Skip to content

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং আপনার হাতে ফরম নাম্বারও রয়েছে। অনলাইন থেকে কিভাবে ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করবেন সেটি জানা নেই। কোন সমস্যা নেই আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে ভোটার স্লিপ অথবা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়।

ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার পরে আপনার আইডি কার্ড অনলাইন হয়ে গেলে সেক্ষেত্রে কৃষি অফিস থেকে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এরপরে আপনার কাছে থাকা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন।

NIDW ওয়েবসাইটে দিয়ে আপনার হাতে থাকা ভোটার স্লিপ নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে NID card Download করতে পারবেন।

ফরম নাম্বার দিয়ে আইডি কাড বের করতে যা দরকার

ভোটার স্লিপ নাম্বার/ফর্ম নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। যেমন

  • ফরম নাম্বার/ভোটার স্লিপ নাম্বার
  • ঠিকানা(স্থায়ী এবং বর্তমান ঠিকানা-বিভাগ, জেলা ও উপজেলা)
  • মোবাইল নাম্বার
  • একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার(অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক)

উপরোক্ত তথ্য দ্বারা একজন ব্যক্তি তার ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করার মাধ্যমে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। অবশ্যই ফেস ভেরিফিকেশনের জন্য ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড

অনলাইন থেকে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য NIDW  ওয়েবসাইটে প্রবেশ করে ফরম নাম্বার, জন্ম তারিখ প্রদান করে একটি একাউন্ট তৈরি করতে হবে। এরপরে স্থায়ী এবং বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার , এবং ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করে  NID Application System থেকে ভোটার আইডি কার্ড অনলাইন পেপি ডাউনলোড করুন।

ভোটার স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার ধাপসমূহঃ

# ধাপ ১ঃ NID Account registration

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার উপায়

অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপরে উপরের ছবির মত একটি পেজ আসবে। এখানে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার উপায়

এই পর্যায়ে

  • প্রথমে আপনার হাতে থাকা ফর্ম নাম্বার প্রদান করুন।
  • এরপরে জন্ম তারিখ প্রদান করুন।
  • ক্যাপচা পূরণ করুন।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

উল্লেখ্যঃ কোন কারণে যদি সঠিক ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করার পরেও Error আসে সেক্ষেত্রে আপনার নয় সংখ্যার ফরম নাম্বারের আগে NIDFN যুক্ত করে ১৪ সংখ্যার নাম্বার দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।

# ধাপ ২ঃ ঠিকানা প্রদান করুন

উপরের তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে সত্যতা প্রমাণের জন্য স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার উপায়

এ পর্যায়ে

  • প্রথমে বর্তমান ঠিকানা প্রদান করুন।(বিভাগ, জেলা , উপজেলা)
  • এরপরে  একেই নিয়মে আপনার স্থায়ী ঠিকানা প্রদান করুন। এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।

# ধাপ ৩ঃ মোবাইল নাম্বার ভেরিফিকেশন

পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে অটোমেটিক একটি মোবাইল নাম্বার দেখতে পাবেন।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার উপায়

কোন কারণে মোবাইল নাম্বার দেয়া না থাকলে সে ক্ষেত্রে নাম্বার পরিবর্তন বাটনে ক্লিক করে সচল একটি মোবাইল নাম্বার প্রদান করুন। এরপরে বার্তা পাঠান বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি কোড আসবে।উক্ত ছয় সংখ্যার ওটিপি করতে খালি ঘরে প্রদান করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ করেন।

# ধাপ ৪ঃ ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করুন

এই পর্যায়ে উপরের দেয়া তথ্যগুলো সঠিক থাকলে সবশেষে আপনাকে ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার উপায়

ব্যক্তির ফেস ভেরিফাই করার ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে NID wallet অ্যাপসটি ডাউনলোড করে নিন। এবং এনআইডি ওয়ালেট ব্যবহার করে NIDW ওয়েবসাইটে দেখানো কিউআর (QR)কোডটি স্ক্যান করতে হবে।

উক্ত কিউর করতে স্ক্যান করার সাথে সাথে ফেস ভেরিফাই করার জন্য একটি ক্যামেরা ওপেন হবে। এক্ষেত্রে ফেস ভেরিফিকেশন করার সময় চোখের পলক এবং ক্যামেরার সোজাসুজি মুখমণ্ডল রাখুন এবং একবার ডানে বামে নাড়াতে হবে। তারপরে ফেজ ভেরিফিকেশন হয়ে গেলে সরাসরি আপনাকে NIDW ওয়েবসাইটে আপনার প্রোফাইলে নিয়ে যাওয়া হবে।

# ধাপ ৫ঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড

NID একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার প্রোফাইলে প্রবেশ করুন। এখানে আপনার নাম এবং ছবি সহ সকল তথ্য দেখতে পাবেন। এবং নিচের দিকে স্ক্রল করে ডাউনলোডের ক্লিক করলে NID  card পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার উপায়

এবং উক্ত ডাউনলোডকৃত ভোটার আইডি কার্ড কম্পিউটার দোকান থেকে লেমিনেটিং করে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।

ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর(FAQ)

ভোটার স্লিপ দিয়ে কিভাবে আইডি কার্ড ডাউনলোড করব?

NIDW ওয়েবসাইটে ভোটার স্লিপ নম্বর, জন্ম তারিখ , ঠিকানা , মোবাইল নাম্বার , এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার মাধ্যমে NIDW ওয়েবসাইট থেকে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ফরম নম্বর হারিয়ে গেলে করণীয়?

নিবন্ধিত আইডি কার্ড সংগ্রহ করার জন্য অবশ্যই আপনার কাছে ভোটার স্লিপ অথবা ফরম নাম্বার থাকা প্রয়োজন। ভুলবশত কোন কারনে ফরম নম্বর হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। অথবা আপনার নিকটস্থ থানায় একটু জিডি করুন। উক্ত জিডির কপি নিয়ে নির্বাচন অফিসে গেলে আপনাকে ফরম নাম্বার জানিয়ে দেয়া হবে।

ফরম নম্বর ভুল দেখানোর কারন কি? কিভাবে সমাধান করব?

NIDW ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় অনেকেরই ফরম নাম্বার অথবা জন্ম তারিখ এবং জাতীয় পরিচয় পত্র নম্বর ভুল দেখায়। এটি দেখানোর কারণ হতে পারে আপনার আইডি কার্ড এখনো অনলাইনে আসেনি। এটির সমাধান হলো ফরম নাম্বার এর পূর্বে NIDFN সার্চ করুন।

1 thought on “ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম”

  1. Pingback: নতুন ভোটার আইডি কার্ড চেক | NID Card Check - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *