Skip to content

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম | NID card Check

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন আজকের এই আর্টিকেল থেকে।

এছাড়া পূর্বে নতুন ভোটার হয়েছেন, এখনো আইডি কার্ড হাতে পান নি। এই অবস্থায় আপনার আইডি কার্ড চেক করা দরকার। আপনার আইডি কার্ডটি বর্তমানে কোন অবস্থায় আছে সেটি জানার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ড যাচাই করা প্রয়োজন।

জাতীয় পরিচয় পত্র যাচাই  সহ NID Card Check করার সকল বিষয় নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করব ইনশাআল্লাহ।এছাড়া আজকের আর্টিকেলটি পরে কিভাবে অনলাইনে খুব সহজে নিজেই নিজের ভোটার আইডি কার্ড চেক করবেন জানতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র  তথ্য দেখার জন্য  আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন

  • NIDW বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট মাধ্যমে।
  • porichoy.gov.db ওয়েবসাইটের মাধ্যমে।
  • https://ldtax.gov.bd/
  • মোবাইল দিয়ে এসএমএস করে

NIDW বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক

অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য প্রথমে NIDW এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম | NID card Check

এরপরে এখানে গিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পাবেন। দেখুন NIDW ওয়েবসাইটে মাধ্যমে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

https://porichoy.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম

https://porichoy.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজেই ভোটার আইডি কার্ডের তথ্য চেক করতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পারবেন।

এছাড়া এই ওয়েবসাইটের একটি বিশেষ গুণ হল আপনি যেই ব্যক্তির জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চান তার উপস্থিত থাকার প্রয়োজন নেই। আপনার কাছে ব্যক্তির ভোটার আইডি কার্ড নম্বর এবং সঠিক জন্ম তারিখ থাকলে সেটি ব্যবহার করে এন আইডি কার্ডের তথ্য চেক করতে পারবেন।

https://ldtax.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে ছবি সহ ভোটার আইডি কার্ড চেক

ব্যক্তির ছবিসহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য  ভিজিট করুন https://ldtax.gov.bd/এই ওয়েবসাইটে।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম | NID card Check

এরপরে নাগরিক কর্নার ক্লিক করে নাগরিক নিবন্ধন অপশন থেকে মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র নম্বর ও সঠিক জন্ম তারিখ দিয়ে ওটিপি কোড ভেরিফাই করার মাধ্যমে আপনার প্রোফাইলে প্রবেশ করে নাম ও ছবি সহ ভোটার আইডি কার্ড দেখতে পাবেন।

img1

ছবিসহ জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য নিচের পদ্ধতি গুলো দেখুন।

  • প্রথমে ভিজিট করুন https://ldtax.gov.bd/এই লিংকে। এরপরে নাগরিক কর্নারে ক্লিক করুন।
  • একটি সচল মোবাইল নাম্বার প্রদান করুন।
  • জাতীয় পরিচয় পত্র নম্বর।
  • সঠিকভাবে জন্ম তারিখ প্রদান করুন।(প্রথমে দিন , মাস এবং শেষে বছর)।
  • মোবাইলে আসা ছয় সংখ্যা ওটিপি কোড ভেরিফাই করার মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক অথবা অনুসন্ধান করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন- NID<Space>Form Number<Space>DD MM YYY এটি লিখে এসএমএসটি পাঠিয়ে দিন 105 নাম্বারে।

ফিরতে এসএমএস এর মাধ্যমে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নম্বর জানিয়ে দেয়া হবে।

উক্ত জাতীয় পরিচয় পত্র নম্বর ব্যবহার করে অনলাইন থেকে আপনি জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।

এন আইডি কার্ড সম্পর্কে আরো কিছু তথ্য

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *