Skip to content

ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম ২০২২

ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম, যারা ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করতে চান আজকের এই কনটেন্টে তাদের জন্য | কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাব| আর বয়স সংশোধন করতে গেলে কি কি কাগজপত্র লাগে আজকে আমি আপনাদেরকে জানাবো|

Apps install অ্যাপস ইনস্টল

কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজেই বয়স সংশোধন করা যায় আজকে আমি আপনাদেরকে জানাবো| প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লেস্টরে (Play store)এখন সার্চ অপশনে গিয়ে ক্লিক করুন (NID wallet)|এখন অ্যাপসটি ইন্সটল করুন| আর যাদের করা আছেন তারা ওপেন বাটনে ক্লিক করুন|  এবং পরবর্তী ধাপগুলো কিভাবে সম্পন্ন করবেন দেখতে চাইলে সাথেই থাকুন| 

 

দেখে আসতে পারেন,, জন্ম নিবন্ধনের জন্য আবেদন 2022

বয়স সংশোধনের জন্য ওয়েবসাইট 

ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম ২০২২

এখন আপনি আপনার যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করে নিন| আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি| নেশার টানে (services nidw gov bd )লিখে সার্চ দিন দেখুন আপনাদের সামনে এনআইডি কার্ডের ওয়েবসাইটটির চলে আসছে|  এনআইডি কার্ডের সংশোধন জন্য নিচে দেয়া লিঙ্কে প্রবেশ করুন =https://services.nidw.gov.bd/nid-pub/ এখন দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে |

রেজিস্টার   করুন স্থানে ক্লিক করুন ক্লিক দেওয়ার পর আবার এরকম একটি ইন্টারনেট চলে আসবে| যাতে| জাতীয় পরিচয় পত্রের নম্বর দিন|

সঠিক এবং জলছাপের স্থানটিতে 5 ডিজিটের একটি সংখ্যা দেখা যাচ্ছে ছবিতে প্রদর্শিত স্থানে সংখ্যাটি দিন| এখন সাবমিট স্থানটিতে ক্লিক করুন| এবার আপনার চলে আসো এখানে যাবতীয় ইনফর্মেশন গুলো দিন| এখান থেকে পরবর্তী স্থানে ক্লিক করুন দেয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে| মোবাইল নাম্বারে স্থানটিতে সঠিক মোবাইল নাম্বার দিন বার্তা পাঠান স্থানটিতে ক্লিক করুন|

এখন আপনার মোবাইলে দেখুন সিমে একটি ছয় ডিজিটের কোড নাম্বার চলে গেছে| কোড নাম্বারটি এখানে দিন তারপর বলে স্থানটিতে ক্লিক করুন| ক্লিক  করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবং নিচের দিকে কল করুন|(tap to open NID wallet)|এখন দেখুন আমাদের অ্যাপসটা চলে আসছে অ্যাপস এর উপর ক্লিক করুন ক্লিক দেয়ার পর এখন এরকম একটি ইন্টারফেস চলে আসছে স্টার্ট স্ক্রীন এ ক্লিক করুন এবং 3 সাইট থেকে ছবি তুলুন| ওকে বাটনে ক্লিক করুন| আপনার  সব ইনফরমেশনচলে আসবে |

 

এখন আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে| আপডেট বাটনে ক্লিক করুন| এখন আপনার বিস্তারিত দেখতে পাবেন প্রোফাইলে ক্লিক করুন| স্থানটিতে  ক্লিক করুন| একটি ইন্টারফেস চলে আসবে | স্থানটিতে ক্লিক করুন কল করলে জন্মতারিখ দেখতে পাবেন এখন আপনি যদি তারিখ মাস দিন যেটা চেঞ্জ বা সংশোধন করতে চান করতে পারেন|

এখন পরবর্তী স্থানে ক্লিক করুন| এখান  দুইটি তারিখ 2 তারিখ দেখাচ্ছে   একটা বর্তমানে জন্ম তারিখ অন্যটি পূর্বের জন্ম তারিখ| পরবর্তী স্থানে ক্লিক করুন এবং এরকম একটি page আসবে এখন দেখুন নিচের লেখা

 

(You have to do  deposite of BDT)|সরকার নির্ধারিত টাকা দিয়ে |পরবর্তী স্থানটিতে ক্লিক করুন| এবং বিতরনের ধরন রেগুলার এর দুটি অপশন দেয়া আছে একটি সিলেক্ট করুন এবার পরবর্তী স্থানে ক্লিক করুন|

দেখে আসতে পারেন,,নিজে নিজে ভোটার হন অনলাইনে

প্রয়োজনীয় কাগজপত্র

ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম ২০২২

একেক জনের একেক রকম কাগজপত্র লাগে সুতরাং যে যে কাগজপত্র আছে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যত বেশি কাগজপত্র দেখাতে পারবে তার কাজ খুব দ্রুত সম্পন্ন হবে| যে যত  বেশি জমা দিতে পারবে তার দ্রুত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়|

 

  • জন্ম সনদ আপনার জন্ম সনদে জন্মতারিখ সঠিকভাবে দেয়া আছে সেটি যোগ করুন এবং জন্ম সনদের একটা ছবি তুলুন|
  • আপনার পাসপোর্ট থাকলে অবশ্যই পাসওয়ার্ডের ভালো একটি স্পষ্ট ছবি তুলে রাখুন এবং গ্যালারি তে রেখে দিন\
  • জন্ম নিবন্ধন আপনি চাইলে এপিঠ-ওপিঠ ও জমা দিতে পারেন 
  • আপনার যদি ড্রাইভার লাইসেন্স থাকে তাহলে সেটি সুবিধার্থে জমা দিতে পারেন
  • তবে মনে রাখতে হবে যে  সব ডকুমেন্ট ডকুমেন্টসগুলো  কথা বললাম প্রত্যেকটির একটি করে আলাদা আলাদা ছবি তুলে রাখতে হবে কারণ জন্ম নিবন্ধন বয়স সংশোধনের ক্ষেত্রে খুবই দরকার হবে|

দেখে আসতে পারেন,,

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ।ই-পাসপোর্ট চেক ২০২২

প্রয়োজনে কল করুন105 নাম্বার

 প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি| তবে সবচাইতে উত্তম পদ্ধতি হলো প্রয়োজনে আপনি আপনার ফোন থেকে 105 নাম্বারে ফ্রিতে কল করে বিস্তারিত জেনে নিন| কারণ আপনার জন্ম সংশোধন করতে কি কি লাগবে এসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই নম্বরে কল করে|

Application submit করার পরে যে কার্যক্রম সম্পন্ন করতে হবে

ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম ২০২২

এপ্লিকেসন সাবমিট করার পর উপরে দেখুন ডাউনলোড লেখা স্থানটিতে ক্লিক করুন আপনি |আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন| এবং কোন একটি কম্পিউটারের দোকানে গিয়ে পিডিএফ ফাইল প্রিন্ট করে নিন| আপনার দেয়া কাগজপত্র যদি সঠিক হয় তাহলে আপনাকে সিউরিটি দেয়ার জন্য আপনার মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে |এবং নির্দিষ্ট একটি তারিখ দিবে তারিখ মোতাবেক গিয়ে নিয়ে আসতে পারবেন আপনার এনআইডি কার্ড|বিশেষ দ্রষ্টব্য: আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনার কার্ড সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডাউনলোড করা ফাইলটি সাথে করে নিয়ে যেতে হবে| তা না হলে আপনাকে কার্ড দেয়া হবে না

সুতরাং আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে মোবাইলে দিয়ে খুব সহজে এনআইডি কার্ডের বয়স সংশোধন  করা যায়|  

 ধন্যবাদ সবাইকে|

1 thought on “ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম ২০২২”

  1. Pingback: জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম | NID card Check Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *