Skip to content

ভিসা চেক করার উপায় (বিভিন্ন দেশের)

যারা বিভিন্ন দেশে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তাদের অবশ্যই ভিসা চেক করা দরকার| কারণ আপনি যে কোন দেশে জান না কেন তার জন্য অবশ্যই আপনার সেই দেশের ভিসা থাকতে হবে|এছাড়া যখন আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই তার জন্য অবশ্যই আমাদের ভিসার প্রয়োজন হয়| এই প্রয়োজনীয় ভিসা বর্তমান কোন অবস্থায় আছে অথবা আদৌ ভিসা লেগেছে কিনা সেটা যাচাই করা অবশ্যই আমাদের দরকার|

এবং আপনি এই কাজটি ঘরে বসেই নিজে নিজে মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন| এতে যেমন আপনার সময় সেই ভাবে এবং টাকাও বাঁচবে|

তাছাড়া আরও অনেকেই জানতে চেয়েছেন ভিসা লাগার পরে সেটা আদৌ বৈধ কিনা বা ভিসার মেয়াদ কতদিন কিভাবে চেক করব তারা আজকের পোস্ট মনোযোগ দিয়ে পড়লে ভিসা চেক করার উপায় জানতে পারবেন|

মূলত বাংলাদেশ থেকে যেসব মানুষ বিভিন্ন দেশের ভিসা নিয়ে অন্য দেশে যায় যেমন সৌদি আরব ,দুবাই সিঙ্গাপুর ,মালয়েশিয়া কাতার ,এসব দেশের যেকোনো দেশের ভিসা আপনি সেই দেশের নিজস্ব সার্ভারে গিয়ে ঘরে বসেই এটি  করতে পারবেন

ভিসা চেক করার প্রয়োজনীয় ডকুমেন্টস

আপনি ঘরে বসেই নিজে নিজে আপনার ভিসা যাচাই করতে পারবেন| তবে এর আগে আপনাকে কিছু ডকুমেন্টস সংগ্রহ করতে হবে| যেমন আপনাকে ভীষণ নম্বর সংগ্রহ করতে হবে এবং এই নম্বরটি ভিসা তথ্য যাচাই করার সময় দরকার হবে| এবং আপনার পাসপোর্ট নাম্বার লাগবে| কারণ আপনি ভিসা নাম্বার ও পাসপোর্ট নাম্বার ছাড়া কখনই ভিসা তথ্য যাচাই  করতে পারবেন| তাই আপনার অবশ্যই ভিসা তথ্য যাচাই করার জন্য পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দরকার হবে|

ভিসা চেক করার উপায়

ভিসা চেক করার জন্য প্রথমে আপনি যেই দেশের ভিসা চেক করবেন তার নাম লিখে Visa check লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে| এই ওয়েবসাইটে গিয়ে ভিসা অনুসন্ধান করার অপশন পাবেন|
এবং সেখানে আপনার পাসপোর্ট নাম্বার অফিসার নাম্বার দিয়ে সাবমিট করলে বিশ্বের যাবতীয় তথ্য দেখতে পাবেন| এই পদ্ধতিতে আপনার ভিসার মেয়াদ কতদিন যে কোম্পানিতে আপনি কাজের জন্য যাইতেছেন সেটির কতটুকু সত্য তা এবং আদৌ কি আপনার ভিসা অনলাইনে আছে কিনা এরকম সব ধরনের তথ্যই দেখতে পাবেন|

  • প্রথমে যেই দেশের ভিসা চেক করতে চান তার নাম এবং Visa check লিখে সার্চ দিন |যেমন
    Malaysia visa check এটা লিখে সার্চ দিলেই আপনার মালয়েশিয়ার ভিসা চেক করার ওয়েবসাইট চলে আসবে|
  • এরপরে ওয়েবসাইটে প্রবেশ করার পরে ভিসা যাচাই  করার অপশনটি বের করতে হবে|
  • এবং তারপরে পাসপোর্ট নাম্বার ও ভিসা নম্বর দিয়ে সাবমিট করলে আপনার বিশ্বের সকল তথ্য দেখতে পাবেন|

ভিসা যাচাই করার লিংক

দেশের নাম ভিসা যাচাই করার লিংক
বাংলাদেশ  http://www.moi.gov.bd/
মালয়েশিয়া  https://www.mohr.gov.my/index.php/ms/
সৌদি আরব  https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
সিঙ্গাপুর  https://www.mom.gov.sg/eservices/services/check-work-pass-and-application-status
দুবাই  https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html
কুয়েত  www.moi.gov.kw
বাহারাইন  http://www.markosweb.com/www/mol.gov.sa/
ভারত  https://labour.nic.in/
ওমান  https://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
ইতালি  https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
আলবেনিয়া  http://www.moi.gov.al/
সাইপ্রাস  https://mfa.gov.cy/
লেবানন https://www.labor.gov.lb/
আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC
অস্ট্রেলিয়া http://www.workplace.gov.au/
মিশর http://www.moiegypt.gov.eg/english/
ইংল্যান্ড https://www.gov.uk/government/organisations/uk-visas-and-immigration
জাপান  https://www.mhlw.go.jp/english/
কানাডা https://www.ontario.ca/page/ministry-labour-immigration-training-skills-development
ইরান  http://www.moel.go.kr/english/
নেপাল  https://mocit.gov.np/

বিশেষ দ্রষ্টব্য: উপরের লিংক থেকে অনেক সময় লিংক কাজ নাও করতে পারে| তার জন্য উপরের ভিসা  যাচাই করার পদ্ধতি অনুসরণ করুন যেমন যে দেশের ভিসা যাচাই  করবেন সেই দেশের নাম এবং visa check লিখে সার্চ করে খুব সহজেই বিষয়ক তথ্য জানতে পারবেন

ভিসা রিলেটেড পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *