Skip to content

পাসপোর্ট চেক করুন অনলাইনে | Passport Check online BD

আপনি কি অনলাইনে পাসপোর্ট চেক করতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য |তাছাড়া যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করেন তাদের জন্য পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানা জরুরি|

এছাড়া আপনি কোন ধরনের পাসপোর্ট চেক করতে চান সেটা শিওর হতে হবে | কারণ E- passport এবং MRP পাসপোর্ট চেক করার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে | তবে আমরা ই পাসপোর্ট এবং MRP পাসপোর্ট বাংলাদেশ সরকারি ওয়েবসাইটে ভিন্ন সার্ভার দিয়ে চেক করতে পারবো।

তাহলে চলুন আজকের এই পাসপোর্ট চেক করুন অনলাইনে  পোস্ট বিস্তারিত জেনে আসি |

পাসপোর্ট চেক করতে কি কি লাগে

পাসপোর্ট হয়েছে কিনা বা পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানার জন্য প্রয়োজন হবে ডেলিভারি স্লিপ নাম্বার| হতে পারে সে ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট | তবে ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট এর   স্লিপ নাম্বার দুটি দেখতে একই রকম তবে একটি Registration ID এবং অন্যটি হলো Enrolment Number | এছাড়া পাসপোর্ট যাচাই করার জন্য জন্ম তারিখ লাগবে |

পাসপোর্ট ডেলিভারি স্লিপ

ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ নাম্বার একই রকম | তবে এমআরপি পাসপোর্ট চেক Enrolment number এবং ই পাসপোর্ট চেক করার জন্য দরকার হবে Registration ID /Application ID |

তাছাড়া ই পাসপোর্ট এবং MRP পাসপোর্ট যাচাই  করার জন্য অবশ্যই আপনি পাসপোর্ট আবেদন ফরমের যে জন্ম তারিখটি  দিয়েছিলেন সেই জন্ম তারিখটি লাগবে।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট চেক করার জন্য প্রথমে ভিজিট করুন এই passport.gov.bd এবংCheck status   ক্লিক করতে হবে |এরপর পাসপোর্ট  স্লিপ থাকা অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপসটা পূরণ করে চেক বাটনে ক্লিক করলে এই পাসপোর্ট এর সফল তথ্য |

এছাড়া আরো ভালোভাবে বোঝার জন্য নিচে আলোচনা করা হয়েছে|

পাসপোর্ট চেক করুন অনলাইনে

  • E-passport  লিখে সার্চ করুন অথবা আমি ভিজিট করুন https://www.epassport.gov.bd/landing  এই লিংকে |
  • এখানে দুটি অপশন থেকে Application ID সিলেক্ট করুন|
  • Application ID ঘরে ডেলিভারি স্লিপ থাকা নাম্বার দিন |
  • এখন সঠিক জন্ম তারিখ দিন এরপর I am Human পাশে টিক দিন|
  • এবং ক্যাপচা পূরণ করে চেক বাটনে ক্লিক করলে 2-1 মিনিটের ভিতরে পাসপোর্ট এর তথ্য দেখতে পাবেন |

MRP পাসপোর্ট চেক

MRP পাসপোর্ট চেক করার জন্য প্রথমে ভিজিট করুন http://www.passport.gov.bd/onlinestatus.aspx  ওয়েবসাইটে |এবং এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার |এবং পাসপোর্ট এর আবেদন করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি দিন | এবং Captcha পূরণ করে চেক বাটনে ক্লিক করলেই এমআরপি পাসপোর্ট এর তথ্য দেখতে পাবেন |

পাসপোর্ট চেক করুন অনলাইনে

  • পাসপোর্ট চেক করার জন্য এই লিংকে প্রবেশ করুন |
  • এখন আপনাদের সামনে যে পেজটি আসবে  এর প্রথম ঘরে পাসপোর্ট ডেলিভারি স্লিপ  থাকা Enrolment Number দিন |
  • এরপর দ্বিতীয় ঘরে জন্ম তারিখ দিন।
  • এখন ক্যাপচা পূরণ করুন এবং সবশেষে সার্চ বাটনে ক্লিক করলে এমআরপি পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন।

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম

সচরাচর আমরা অনলাইনের মাধ্যমে পাসপোর্ট চেক করে থাকি | এটি একটি সহজ পদ্ধতি। তবে অনেকে এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করতে চান তাদের জন্য নিচে দেখানো হলো কিভাবে এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন |

E-passport status check by SMS

পাসপোর্ট ডেলিভারি স্লিপ এর উপরে ডান পাশে বারকোডের নিচে এপ্লিকেশন আইডি দেয়া থাকে এই আইডি কোড দিয়েই আমরা এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করা যায় এই ফর্মেটে |প্রথমে টাইপ করুন EPP<Space>Application id<space> Send to 16445 |Example: EPP ######### 16445

MRP passport status check by SMS

SMS এর  মাধ্যমে এমআরপি পাসপোর্ট যাচাই  করার জন্য  ডেলিভারি স্লিপে থাকা Enrollment ID লাগবে। এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে। Example : MRP ######## send 6969 |

পাসপোর্ট রিলেটেড আর তথ্য

2 thoughts on “পাসপোর্ট চেক করুন অনলাইনে | Passport Check online BD”

  1. Pingback: পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই-পাসপোর্ট ফি কত? -

  2. Pingback: ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩ - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *