Skip to content

ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম

ব্যাংক এশিয়া লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম বাণিজ্যিক ব্যাংক |  আপনি  ব্যাংক এশিয়া একাউন্ট খুলবেন কিন্তু জানেন না কিভাবে একাউন্ট করতে হয় | ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো আর্টিকেলটি পড়তে হবে |

বাংলাদেশের মধ্যে যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড অন্যতম| বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার| বিদেশ থেকে টাকা পাঠানোর থেকে শুরু করে বর্তমানে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করা হয় |

ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার টাকা খুব সহজে ভবিষ্যতের জন্য জমা করে রাখতে পারেন | কিভাবে ব্যাংক একাউন্ট খোলা যায় ,ব্যাংক একাউন্ট খোলার উপকারিতা কি ইত্যাদি সম্পর্কে আমাদের জানা দরকার | আজকের এই পোস্টের মূল আলোচ্য বিষয় হল ব্যাংক  এশিয়া একাউন্ট খোলার নিয়ম |

আরো দেখে আসতে পারেনঃ

পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

ব্যাংক এশিয়া একাউন্টের ধরন

আপনি যদি ব্যাংক এশিয়া একাউন্ট খুলতে চান তাহলে ব্যাংকের একাউন্টে ভরেন সম্পর্কে অবগত থাকা দরকার | ব্যাংক এশিয়া মূলত দুই ধরনের একাউন্ট খোলা যায় | জমিন

  1. ডিমান্ড ডিপোজিট একাউন্ট
  2. টাইম ডিপোজিট একাউন্ট

নিচে ডিমান্ড ডিপোজিট একাউন্ট ও টাইম ডিপোজিট একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে |

ডিমান্ড ডিপোজিট একাউন্ট

ডিমান্ড ডিপোজিট একাউন্ট এর মধ্যে যেসব একাউন্ট রয়েছে তা হলো সেভিংস ডিপোজিট একাউন্ট, শর্ট টাইম ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট, এসব একাউন্ট খুব সহজেই খোলা যায়

ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম

টাইম ডিপোজিট একাউন্ট

টাইম ডিপোজিট একাউন্ট এরমধ্যে যেসব অ্যাকাউন্ট রয়েছে যেমন সেভিংস ডিপোজিট একাউন্ট, শর্ট টাইম ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট |

এসব অ্যাকাউন্ট আমরা খুব সহজেই ব্যাংকের রুলস অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকে গিয়ে যেকোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি |

ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের যেসব ব্যাংক রয়েছে তারমধ্যে ব্যাংক এশিয়া অন্যতম | অন্যান্য ব্যাংকের মতো নিজের সব কাগজপত্র দরকার হয় একাউন্ট করতে| ব্যাংক এশিয়ায় একাউন্ট খোলার জন্য প্রায় একই রকম কাগজপত্র দরকার হয় বা ডকুমেন্ট দরকার হয় |

আপনার নিকটস্থ ব্যাংক এশিয়া যে কোন শাখায় গিয়ে একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস নিয়ে সরাসরি ব্যাংকে যোগাযোগ করুন | এখন একটি ফরম পূরণের মাধ্যমে ব্যাংক এশিয়া একাউন্ট খুব সহজেই খুলে নিতে পারেন |

অথবা অনলাইন থেকে Account opening form Download করে ফরম পূরণ করো একাউন্ট খুলতে পারেন |

আরো দেখে আসতে পারেনঃ

ব্যাংক ড্রাফট কিভাবে করতে হয় | How to make a bank draft 

ব্যাংক এশিয়া একাউন্ট খোলার সাধারণ কাগজপত্র

ব্যাংক এশিয়ায় একাউন্ট খোলার জন্য সাধারণভাবে যেসব কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো |

  • প্রথমে Account opening form Download করে নিয়ে ফরম পূরণ  করতে হবে | অথবা ব্যাংক থেকে সরাসরি ফরম সংগ্রহ করে ফরমটি ফুলফিল করে জমা দিতে হবে |
  • এখন একজন নমিনি সিলেক্ট করুন |
  • যাকে নমিনি দেয়া হবে তার পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি দিতে হবে|

ব্যক্তিগত কাগজপত্র

ব্যাংক এশিয়া একাউন্ট  খোলার জন্য ব্যক্তিগত যেসব কাগজপত্র দরকার হবে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো | যেমন

  • গ্রাহকের পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
  • গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি | আর যদি  না থাকে তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি |
  • গ্রাহকের সঠিকভাবে ঠিকানা প্রদান করতে হবে |

উপরে উল্লেখিত  তথ্যগুলো দিয়ে  আপনার নিকটস্থ যেকোনো এশিয়া ব্যাংকের শাখায় গিয়ে খুব সহজেই একটি ফরম পূরণ করার মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন |

পোস্ট নিয়ে আমাদের শেষ কথা

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পেরেছি | উপরে যে সব তথ্য দেয়া হয়েছে এগুলো সুন্দর ভাবে মেনে খুব সহজেই আমরা ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট খুলে নিতে পারি |

ধন্যবাদ সবাইকে |

আরো দেখে আসতে পারেনঃ

বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *