Skip to content

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার জন্য এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ।  এই লেখাটিতে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খুলতে কি কি প্রয়োজন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় নির্ভরযোগ্য ব্যাংকিং প্রতিষ্ঠান হল ডাচ বাংলা ব্যাংক। ব্যাংকিং কার্যক্রমের দিক থেকে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক নিরাপদ ও নির্ভরযোগ্য। ডাকবাংলা ব্যাংকের সংক্ষিপ্ত রূপ হল (DBBL) বাংলাদেশের অর্থনীতিতে ডাচ বাংলা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্রাঞ্চ এ গিয়ে Account Opening Form সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে প্রাথমিক ডিপোজিট দিয়ে Dutch  Bangla একাউন্ট খুলতে পারবেন।

অনলাইনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার কোন পদ্ধতি চালু নেই। ডাচ-বাংলা ব্যাংক (DBBL) একাউন্ট খোলার জন্য নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকের শাখায় গিয়ে ফরম সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ উক্ত ব্যাংক শাখায় জমা দিতে হবে।

ডাচ বাংলা ব্যাংক (DBBL) একাউন্ট ধরন

সাধারণত ডাচ বাংলা ব্যাংকে ২ ধরনের একাউন্ট খোলা যায়।

  • সেভিংস একাউন্ট
  •  স্টুডেন্ট একাউন্ট

স্টুডেন্ট একাউন্ট হলো শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে না। এবং সেভিংস একাউন্ট সবার জন্য উন্মুক্ত।

সেভিংস একাউন্ট খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস

ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার জন্য একাউন্ট ওপেনিং ফরমের সাথে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে। সেগুলো হলোঃ

  • আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • ন্যূনতম ডিপোজিট ৫০০ টাকা।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স।
  • আবেদনকারীর ভোটার আইডি কার্ড এবং ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • নমিনির ভোটার আইডি কার্ড এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • ইউটিলিটি বিলের কপি (প্রয়োজন ক্ষেত্রে)
  • সুপারিশকারী ডাচ বাংলা ব্যাংক একাউন্ট।

সেভিংস একাউন্ট খোলার নিয়ম

Dutch Bangla Bank সেভিংস একাউন্ট খোলার জন্য উপরে  উল্লেখিত ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে নিকটস্থ DBBL (Dutch-Bangla-Bank লিমিটেড) শাখায় গিয়ে একাউন্ট ওপেনিং ফ্রম সংগ্রহ করে ও পূরণ করে নূন্যতম ডিপোজিট ৫০০ টাকা প্রদান করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে ফরমটি ব্যাংক শাখায় জমা দিন।

এবং অ্যাকাউন্ট চালু হওয়ার ১-২ দিনের মধ্যে আপনাকে একটি ইনস্ট্যান্ট এটিএম কার্ড প্রদান করা হবে। যেটি ব্যবহার করে আপনারা ডাচ বাংলা ব্যাংকিং সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং পরবর্তীতে চেকবুক অথবা কার্ডের জন্য আবেদন করতে পারেন।

স্টুডেন্ট একাউন্ট খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস

ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো হলোঃ

  • স্টুডেন্ট আইডি কার্ড এবং মোবাইল নাম্বার।
  • জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
  • আবেদনকারীর বয়স ১৮ বছরের নিচে হলে মা-বাবার ভোটার আইডি কার্ড।
  • নমিনির ভোটার আইডি কার্ড এবং নমিনির সদ্যতোলা ছবি।
  • একটি সুপারিশকারী ব্যাংক একাউন্ট।

বিশেষ ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড না থাকলে উচ্চ মাধ্যমিক এবং এসএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।

স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে (DBBL) স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য উত্তর ডকুমেন্টগুলো নিয়ে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক শাখায় যোগাযোগ করে ব্যাংক কর্মকর্তার থেকে স্টুডেন্ট একাউন্ট ওপেনিং ফরম সংগ্রহ করে ফরমটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিন।

ফরমটি জমা দেওয়ার কিছু সময়ের মধ্যে আপনার  ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট চালু হয়ে যাবে। এবং আপনাকে একটি ইনস্ট্যান্ট এটিএম কার্ড প্রদান করা হবে উক্ত কাজ ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকে শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেনা। স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের নিচে হয় তথা আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে ব্যাংকে যাবার সময় অবশ্যই গার্ডিয়ান (পিতা-মাতা) সাথে নিয়ে যেতে হবে।

ডাচ বাংলা ব্যাংকের ব্যালেন্স যাচাই করার পদ্ধতি

ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট যাচাই করার বিভিন্ন পদ্ধতি আছে। Dutch Bangla ব্যাংকে একাউন্ট করার পরে ব্যাংকিং কার্যক্রম এর সর্বপ্রথম ধাপ হল একাউন্ট ব্যালেন্স যাচাই। যে সকল পদ্ধতিতে আপনারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেনঃ

  • ডাচ বাংলা ব্যাংকের অ্যাপস ব্যবহারের মাধ্যমে।
  • এটিএম কার্ড দিয়ে ডাচ বাংলা বুথ থেকে।
  • নেক্সাস পে অ্যাপস এর মাধ্যমে।
  • সরাসরি ব্যাংকে গিয়ে।
  • ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে ডাচ-বাংলা ব্যাংক (DBBL) অ্যাকাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডান্স বাংলা ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্য জানতে কমেন্ট করতে পারেন।

ব্যাংক রিলেটেড আরো কিছু তথ্য

  1. কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  2. সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  3. ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
  4. পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  5. ব্যাংক ড্রাফট কিভাবে করতে হয় | How to make a bank draft

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *