Skip to content

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন কিভাবে সৌদি আরব ভিসা চেক করতে হয় আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো|  যে কোন দেশ ভ্রমণের জন্য অবশ্যই আপনার ভিসা প্রয়োজন হবে| কিন্তু আপনার ভিসা অনলাইনে আছে কিনা সেটি চেক  করা প্রয়োজন| আপনি নিজে নিজে হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে খুব সহজেই ভিসা চেক করতে পারেন| আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব কি ভাবে ভিসা চেক করতে হয়| কিভাবে সৌদি আরব ভিসা চেক করবেন এই বিষয়ে জানতে হলে খুব মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন| এই আর্টিকেল এর মাধ্যমে  সৌদি আরব ভিসা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন|

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

আপনি যদি  অনলাইনে সৌদি আরব ভিসা চেক করতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য| কিভাবে খুব সহজ  উপায়ে সৌদি আরব ভিসা চেক করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাব| নিচে সৌদি আরব ভিসা চেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো|

সৌদি আরবের ভিসা কত প্রকার

 সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো.

  1. হজযাত্রীদের জন্য ভিসা
  2. ওমরা হজের ভিসার 
  3. ফ্যামিলি ভিসা 
  4. স্টুডেন্ট ভিসা 
  5. টুরিস্ট ভিসা 

সৌদি আরবে কোন কাজে কত টাকা বেতন

কোন কাজে কত টাকা বেতন নির্ধারণ করা হয়  কাজের উপর | আপনি কোন কাজের জন্য সৌদি আরব যাচ্ছেন | তারপর নির্ধারণ করে বেতন দেয়া হয় | যেমন সাপ্লাইয়ের কোম্পানিগুলোতে সাধারণত 22 হাজার টাকা বেতন  পায় থাকে |এক্ষেত্রে আপনার যাবতীয় খরচ কম্পানি বহন করবে |অন্যান্য কোম্পানিগুলোকে গুলোতে আপনার কত টাকা বেতন হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না কোন কাজে কত টাকা বেতন |

See More,সৌদি আরব ভিসা 2022

সৌদি আরব ভিসা কিভাবে চেক করার নিয়ম

মূলত যারা সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী বা জাবেন বলে দালালের কাছে টাকা জমা দিয়েছেন| কিন্তু আপনার ভিসা লেগেছে কিনা আপনি জানেন না| মূলত তাদের এই সৌদির ভিসা চেক করার প্রয়োজন হয়|  আমি আপনাদেরকে যে উপায়গুলো দেখাব সেই উপায়গুলো অবলম্বন করে খুব সহজেই সৌদি আরব ভিসা চেক করতে পারবেন

সৌদি আরব ভিসা চেক প্রথম ধাপ

 আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে অনলাইনে  সৌদি আরব ভিসা চেক করতে পারেন| তাহলে চলুন কিভাবে সৌদি আরব ভিসা চেক করবেন জেনে নেয়া যাক

  •  প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে|
  •  এখন সার্চ বক্সে  এটি লিখে সার্চ করুন (enjazit.com.sa) অথবা এখানে ক্লিক করুন|

See more কানাডা জব ভিসা 2022 | কানাডা ওয়ার্ক পারমিট ভিসা |

সৌদি আরব ভিসা চেক দ্বিতীয় ধাপ

এখন আপনার সামনে এরকম একটি সৌদি আরব ভাষার ওয়েবসাইট দেখতে পাবেন|

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

এখন যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ঠিক সেই ওয়েবসাইটের লিঙ্ক এ প্রবেশ করুন| এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভিসা সঠিক আছে কিনা চেক করতে পারবেন|

সৌদি আরব ভিসা চেক তৃতীয় ধাপ

 তৃতীয় ধাপে আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে কোন  পপ আপ আসলে সেটি কেটে দিতে হবে|

 

সৌদি আরব ভিসা চেক চতুর্থ ধাপ

চতুর্থ ধাপে আপনাকে যত কষ্ট হবে সেটি হলো ওয়েবসাইটের মধ্যে  ঢুকলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন| এবং আপনি indivi duals and organization দুটি অপশন দেখতে পাবেন|

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

আপনি যদি আরবি বোঝেন ভালো কথা| আর যদি আরবি না বুঝেন আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে নিতে পারেন| গুগল ট্রান্সলেটর পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যা দেখতে এরকম হবে| এখন আপনি ইন্ডিভিজুয়াল অপশনটিতে ক্লিক করার মাধ্যমে সরাসরি ঢুকে যাবেন|

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

 

See more ইতালি ভিসা ২০২২ | ইতালি ভিসা আবেদন পদ্ধতি।

সৌদি আরব ভিসা চেক পঞ্চম ধাপ

 ইন্ডিভিজুয়াল (individuals) অপশনটিতে ঢোকার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন| আপনি(Find appliciant data)  অপশনটি  ক্লিক  করুন|

সৌদি আরব ভিসা চেক ষষ্ঠ ধাপ

এখন (Find applician data) এই পেজে আসার পরে উপরের দিকে দেখতে পাবেনenjaz  লেখা আছে| ঠিক তার বরাবর নিচে  find applicant data দেখতে পাবেন আরেকটি  ফর্ম লেখা থাকবে |

 

সৌদি আরব ভিসা চেক সপ্তম ধাপ

উপরের সবগুলো অপশন গুলো কমপ্লিট হওয়ার পরে আপনাকে এই ফরমেট ভিতরে নিয়ে যাবে| এখন আপনি যা করবেন সেটি হলো আপনার পাসপোর্ট নাম্বার,  ন্যাশনালিটি,  বাংলাদেশ ভিসা, টাইপ, ওয়ার্ক ভিসা  ইন সুইং, অথরিটি সবকিছু লিখে পাশে থাকা ইমেজ কত সুন্দর করে কপি করে সার্চ বাটনে ক্লিক করুন| আপনি যদি সবকিছু ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার ভিসা যাবতীয় তথ্য  আপনার সামনে  প্রদর্শন করা হবে|এখন আপনার নাম ছবি এবং স্পন্সর এর নাম কোন কোম্পানিতে আপনার চাকরি হবে ইত্যাদি বিষয় মিলিয়ে নিতে পারেন|

বিশেষ দ্রষ্টব্য: আপনারা অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়ে যদি আপনার স্পন্সর এর নাম না থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে আপনার ভাষাটি এখনও অনলাইনে লাগেনি|

সৌদি আরবের ভিসা প্রসেসিং খরচ  কত?

কোন দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আপনি সৌদি আরব ভিসা প্রসেসিং এর কত টাকা খরচ হবে জেনে নিতে পারেন| আজকে আমি সৌদি আরব হয় ভিসা  প্রসেসিং  এ কত টাকা খরচ হয়| চলুন জেনে নেয়া যাক সৌদি আরব ভিসা প্রসেসিং এ কত টাকা খরচ হয়|

 

  1. আমেল ভিসা এবং ফ্রি ভিসা, কোম্পানি ভিসা, প্রসেসিং এবং মেডিকেলসহ খরচ ৬০ হাজার টাকা হতে পারে। আপনারা চাইলে ৬০ হাজার টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন।
  2. আমেল মঞ্জিিলি ভিসা প্রসেসিং মেডিকেলসহ ১,২৫,০০০/= টাকা এয়ার টিকিট সহ। তাছাড়া হাউস ড্রাইভারের ভিসা প্রসেসিং মেডিকেল সহ ১,৫৫,০০০ টাকা। আপনারা চাইলে এই ক্ষেত্রে লাইসেন্স সহ নিতে পারবেন।
  3. আমেল ভিসা দলিয় ও নাজরান প্রসেসিংমেডিক্যাল সহ-(৭০০০০/=) এয়ার টিকিট।
  4. ফ্যামিলি ভিসা প্রসেসিং খরচ মোট :(৬০,০০০/=টাকা।)
  5. খাদ্দামা ভিসা:১,৫৫,০০০/=তাছাড়া খুব দ্রুত সময়ে ভিসা ইস্টেমপিং ও প্রসেসিং করা হয়ে থাকে।

সৌদি আরব ভিসা নিয়ে শেষ কথা

সৌদি আরব ভিসা চেক করার জন্য বিভিন্ন দালাল বা তৃতীয় পক্ষকে বেছে নেয়া থেকে অবশ্যই সাবধানে থাকবেন কারণ তারা টাকা খেয়ে আপনাকে ভুল ইনফরমেশন দিতে পারে| আপনি নিজে নিজে হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই শহরে ভিসা চেক করতে পারেন|  তাই কোন দল ছাড়াই আপনি আপনার ভিসা অনলাইনে আছে কিনা চেক করে নিতে পারেন| আশা করি আজকের আর্টিকেল টি ধারা আমরা আপনাদের উপকারে আসতে পেরেছি|

 ধন্যবাদ সবাইকে|

1 thought on “সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন”

  1. Pingback: Saudi Arabia visa check online Bangladesh - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *