Skip to content

পাসপোর্ট করতে কি কি লাগে দেখুন

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করার আগে পাসপোর্ট করতে কি কি লাগে এ সম্পর্কে জেনে নেওয়া শ্রেয়। যদি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করতে যান সেক্ষেত্রে খুব সহজেই এই কাজটি সম্পন্ন করে আসতে পারবেন।

বৈধভাবে অন্য দেশে ভ্রমণের জন্য পাসপোর্ট প্রয়োজন। জন্ম ও অভিবাসন তত্ত্ব সূত্রে বাংলাদেশ সরকার এই দেশের নাগরিকদের পাসপোর্ট নথিপত্র প্রদান করে। এই পাসপোর্ট বইয়ের মধ্যে আপনার এবং আপনার নাগরিকত্বের সকল তথ্য এবং বিদেশ ভ্রমণের অনুমতিপত্র দেয়া থাকে।

পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট করতে জাতীয় পরিচয় পত্র তথা NID কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ, ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি, নাগরিক সনদপত্র, সরকারি কর্মচারীদের জন্য GO, NOC বা প্রত্যয়নপত্র ইত্যাদি প্রয়োজন হয়।

এছাড়াও অনলাইনে ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্ট এর আবেদন করতে প্রয়োজনীয় অন্যান্য সকল ডকুমেন্টস প্রয়োজন হয়। এছাড়াও অপ্রাপ্ত বয়স্কদের জন্য অতিরিক্ত কিছু প্রমাণপত্র প্রয়োজন। পাসপোর্ট করতে কি কি লাগে এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

ই-পাসপোর্ট করতে কি কি লাগে

অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল কোন ডকুমেন্টস সত্যায়িত করতে হয় না। অল্প কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট এর মাধ্যমে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন।

ডকুমেন্টসগুলো হলঃ

  • অনলাইনে আবেদনের সামারি (Application Summery)
  • অনলাইন আবেদন কপি।
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ।
  • বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল ইত্যাদি ইউটিলিটি বিলের কপি (ঠিকানা প্রমাণের জন্য)
  • পেশাগত ডকুমেন্ট বা প্রমাণপত্র। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, হিসাবরক্ষক এদের ক্ষেত্রে চাকরি সার্টিফিকেট প্রয়োজন হবে।
  • পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র।
  • পূর্বের পাসপোর্ট থাকলে এর ফটোকপি এবং অরিজিনাল কপি।
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
  • শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন হবে।
  • বৈবাহিক সনদপত্র (প্রয়োজন ক্ষেত্রে)
  • সরকারি কর্মচারীদের জন্য GO, NOC বা প্রত্যয়নপত্র অথবা পেনশন বই আপলোড করতে হবে।
  • আবেদন করার আগে পাসপোর্ট আবেদন ফি পরিশোধের রশিদ।

সাধারণত ই পাসপোর্টে আবেদন করার জন্য উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়।

এমআরপি পাসপোর্ট করতে কি কি লাগে

এমআরপি পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হলঃ

  • এমআরপি পাসপোর্ট আবেদন ফরম সংগ্রহ করুন অথবা অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন।
  • ফার্মের চতুর্থ পৃষ্ঠায় একজন সরকারি কর্মকর্তা তথা বিসিএস ক্যাডার কর্তৃক সত্যায়িত করতে হবে।
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি। (আসল বা সত্যায়িত ফটোকপি)
  • ইউনিয়ন পরিষদ/ পৌরসভা অফিস কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র। (আসল বা সত্যায়িত ফটোকপি)
  • আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি। (আসল বা সত্যায়িত ফটোকপি)
  • আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে তার ছবির সাথে পিতা ও মাতার দুই কপি স্টাম্প সাইজের রঙিন ছবি। (আসল বা সত্যায়িত ফটোকপি)
  • অফিসিয়াল পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে GO, NOC যুক্ত করতে হবে।
  • ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, হিসাব রক্ষক ও ড্রাইভার পেশায় যুক্ত আবেদনকারীদের উক্ত পেশার ডকুমেন্ট যুক্ত করতে হবে।
  • অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে  পেনশনবুকের কপি সংযুক্ত করলে সাধারণ ফি তে জরুরী সেবা উপভোগ করতে পারবেন।
  • অপ্রাপ্ত বয়স্কদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট কার্ড যুক্ত করতে হবে।

বিঃদ্রঃ এমআরপি পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে ডকুমেন্টগুলো উপরের গ্রেডের সরকারি কর্মকর্তা তথা বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করার প্রয়োজন হতে পারে।

অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে

অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে বয়স ভিত্তিক হিসেবে আলাদা আলাদা ডকুমেন্টস প্রয়োজন হবে।

বয়স  ডকুমেন্ট 
১ থেকে ৫ বছর
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন
  • 3R Size এর ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি
৬ থেকে ১৭ বছর
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের কপি
১৮ থেকে ২০ বছর
  • জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ড
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন

 

পেশা ভিত্তিক হিসেবে পাসপোর্ট আবেদন করতে কি কি প্রয়োজন

বিবিদ পেশায় নিয়োজিত পাসপোর্ট আবেদনকারীদের ক্ষেত্রে পেশাগত ডকুমেন্টস আলাদা হতে পারে। যেমনঃ

পেশা  ডকুমেন্ট 
সরকারি চাকরিজীবীদের জন্য
  • GO অথবা, NOC
  • পেনশন বুক বা PRL Order (অবসরপ্রাপ্তদের জন্য)
শিক্ষার্থীদের জন্য
  • স্টুডেন্ট আইডি কার্ড
  • শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত সার্টিফিকেট / প্রত্যয়ন পত্র
ব্যবসায়ীদের জন্য
  • প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি
  • বায়োমেটিক এনরলমেন্ট এর কপি
কৃষকদের জন্য
  • জমির পর্চা ও তার ফটোকপি

বৈবাহিক অবস্থান প্রমাণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

অবস্থান  ডকুমেন্ট
বিবাহিত
  • বৈবাহিক সনদপত্র/ কাবিননামা
  • হিন্দু বিবাহ নিবন্ধন সার্টিফিকেট (হিন্দুদের ক্ষেত্রে)
  • স্বামী ও স্ত্রীর ভোটার আইডি কার্ড (প্রয়োজন হতে পারে)
অবিবাহিত/সিঙ্গেল অবিবাহিতদের জন্য কোন ধরনের ডকুমেন্ট সাবমিট এর প্রয়োজন নেই।
ডিভোর্স প্রাপ্ত প্রাক্তন স্বামীর নাম এর পদবী বাদ দিতে ডিভোর্স পেপার সাবমিট করতে হবে।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা

অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন তবে আবেদনকারীর বয়স ১৮ বছরের নিচে হতে হবে। আবেদনকারীর যদি ভোটার আইডি কার্ড না হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনকারীর বয়স যদি ২০ বছরের বেশি হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে না। ২০ বছরের বয়স্ক ব্যক্তির জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *