Skip to content

নতুনদের ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

আপনারা যারা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন|  এছাড়া আরো অনেকে জানতে চেয়েছেন কিভাবে অনলাইন থেকে Nid Card  ডাউনলোড করা যায়| এরকম আর কিছু প্রশ্ন নিয়ে আজকের এই পোস্টটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি|

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পরক্রিয়া খুবই সহজ| মাত্র কয়েকটি ধাপ অতিক্রম করে খুব সহজেই আপনি নিজে নিজে  ভোটার আইডি কার্ড বের  করতে পারবেন|এছাড়া  যারা কিছুদিন হল ভোটার আইডি কার্ডের জন্য নতুনভাবে আবেদন করেছেন তাদের ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা বা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে কিনা  অনেকে জানার আগ্রহ পোষণ করেছেন| আজকের এই পোস্ট মনোযোগ সহকারে পড়ার পরে আপনি নিজে নিজেই আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন|

আইডি কার্ড ডাউনলোড করার জন্য যা যা প্রয়োজন

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে |

  • Nidw ওয়েবসাইটে প্রবেশ করতে হবে|
  • জাতীয় পরিচয় পত্রের নাম্বার/ফর্ম নাম্বার/ভোটার স্লিপ নাম্বার/ভোটার নিবন্ধন নাম্বার|
  • জন্ম তারিখ(ভোটা নিবন্ধন হওয়ার সময় যেই জন্ম তারিখ প্রদান করেছিলেন সেটির প্রয়োজন হবে)|
  • একটি ক্যাপচা পূরণ করতে হবে|

এসব তথ্য দিয়েই কয়েকটি ধাপ অনুসরণ করে আমরা অনলাইন থেকে আমাদের জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারব|

ভোটার স্লিপ নাম্বার কি?

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

ভোটার স্লিপ নাম্বার হল আপনি যখন নতুন ভাবে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন আবেদন করার পরে আপনাকে একটি স্লিপ দেয়া হয়েছিল | এবং যে এই স্লিপে থাকা নাম্বারটি হল ভোটার সিলিপ নাম্বার অথবা ফর্ম নাম্বার|

ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID  Card  Download

ভোটার আইডি কার্ড  ডাউনলোড করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার দিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড প্রক্রিয়া

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার প্রয়োজন হবে| এবং যথাক্রমে ঠিকানা প্রদান, মোবাইল নাম্বার ভেরিফিকেশন,ফেজ ভেরিফিকেশন, সম্পন্ন করার মাধ্যমে অনলাইন থেকে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

১) nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/এই ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| পূর্বে যদি আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নতুন করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন করার দরকার নাই| এক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হয়ে যাবে|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

  • এই পর্যায়ে প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার প্রদান করুন|
  • সঠিকভাবে জন্ম তারিখ প্রদান করতে হবে| ভোটার আইডি কার্ড আবেদন করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি প্রদান করতে হবে)
  • এরপরে ছবিতে প্রদর্শিত কোড প্রদান করতে হবে|
  • এরপরে “সাবমিট” বাটনে ক্লিক করুন|
  • সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের মত একটি পেইজ আসবে |এখানে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করতে হবে| এবং “পরবর্তী বাটনে ক্লিক করুন|

২)মোবাইল নাম্বার ভেরিফিকেশন

পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনাকে এ পর্যায়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে| আপনি যখন ভোটার আইডি কার্ডের আবেদন করার জন্য যে নাম্বার দিয়েছিলেন অটোমেটিক সেই নাম্বারটি এখানে প্রদর্শিত হবে| এবং আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে “মোবাইল পরিবর্তন” বাটনে ক্লিক করুন এবং নতুন নাম্বার দিন|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

এরপরে বার্তা পাঠান বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার OTP কোড পাঠানো হবে| ছয় সংখ্যার কোডটি বসিয়ে “বহাল “বাটনে ক্লিক করুন|

৩)Nid Wallet অ্যাপস ডাউনলোড করুন

এই ধাপে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Nid Wallet অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে|nidw ওয়েবসাইট থেকে QR কোড স্ক্যান করতে বলা হবে| এই অ্যাপসটি দিয়ে কিওয়ার কোড এস্ক্যান  করতে হবে| এস্ক্যান করার সাথে সাথে আপনাকে নিচের মত একটি পেজে নিয়ে আসা হবে|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

4)ফেইস ভেরিফিকেশন

QR কোড স্ক্যান করার পরে ফেস ভেরিফিকেশন করার জন্য আপনার ফোনের ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে| এখানে আপনার মুখমন্ডল ভালোভাবে স্ক্যান করতে হবে|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

প্রথমে আপনার মুখমণ্ডল সোজা করে একটি ছবি নিবেন| পরবর্তীতে প্রথমে ডানে এবং পরে বামে ঘুরিয়ে ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করুন| ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে পুনরায় nidw ওয়েবসাইটে চলে আসবেন|

৫)পাসওয়ার্ড সেট করুন

পুনরায় ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে| এ পর্যায়ে আপনি পাসওয়ার্ড সেট না করলেও চলবে |তবে ভবিষ্যৎ এই ওয়েবসাইটে লগইন করতে এই সকল ঝামেলা পোহাতে হবে| তাই পাসওয়ার্ড সেট করাই ভালো| পাসওয়ার্ড সেট করার জন্য সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন|

৬)ভোটার আইডি কার্ড ডাউনলোড

পাসওয়ার্ড সেট সম্পন্ন হলে এ পর্যায়ে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন| এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড নামক একটি অপশন দেখতে পাবেন|

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

ডাউনলোডে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে| তবে এটি pdf আকারে ডাউনলোড হবে| পরবর্তীতে এটি কোন কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন|

1 thought on “নতুনদের ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড”

  1. Pingback: নতুন ভোটার হতে কি কি লাগে - Votar Id Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *