নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে আজকের এই নিবন্ধন লেখা হয়েছে। নতুন ভোটার আইডি কার্ড করার পর আমরা অনেকেই আমাদের ভোটার আইডি অনলাইনের মাধ্যমে চেক করতে চাই। এক্ষেত্রে অনেকেই NID Card Check করার নিয়ম সম্পর্কে জানে না।
আজ আমরা Votar ID কার্ড চেক করার সহজ ও নতুন নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেও ভোটার আইডি কার্ড আমাদের দৈনন্দিন জিবনের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয় এই ভোটার আইডি কার্ডে আমাদের নানা কাজে ব্যবহার করা হয়।
নতুন ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজনীয়তা
মূলত নতুন জাতীয় পরিচয় পত্র তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা হলো এটি আসল না কি নকল তা যাচাই করা। বর্তমানে প্রযুক্তির উন্নায়নের ফলে অবিকল আসল ভোটার আইডি কার্ডের মতো নকল ভোটার আইডি কার্ড তৈরি করা সম্ভব হয়ে উঠেছে। কিন্তু নকল ভোটার আইডি কার্ড তৈরি করা গেলেও এই নকল ভোটার আইডি কার্ডের তথ্য অনলাইন ডেটাবেজে রাখা অসম্ভব। তাই একমাত্র অনলাইন এ চেক করার মাধ্যমেই এটি আসল না নকল তা জানা সম্ভব। এছাড়াও নতুন NID Card চেক করার আরো অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আপনার নাম, ছবি, ঠিকানা সহ সকল তথ্য ঠিক আছে কিনা সেটাও এই অনলাইন চেক এর মাধ্যমে জানতে পারবেন।
ভোটার আইডি কার্ড কি কি কাজে লাগে
ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হলো একজন নাগরিকের নাগরিকত্বের পরিচয় পত্র। আর এই ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনি কোন দেশের নাগরিক তা খুব সহজেই সনাক্ত করা সম্ভব। কিন্তু আমরা অনেকেই আমাদের যে কোন প্রয়োজনে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করেছি কিন্তু এটি কি কি কাজে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। তাই আমরা আপনাদের জন্য ভোটার আইডি কার্ড কি কি কাজে ব্যবহার করতে পারবেন তার একটি চার্ট নিয়ে এসেছি। চলুন দেখে নিইঃ
- ই পাসপোর্ট করতে
- ব্যাংক একাউন্ট খুলতে
- ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন
- সিম রেজিস্ট্রেশন
- বিবাহ
- ট্রেড লাইসেন্স
- সরকারি ও বেসরকারি কোম্পানিতে চাকরির আবেদন
- জমি ক্রয় বিক্রয় করতে
- আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে
যাচাই করা ভোটার আইডি কার্ড কি কি কাজে ব্যবহার করতে পারবেন তা ইতোমধ্যে জেনে গেছেন। আপনি চাইলে আপনার যে কোন পার্সোনাল কাজেও এই ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারবেন। আসলে আপনার মেইন ভোটার আইডি কার্ড আর অনলাইন ভোটার আইডি কার্ড এর কাজ প্রায় সম্পূর্ণ এক। তাই নতুন ভোটার আইডি কার্ড দিয়ে আপনি যে কোন ধরণের কাজ করতে পারবেন।
NID Card Check SMS Format
এসএমএস এর মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। এই ধাপে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ নিম্নলিখিত সিস্টেম অনুযায়ী টাইপ করতে হবে।
NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
কিছুক্ষণ এর মধ্যে তারা মেসেজে আপনার ভোটার আইডি কার্ড এর সকল তথ্য জানিয়ে দিবে।
নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য NIDW ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ , ঠিকানা এবং মোবাইল নাম্বার ভেরিফাই ও ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করে প্রোফাইলে প্রবেশ করে আপনার এনআইডি কার্ড চেক করতে পারবেন।
NID wallet এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন করে জাতীয় পরিচয় পত্র নম্বর/ ফরম নম্বর দিয়ে কিভাবে NID card চেক করবেন বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুনঃ NID card Download
যেহেতু প্রতিটা মানুষের জন্য ভোটার আইডি কার্ড খুব দরকারি একটা কার্ড। তাই এই কার্ডটি আমাদের অনলাইনে চেক করে দেখা উচিত কোথাও ভুল হয়েছে কিনা। আপনার এই কার্ডটির যদি কথাও ভুল হয়ে থাকে তাহলে সাথে সাথে অনলাইনের মাধ্যমেই আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। এবং মনে রাখবেন একটি তথ্য কেবলমাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন। তাই আপনার নতুন ভোটার আইডি কার্ড চেক করে নেওয়া উচিত।
নাম ও ঠিকানা সহ ভোটার আইডি কার্ড চেক
ব্যক্তির নাম এবং ঠিকানা সহ NID card Check করার জন্য ldtax.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপরে নাগরিক কর্নারে ক্লিক করে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নম্বর , এবং জন্ম তারিখ দিয়ে পরবর্তী পদক্ষেপে ক্লিক করুন। আপনার মোবাইলে আসা ওটিপি নম্বর দিয়ে একাউন্ট ভেরিফাই করে প্রোফাইলে লগইন করে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।
আগে আইডি ট্যাক্স এই ওয়েবসাইটের মাধ্যমে ছবি সহ জাতীয় পরিচয় পত্র যাচাই করা যেত। বর্তমানে সেটি বন্ধ রয়েছে। তাই এখানে আমরা শুধুমাত্র ব্যক্তির নাম ও ঠিকানা সহ জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পারব।
শুধু নাম এবং ঠিকানা সহ এনআইডি কার্ড চেক করার জন্যঃ
- প্রথমে ভিজিট করুন ldtax.gov.bd এই ওয়েবসাইটে। এবং এখান থেকে নাগরিক কর্নারে ক্লিক করুন।
- এরপরে নাগরিক নিবন্ধন অপশনে গিয়ে মোবাইল নাম্বার প্রদান করুন, এবং জাতীয় পরিচয় পত্র , ও সঠিক জন্ম তারিখ দিন।
- পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পরে ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি otp কোড আসবে। ওটিপি কোড একাউন্ট ভেরিফাই করুন।
- এরপরে প্রোফাইলে লগইন করে নাম ও ঠিকানা সহ ভোটার আইডি কার্ড দেখতে পারবেন।