Skip to content

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করুন

আমরা অনেকেই সৌদি আরব ভিসার জন্য অনলাইনে আবেদন করেছি।আবেদনকৃত ভিসা বর্তমানে কোন অবস্থায় আছে সেটি জানতে হলে ভিসা চেক করতে হবে।আমাদের কাছে একটি পাসপোর্ট নাম্বার রয়েছে। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানিনা।

আজকের পোস্ট থেকে আমরা সৌদি আরব ভিসা চেকিং করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারব ইনশাআল্লাহ।এছাড়া আপনার  ভিসাটি আসল কিনা সেটি জানতে হলেও আমাদেরকে অনেক সময় ভিসা চেক করতে হয়। সকল দেশের ভিসা চেক করার মাধ্যমে আমরা ভবিষ্যতের অনেক প্রকার ঝামেলা থেকে রেহাই পাব।

ভিসা চেক কেন করব?

কোন দালাল অথবা এজেন্সির মাধ্যমে সৌদি ভিসার আবেদন করে থাকলে আপনার ভিসাটি বর্তমান কোন অবস্থায় আছে সেটি জানতে হলেও আপনাকে ভিসা চেক করতে হবে। এছাড়া যে কোন দেশে ভ্রমণ করার আগে সেই দেশের ভিসা চেক করে নিলে পরবর্তী কোন ঝামেলায় পড়তে হয় না। তাই আমরা সব সময় যে কোন দেশে ভ্রমণ করার আগে আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিব।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে। এরপরে আপনার হাতে থাকা Passport No, Nationality, এবং Visa Type সিলেক্ট করুন। এরপরে Visa Issuing -Dhaka যাচাই করে সর্বশেষে ইমেজ কোড লিখে সার্চ বাটনে ক্লিক করুন আপনার সৌদি আরব ভিসার সকল তথ্য চলে আসবে।

বিশেষ দ্রষ্টব্যঃ পূর্বে আমরা যেই ওয়েবসাইটের মাধ্যমে সৌদি আরব ভিসা যাচাই করতাম বর্তমানে সেটি বন্ধ রয়েছে। তাই আমরা বিকল্প হিসেবে নিচের ওয়েবসাইটটি ব্যবহার করব।

এছাড়া আরো বিস্তারিত বোঝার জন্য আমরা নিচের ধাপগুলো অনুসরণ করবঃ-

# ধাপ ১ঃ visa.mofa.gov.sa/ ওয়েবসাইটে ভিজিট করুন।

Saudi Visa check করার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের মতো একটি পেজ আসবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করুন অনলাইনে

যেহেতু আমরা সৌদি ভিসা চেক করতে চাচ্ছি তাই এখানে সম্পূর্ণ ভাষাগুলো আরবীতে দেয়া থাকবে। আরবি ভাষা বুঝতে না পারলে পেজটির উপরের দিকে বাম পাশ থেকে E বাটনে ক্লিক করুন।

# ধাপ ২ঃ প্রয়োজনী অর্থ প্রদান করুন।

ই বাটনে ক্লিক করার পরে নিচের মত আরও একটি পেইজ আসবে। এখানে

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করুন অনলাইনে

  • আপনার হাতে থাকা পাসপোর্ট নাম্বার প্রদান করুন।
  • Current nationality অপশনে আপনার জাতীয়তা Bangladesh সিলেক্ট করুন।
  • এরপরে Visa Type অপশনে আপনি যেই ধরনের ভিসা নিয়ে যেতে চান সেটি সিলেক্ট করুন।
  • তারপরে আমরা Visa Issuing Authority ঘরে Dhaka যাচাই করব।
  • সবশেষে Image Code টাইপ করে Search বাটনে ক্লিক করব। কিছু সময় অপেক্ষা করলে আমাদের সৌদি আরব ভিসার সকল তথ্য দেখতে পারবো।

# ধাপ ৩ঃ সৌদি ভিসা চেকিং| সৌদি ভিসার স্ট্যাটাস চেক

উপরের আলোচনা কৃত তথ্যগুলো সঠিকভাবে দেয়ার পরে স্যার বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের কাঙ্ক্ষিত সৌদির ভিসার সকল তথ্য দেখতে পারবো। এবং আমাদের ভিসাটি আসল কিনা সেটিও জানতে পারবো। আপনার আবেদনকৃত ভিসার কার্যক্রম সম্পন্ন হলে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।

ভিসা চেক  নিয়ে কিছু তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *