Skip to content

ভোটার তথ্য যাচাই করুন NID details BD

নিজে নিজে  অনলাইনে ভোটার তথ্য যাচাই করুন |কিভাবে ভোটার তথ্য বের করবেন আজকের পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন | অনেক সময় দেখা যায় অনেকে নতুন ভোটার হালনাগাতে নাম লিখেছেন বা নতুন ভোটার নিবন্ধন হয়েছেন| কিন্তু এখনো কোনো তথ্য আপনি জানতে পারেননি | অথবা এন আইডি কার্ড কোন অবস্থায় আছে জানেন না কিভাবে নিজে নিজে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে NID Card details BD জানতে পারবেন বিস্তারিত আলোচনা করা হবে। আজকের মুল টপিক হল ভোটার তথ্য যাচাই করুন NID details BD |

কিভাবে  নতুন ভোটার নিবন্ধন করবেন দেখে নিন এখান থেকে

ভোটার তথ্য যাচাই করার নিয়ম

পূর্বে যে ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তথ্য যাচাই করা যেত বর্তমানে সেটা বন্ধ আছে |তাই আমরা বিকল্প পদ্ধতিতে বা অন্য সার্ভার দিয়ে ভোটার তথ্য যাচাই করবো | এছাড়া চাইলে এসএমএস এর মাধ্যমে যাচাই করতে পারব |

তবে জেনে রাখা ভালো নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড চেক করতে পারবেন| ভোটার স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন না।

প্রথমে ভূমিকর মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করুন

ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই বা চেক করার জন্য ভূমিকর মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে https://ldtax.gov.bd/ প্রবেশ করুন | অথবা এখানে ক্লিক করুন | এবং যাবতীয় তথ্য দিয়ে ভোটার আইডি কার্ড যাচাই করতে পারব |

ভোটার তথ্য যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন

ভূমিকর মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে মোবাইল নাম্বার এর পর এনআইডি কার্ড নাম্বার তারপরে জন্ম তারিখ প্রদান করুন এবং ” পরবর্তী পদক্ষেপ “ বাটনে ক্লিক করুন|

ভোটার তথ্য যাচাই করুন NID details BD

ভোটার তথ্য যাচাই

আপনার দেয়া যাবতীয় ইনফরমেশন সঠিক থাকলে কিছু সময় অপেক্ষা করলে আপনার নাম এবং ছবিসহ ভোটার আইডি কার্ড সব ধরনের তথ্য দেখতে পাবেন |

ভোটার তথ্য যাচাই করুন NID details BD

এসএমএসের মাধ্যমে ভোটার তথ্য চেক

নতুন যারা ভোটার তথ্য হালনাগাতে নিবন্ধন করেছেন তারা সহজেই এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্য যাচাই করতে পারবেন | কিভাবে এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্য যাচাই করবেন উদাহরন সহকারে দেখানো হল |যেমন

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যান এখানে  প্রথমে SC স্পেস F  স্পেস ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার  স্পেস জন্ম তারিখ লিখে পাঠিয়ে দিন 105 নম্বরে |

Example: SC < Space > F < Space > ####### < Space > D< Space > YY-MM-DD |

উপরোক্ত পদ্ধতিতে মেসেজ করলে ২৪ ঘন্টার মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্যের যাবতীয় তথ্য আপনাকে জানিয়ে দেয়া হবে |

ভোটার আইডি কার্ড রিলেটেড পোস্ট

  1.  অনলাইনে ভোটার তথ্য যাচাই ও সিরিয়াল নম্বর চেক
  2. ভোটার লিস্ট বের করার নিয়ম
  3. NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড
  4. অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র
  5. জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়

1 thought on “ভোটার তথ্য যাচাই করুন NID details BD”

  1. Pingback: new ভোটার তথ্য যাচাই করুন NID particulars BD 2022 - consoleeng

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *