Skip to content

বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২

বিকাশ একাউন্ট খোলার নিয়ম, আপনি যদি বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন| বাংলাদেশের যেসব মোবাইল ব্যাংকিং সেবা আছে তারমধ্যে বিকাশে সেরা| বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে বিকাশ| সত্যি কথা বলতে বিকাশএকাউন্ট খোলা খুবই সহজ| আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে বিকাশ একাউন্ট খোলা সম্ভব| এছাড়া বিকাশ এজেন্ট বা কাস্টমার কেয়ারে গিয়েও বিকাশ একাউন্ট খোলা যায়| একজন গ্রাহক চাইলেই বিকাশ অ্যাপস ব্যবহার করে খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারেন| আজকে আমরা জানবো কিভাবে খুব সহজেই বিকাশ একাউন্ট খোলা যায় |

BKS LINK  https://www.bkash.com/

বিকাশ কি?

বিকাশ হল বিকাশ একটি ব্রাক ব্যাংক প্রতিষ্ঠান| বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এম এম এস) সেবাদানকারী প্রতিষ্ঠান| এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান| 2011 সাল থেকে বাংলাদেশ বিকাশ  সেবা দিচ্ছে|

বিকাশ একাউন্ট  কেন  খুলবো

বিকাশ একাউন্ট খুলব বর্তমানে মোবাইল ব্যাংকিং এর সবচাইতে দ্রুততম সেবা দিচ্ছে বিকাশ| বিকাশ থেকে আমরা অনেক ধরনের সেবা পেয়ে থাকি| যেকোনো স্থান থেকে নিমিষেই লেনদেন করতে পারি বিকাশের মাধ্যমে| এছাড়া বিকাশ দিয়ে আমরা খুব সহজে বিদ্যুৎ বিল থেকে শুরু করে অনেক ধরনের বিল পরিশোধ করতে পারি| এই কারণেই আমরা বিকাশ একাউন্ট খুলতে পারি|

বিকাশ একাউন্ট খোলার সুবিধা সমূহ

বিকাশ একাউন্ট  খোলার সুবিধা অনেক| আজকাল ঘরে বসেই বিকাশের মাধ্যমে খুব সহজেই লেনদেন থেকে শুরু করে বিল পরিশোধের কার্যক্রম সম্পন্ন করা যায় বিকাশের মাধ্যমে| বিকাশের মাধ্যমে আমরা যেসব সুবিধা ভোগ করে থাকে নিচে বিস্তারিত আলোচনা করা হলো|

  •  বিকাশ একাউন্ট চাইলে আমরা  ব্যাংকের মতো টাকা জমা রাখতে পারি|
  • যেকোনো সময় বিকাশ থেকে টাকা উত্তোলন করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি|
  • যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজেই টাকা আদান প্রদান করা সম্ভব|
  • বিকাশের মাধ্যমে আমরা যেকোনো সিমে বা অপারেটরে টাকা রিচার্জ করতে পারি|
  •  বিকাশের মাধ্যমে ঘরে বসে যে কোনো ধরনের বিল পরিশোধ করতে পারি|
  •  বিকাশের মাধ্যমে যেকোন সিমের অফার ক্রয় করা সম্ভব|

এসব সুবিধাগুলো ভোগ করার জন্য আমরা বিকাশ একাউন্ট খুলতে পারি|

See more

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 2022

বিকাশ একাউন্ট খুলতে কি কি লাগে

 বিকাশ একাউন্ট খুলতে যা যা লাগে তা হলো

  • একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার
  •  ইন্টারনেট কানেকশন
  •  একটি স্মার্ট ফোন
  •  বিকাশ অ্যাপস
  •  জাতীয় পরিচয় পত্র আইডি কার্ডের ফটোকপি
  •  1 কপি পাসপোর্ট সাইজের ছবি( এজেন্ট এর ক্ষেত্রে)

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয় জানতে চান তাহলে আজকের কন্টেন টি আপনার জন্য| আজকে আমরা জানবো কিভাবে খুব সহজ নিয়মে বিকাশ একাউন্ট খোলা যায়| বিকাশ একাউন্ট সাধারণত দুই উপায়ে খোলা যায়| যেমন

  1. কাস্টমার কেয়ার বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে ।|
  2. বিকাশ এপস এর মাধ্যমে |

আজকে আমরা জানবো কিভাবে কাস্টমার কেয়ার বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে এবং বিকাশ এপস এর মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা যায়|

কাস্টমার কেয়ার এজেন্ট পয়েন্ট এর মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

কাস্টমার কেয়ার বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো|

  1.  প্রথমে আপনাকে একটি নাম্বার সিলেক্ট করতে হবে
  2.  দ্বিতীয়তঃ জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে
  3.  তৃতীয়তঃ পাসপোর্ট সাইজের এক কপি ছবি

 বিকাশ এপস এর মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম 

বিকাশ এপস এর মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে বিকাশ একাউন্ট খোলা সম্ভব| কিভাবে বিকাশ অ্যাপস দিয়ে বিকাশ একাউন্ট খোলা যায় নিচে আলোচনা করা হলো|

  •  প্রথমে বিকাশ এ অ্যাপস ওপেন করুন লগইন/ রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করুন|
  •  লগ ইন/ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর| এখন যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান সেই নম্বরটি প্রদান করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন|
  •  মোবাইল নাম্বারটি অপারেটর সিলেক্ট করে করে পরবর্তী বাটনে ক্লিক করুন
  •  একাউন্ট খুলতে যে নাম্বার দিয়েছেন সেটি একটি ওটিপি কোড যাবে| ওটিপি বিকাশ অ্যাপস সাথে সাথে অটো গ্রহণ করে নেবে|
  •  কোড আসলে কনফার্ম করুন বাটনে ক্লিক করুন|
  •  জাতীয় পরিচয় পত্রের দুইপাশের ভালো করে ছবি তুলুন এবং সাবমিট করুন|
  •  সাবমিট করার পর  যার এনআইডি কার্ড ব্যবহার করা হয়েছে তার একটি সেলফি তুলতে হবে|
  •  ছবি তোলার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার বিকাশ একাউন্ট খোলা হয়ে যাবে|

See more

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

 বিকাশ এপস ডাউনলোড কিভাবে করবেন

বিকাশ অ্যাপস ডাউনলোড করা অনেক সহজ| প্রথমে আপনি প্লে স্টোরে চলে যান| এবং বিকাশ লিখে সার্চ করলেই  বিকাশ অ্যাপ চলে আসবে| এখন ইনস্টল বাটনে ক্লিক করেন| কিছু সময় পরেই দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাপস ডাউনলোড হয়ে গেছে|

 বিকাশ একাউন্ট সম্পর্কে সাধারণ প্রশ্ন

প্রশ্নঃ বেসরকারী প্রতিষ্ঠান?

উত্তরঃ না।| বিকাশ সরকারি প্রতিষ্ঠান নয় | বিকাশ একটি বেসরকারী প্রতিষ্ঠান|

প্রশ্নঃ বিকাশ এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ স্বাধীনতা টাওয়ার ১, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গে্‌ ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা,১২০৬, বাংলাদেশ|

প্রশ্নঃ বিকাশ কবে থেকে চালু হয়েছে?
উত্তরঃ বিকাশ  2011 সাল থেকে চালু হয়েছে।|

প্রশ্নঃ বিকাশ একাউন্ট খুলতে কি টাকা লাগে?

উত্তরঃ না|  বিকাশ একাউন্ট খুলতে কোন প্রকার টাকা লাগেনা|

প্রশ্নঃ একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?

উত্তরঃ একটি এনআইডি কার্ড দিয়ে একটি মাত্র বিকাশ একাউন্ট খোলা যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *