পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বাংলাদেশের যেসব স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক আছে তার মধ্যে পূবালী ব্যাংক অন্যতম| শাখা ও কর্মকাণ্ডের দিক দিয়ে সরকারি মালিকানায় ব্যাংকগুলোর পরেই এটি বাংলাদেশের ব্রিহত্তম ব্যাংক| পূবালী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে “বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2019” পদক অর্জন করেছেন| বর্তমানে লেনদেনের দিক দিয়ে অন্যান্য ব্যাংকের তুলনায় পূবালী ব্যাংক অনেকটাই এগিয়ে আছে|
বাংলাদেশের যেসব সরকারি ব্যাংক রয়েছে পূবালী ব্যাংক স্থান তাদের পরেই|এ কারণে অনেকেই পূবালী ব্যাংকের সাথে লেনদেন করতে আগ্রহী পোষণ করেন| আর পূবালী ব্যাংকে যদি আপনি লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনার পূবালী ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে|
এখন কথা হল আমরা অনেকেই জানিনা পূবালী ব্যাংকে কিভাবে একাউন্ট করতে হয় বা খুলতে হয়| তাই আজকের পোস্টে পূবালী ব্যাংকএকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে|
আরো দেখে আসতে পারেনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
পূবালী ব্যাংক যেসব কার্যক্রম পরিচালনা করে থাকে
বর্তমানে পূবালী ব্যাংক যে সব কার্যক্রম পরিচালনা করে থাকে তা নিচে উল্লেখ করা হলো
- ইসলামী ব্যাংকিং
- বাণিজ্যিক ব্যাংকিং
- এস এম ই ব্যাংকিং
- কার্ড পরিষেবা ( ডেবিট)
- কনজুমার লোন
- এটিএম পরিষেবা( অন্যান্য ব্যাংকের সাথে সংযুক্ত)
পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
পূবালী ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পূবালী ব্যাংকের যে কোন শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে| ব্যাংক একাউন্ট করার জন্য আপনাকে একটি ফরম দেয়া হবে | এই ফরমটি পূরণ করে খুব সহজেই পূবালী ব্যাংক একাউন্ট খোলা যায়|
আরো দেখে আসতে পারেনঃ
পূবালী ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
যে কোন ব্যাংকে একাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে কাজ করতে হবে| পূবালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য যেসব কাগজপত্র লাগবে নিচে আলোচনা করা হলো|
-
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি |
- NID কার্ডের ফটোকপি |
- যিনি নমিনী হবে তার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে |
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে
পূবালী ব্যাংক কারেন্ট একাউন্ট
পূবালী ব্যাংকের কারেন্ট একাউন্ট খোলার একটি বড় সুবিধা হলো দিনে আপনি যত খুশি ততবার লেনদেন করতে পারবেন| কারেন্ট একাউন্টের জন্য ব্যাংকের লেনদেনের কোন লিমিট থাকে না|
পূবালী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি পূবালী ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে| যেমন
- যিনি একাউন্ট খুলবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি |
- জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি যদি থাকে| আর যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে
- যাকে নমিনি দেয়া হবে তার এককপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে |
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে |
- এরপরে যাবতীয় ডকুমেন্টস গুলো নিয়ে পূবালী ব্যাংকের যে কোন শাখায় সরাসরি যোগাযোগ করে এবং সেখান থেকে একটি ফরম পূরণ করে পূবালী ব্যাংক কারেন্ট একাউন্ট খুলতে পারবেন|
আরো দেখে আসতে পারেনঃ
ব্যাংক ড্রাফট কিভাবে করতে হয় | How to make a bank draft
পূবালী ব্যাংক সেভিংস একাউন্ট
পূবালী ব্যাংক সেভিং একাউন্ট মূলত যারা ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা রাখতে চান মূলত তারাই সেভিং একাউন্ট খুলে থাকেন| পূবালী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে অনেক বাধ্যবাধকতা রয়েছে| যেমন আপনি সপ্তাহে তিন থেকে চার বারের বেশি লেনদেন করতে পারবেন না|
পূবালী ব্যাংক সেটিংস একাউন্ট খোলার নিয়ম
পূবালী ব্যাংক সেভিং একাউন্ট খোলার জন্য যেসব নিয়ম মেনে চলতে হবে তা নিচে উল্লেখ করা হলো
- যিনি একাউন্ট খুলবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি |
- জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি যদি থাকে| আর যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে |
- যাকে নমিনি দেয়া হবে তার এককপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে |
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে |
এরপরে যাবতীয় ডকুমেন্টস গুলো নিয়ে পূবালী ব্যাংকের যে কোন শাখায় সরাসরি যোগাযোগ করে এবং সেখান থেকে একটি ফরম পূরণ করে পূবালী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে পারবেন|
আরো দেখে আসতে পারেনঃ
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম 2022
বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022