নতুন ই-পাসপোর্ট এর জন্য আবেদন করার আগে ই পাসপোর্ট ফি কত টাকা এবং পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটা জানা জরুরি। এছাড়া পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ইত্যাদি বিষয়ে আগে থেকে জানা থাকলে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হয় না।
এছাড়া পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি নির্ভর করবে আপনি কোন ধরনের পাসপোর্ট তৈরি করতে চান। তবে সর্বনিম্ন ই পাসপোর্ট ফি ৪০২৫ টাকা এবং সর্বোচ্চ ই পাসপোর্ট ফি ১৩৮০০ টাকা লাগে।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
রেগুলার পাসপোর্ট করতে সর্বনিম্ন৪০২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস করতে সর্বোচ্চ ১৩৮০০ টাকা লাগে। তবে আপনি যদি কারো মাধ্যমে বা কম্পিউটারের দোকানে গিয়ে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিছু টাকা অতিরিক্ত লাগতে পারে। এছাড়া পাসপোর্ট অফিসে আর কোন অতিরিক্ত খরচ নেই।
একটি নতুন পাসপোর্ট অথবা পুরনো পাসপোর্ট রিনিউ করতে ই পাসপোর্ট ফি কত টাকা তা নিচে টেবিল আকারে উল্লেখ করা হলো।
ই -পাসপোর্ট ফি কত
পাসপোর্ট করতে কত টাকা লাগে নিচে টেবিল আকারে তুলে ধরা হলোঃ
ডেলিভারি | ৪৮ পেইজ | ৪৮ পেইজ | ৬৪ পেইজ | ৬৪ পেইজ |
ধরন | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী |
সাধারণ | ৪০২৫ টাকা | ৫৭৫০ টাকা | ৬৩২৫ টাকা | ৮০৫০ টাকা |
এক্সপ্রেস | ৬৩২৫ টাকা | ৮০৫০ টাকা | ৮৬২৫ টাকা | ১০৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস | ৮৬২৫ টাকা | ১০৩৫০ টাকা | ১২০৭৫ টাকা | ১৩৮০০ টাকা |
সকল ফির মধ্যে ১৫% ভ্যাট যুক্ত আছে। এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে NOC এবং অবসর সনদ রয়েছে। সরকারি চাকরিজীবীরা রেগুলার ফ্রি জমা দিয়ে জরুরি সুবিধা নিতে পারবেন। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জরুরি আবেদন গ্রহণযোগ্য ন।
৫বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি কত
ডেলিভারি | ৫ বছর মেয়াদী | ৫ বছর মেয়াদী |
ধরন | ৪৮ পাতা | ৬৪ পাতা |
সাধারণ | ৪০২৫ টাকা | ৬৩২৫ টাকা |
এক্সপ্রেস/ ইমার্জেন্সি | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা |
সুপার এক্সপ্রেস | ৮৬২৫ টাকা | ১২০৭৫ টাকা |
১০ বছর মেয়াদী ই পাসপোর্ট ফি কত
১০ বছর মেয়াদী পাসপোর্ট করার ক্ষেত্রে নিম্নোক্ত ফি জমা দিতে হয়
ডেলিভারি | ১০ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী |
পাসপোর্ট ধরুন | ৪৮ পাতা | ৬৪ পাতা |
রেগুলার | ৫৭৫০ টাকা | ৮০৫০ টাকা |
এক্সপ্রেস | ৮০৫০ টাকা | ১০৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস | ১০৩৫০ টাকা | ১৩৮০০ টাকা |
পাসপোর্ট সংক্রান্ত আরো কিছু তথ্য
- পাসপোর্ট করতে কি কি লাগে
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম-এমআরপি থেকে ই-পাসপোর্ট
- পাসপোর্ট সংশোধন করুন অনলাইনে
- পাসপোর্ট চেক করুন অনলাইনে
- বাংলাদেশি পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ই পাসপোর্ট আবেদনের জন্য সাথে করে ছবি আনতে হবে কিনা?
উত্তরঃ না পাসপোর্ট অফিসে তালিকাভুক্ত করার সময় ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় সুতরাং আবেদনকারীকে আবেদনের সঙ্গে ছবি নিতে হবে না।
প্রশ্নঃই পাসপোর্ট আবেদন করার জন্য কি কি লাগে?
উত্তরঃ এই পাসপোর্ট আবেদন করার জন্য যা প্রয়োজন
- আবেদনকৃত ফরম(প্রিন্ট করা)।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি।
- পূর্বের পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে)।
- ১৮ বছর পূর্ণ না হলে তার ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন। ও পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি।
- ৬ বছরের নিচে আবেদনকারীদের ক্ষেত্রে (3R) সাইজের ছবি।
- ১৫ বছরের নিচে হলে আবেদনকারীর ক্ষেত্রে মা-বাবার ছবি অথবা অন্য কোন অভিভাবকের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি।