন করার সময় উল্লেখ করতে হবে। হাতের লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না।
  •  আবেদনকারীর সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই একটি সঠিক ঠিকানা ভিসার আবেদনের সময় উল্লেখ করতে হবে।
  •  আবেদনকারীর শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  •  ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। অন্য কোন রঙের হলে ছবি গ্রহণযোগ্য হবে না।
  •  যে ছবি তুলবেন সেই ছবিটি অবশ্যই তিন মাসের বেশি পুরনো হওয়া যাবে না।
  •  আবেদনকারীর আর্থিক অবস্থার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
  •  প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ভিসার আবেদনের সময় দেখাতে হবে।
  •  আবেদনকারী কি পেশার সাথে জড়িত সেটা দেখাতে হবে।
  •  সমস্ত নথি এবং প্রমাণপত্রের স্ক্যান কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে।
  •  প্রশংসা পত্র এবং নাগরিকত্বের প্রমাণপত্র ভিসার আবেদনের সময় দেখাতে হবে।

পোস্ট নিয়ে শেষ কথা

বন্ধুরা আশা করি ইতালির ভিসা সম্পর্কে আজকের এই পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন। আজকের পোষ্টের মাধ্যমে আমরা ইতালির ভিসা কিভাবে চেক করবেন সেটা জানাতে চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

ভিসা নিয়ে আরো কিছু তথ্য দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *