Skip to content

আলবেনিয়া ভিসা ২০২৩

অনেকেই আছেন যারা আলবেনিয়া ভিসা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই গুগলে সার্চ করে থাকেন আলবিনের ভিসা সম্পর্কে।কিন্তু আপনি সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেক সময় হতাশ হয়ে পড়েন |

আজকে আমি আপনাদেরকে আলবেনিয়া ভিসা সম্পর্কে বা আলবেনিয়া দেশ কেমন আলবেনিয়া কেন যাবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ |ইউরোপের একমাত্র মুসলিম দেশ হলো আলবেনিয়া। যারা ইউরোপের সেনজেন ভিসা পাওয়ার জন্য যেতে চান শুধুমাত্র তারাই আলবেনিয়া যেয়ে থাকেন।

আলবিনিয়াতে যাওয়ার আরো একটি কারণ হলো অনেকেই হাঙ্গেরি গ্রিসএ সব দেশে যেতে চান তারা আলবেনিয়া থেকে খুব সহজেই এসব দেশে পাড়ি জমাতে পারেন| তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে সে দেশের ভিসা সম্পর্কে অবগত থাকতে হবে|আলবেনিয়া ভিসা ২০২২ এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো

আরো দেখে আসতে পারেন: রোমানিয়া ভিসা 2022

আলবেনিয়া ভিসা

আলবেনিয়া ভিসা বর্তমানে চালু আছে|যারা ইউরোপের সেনজেন ভিসার জন্য আগ্রহ পোষণ করছেন তারা খুব সহজে আলবেনিয়া জেতে পারবেন|এর জন্য কিছু প্রক্রিয়া মেনে কাজ করলেই আপনি  আলবেনিয়া ভিসা  নিয়ে পারি জমাতে পাড়েন| আলবেনিয়া ভিসা ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল|

আলবেনিয়া দেশ কেমন

ইউরোপের একমাত্র মুসলিম দেশ হলো আলবেনিয়া | আলবেনিয়া দক্ষিন- পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপ উত্তর  পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র |দেশটি পুরন নাম আলবেনিয়া প্রজাতন্ত্র| আলবেনিয়া রাজধানী অ বৃহত্তম নগরীর নাম তিরানা| দেশটির আয়তন ২৮৭৪৮ বর্গকিলোমিটার | জনঘনত্ব প্রতি বর্গমাইলে ২৭৪ জন |

আলবেনিয়া কেন যাবেন ?

অনেকেই আছেন যারা ইউরোপের সেনজেন ভিসা পেতে চান তারাই আলবেনিয়া যাবেন । করোনা কালীন সময়ের পর প্রায় প্রতিটি দেশের ভিসা সহজ হয়ে গেছে |বর্তমানে আলবেনিয়া থেকে অন্য দেশে পাড়ি জমাচ্ছে হাজার হাজার লোক। আলবেনিয়া থেকে ইউরোপের আরো অনেক দেশ আছে যেখানে আপনি আলবেনিয়া থেকে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে পাড়ি জমাতে পারেন। এছাড়া আলবেনিয়াতে আপনি নিজে ছোটখাট ব্যবসা করতেও পারবেন।

আলবেনিয়া কাজের  চাহিদা বেশি

অনেকেই আলবেনিয়া কাজের   ভিসা নিয়ে জেতে চান বাট কোন কাজের চাহিদা বেশি সেতা জানেনে না| আলবেনিয়া কোন কাজের  চাহিদা বেশি আজকে আমি আপনাদের জানাবো | আলবেনিয়া জেসব কাজের  চাহিদা বেশি তা নিচে আলোচনা করা হল

  • শপিং মল
  • ফ্যাক্টরি
  • সুপার শপ
  • হোটেল
  • মেকানিক্যাল

বর্তমানে এসব কাজের চাহিদা বেশি আলবেনিয়াতে |এছাড়া আর অনেক কাজ আছে যার অনেক চাহিদা রয়েছে|

আরো দেখে আসতে পারেন:  সৌদি আরব ভিসা 2022

আলবেনিয়া যেতে কত টাকা লাগে

আলবেনিয়াতে যেতে কত টাকা লাগতে পারে সেটা সঠিকভাবে বলা মুশকিল। মূলত আলবেনিয়া যেতে তেমন বেশি টাকা লাগে না| কিন্তু দালাল চক্র লোকদের কাছ থেকে অনেক পরিমাণে টাকা আবদার করছে আলবেনিয়া নেয়ার জন্য। আলবেনিয়াতে যারা বসবাস করছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি আলবেনিয়া যেতে আপনার মোটামুটি ৪ লক্ষ থেকে ৬লক্ষ টাকার মত খরচ হতে পারে। এর কম বেশিও হতে পারে|

আলবেনিয়া কত টাকা বেতন পাওয়া যায়

অনেকেই জানতে চেয়েছেন আলবানিয়া কাজের কত টাকা বেতন পাওয়া যায়। কোন কাজে কত টাকা বেতন। কোন কাজে কত টাকা বেতন সেটা নির্ভর করে একমাত্র আপনার উপর কারণ আপনি কোন কাজ নিয়ে আরবিনিয়া যাচ্ছেন সে কাজের উপর নির্ভর করে আপনার বেতন নির্ধারণ করা হবে।

তবে আলবেনিয়া কাজ করে মাসে ৪০০ থেকে ৫০০ ইউরো বেতন পেতে পারেন|অভিজ্ঞতা অনুযায়ী এর কম বেসি বেতন হতে পারে| এক্ষেত্রে অনেক দালাল চক্র যারা ভিসা দিয়ে বলবে আলবেনিয়াতে ৫০০০০ থেকে ৬০ হাজার টাকার মতন বেতন পাওয়া যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আল দুনিয়াতে আপনি যে বেতন পাবেন তা দিয়ে আপনি ওই দেশে মোটামুটি ভালো থাকতে পারবেন কিন্তু দেশে টাকা পাঠানোর মতন বেতন আপনি কখনোই পাবেন না।

 

এখন আপনার মাথায় একটি প্রশ্ন জাগতে পারে তাহলে কেন আলবেনিয়াতে যাব?

আলবেনিয়াতে যাবেন তারা যারা মূলত ইউরোপের সেনজেন ভিসা পেতে চান ,অথবা এদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশেও যেতে চান যেমন গ্রিস কোরাইশিয়া এসব দেশে যারা যেতে চান মূলত তারাই আলবেনিয়াতে যাবেন।

আলবেনিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়

অনেক দালাল আছে যারা বলবে যে আলবেনিয়া থেকে ইতালি যাওয়া খুবই সহজ। ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আলবেনিয়া থেকে ইতালিতে যাওয়া খুবই কষ্টসাধ্য । আলবেনিয়া  থেকে ইউরোপের যেসব দেশে আপনি পাড়ি জমাতে পারেন তা হল

  • গ্রীস
  • সার্বিয়া
  • ক্রোয়েশিয়া
  • হাঙ্গেরি।

তবে এসব দেশ থেকে আপনি সহজেই অন্য দেশে যেতে পারবেন না এক্ষেত্রে আপনাকে আলবেনিয়া গিয়ে অন্য দেশের ভিসার জন্য কাজ করতে হবে | তাহলে আপনি আলবেনিয়া থেকে অন্য দেশে যেতে পারবেন।

 

সতর্কতা

যারা ভাবছেন আলবেনিয়াতে যাবেন তারা ভালো করে বুঝে শুনে যাবেন কারণ অনেক দালাল আছে আপনাকে বলবে দু এক মাসের ভেতর ইউরোপের যে কোন একটি দেশের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেয়া হবে । এটা কখনোই সম্ভব না আপনি ইউরোপের যে কোন দেশে যাওয়ার জন্য অনেকদিন সময় ও লাগতে পারে।

 

ভিসা রিলেটেড পোস্ট

  1. জাপান ভিসা ২০২২
  2. কানাডা জব ভিসা খরচ
  3. বিদেশে কাজের ভিসা
  4. লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ২০২২ 
  5. ভিসা প্রসেসিং কিভাবে করে

আসা করি আজকের পোস্ট এর মাধ্যমে আলবেনিয়া ভিসা ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন|

1 thought on “আলবেনিয়া ভিসা ২০২৩”

  1. Pingback: ওমান ভিসা ২০২৩ | ওমান ওয়ার্ক পারমিট ভিসা - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *