Skip to content

লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ২০২২ |

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ সবাই কেমন আছেন |আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব সেটি লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা |আপনারা যারা কাজের ভিসা নীয়ে লন্ডন যেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট|

কবে থেকে ভিসা চালু হবে

১৫ ই ফেব্রুয়ারি ২০২২ থেকে ব্রিটেনে কেয়ারটেকার ভিসা চালু করতে যাচ্ছে ব্রিটেন সরকার| এ ক্যাটাগরিতে এক বছরে প্রায় 30 হাজার শ্রমিক নেবে সরকার এবং পারমিট ভিসা প্রদান করা হবে| বিশ্বের বিভিন্ন দেশ থেকে এর মাধ্যমে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হয়ে উঠবে  | ব্রিটেনের শহর তথা ইউরোপ কান্ট্রি তে যত ধরনের প্রতিবন্ধী লোকজন বসবাস করেন তাদের সেবা যত্নের জন্য রাষ্ট্রীয় ভাবে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হয়|  এদেরকে রক্ষণাবেক্ষণের জন্য দেশব্যাপী কাজ করে বিশাল কর্মী বাহিনী| কিন্তু রাষ্ট্রের বড় ধরনের সমস্যার পর থেকে জল কমে যাওয়ার এর সেবা কঠিন হয়ে পড়েছে| তাই কোন ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা সারাই শুধুমাত্র ইংরেজি ভাষায় দক্ষ কারিগর শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে ব্রিটেন সরকার |

বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার সুবর্ণ সুযোগ

 

লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা

হল বাংলাদেশ থেকে বাংলাদেশ  লন্ডনে যাওয়ার সুযোগ সুবিধা |সোনার হরিণ চাই লন্ডন বাংলাদেশের নাগরিকের জন্য করে দিয়েছে এক বিশাল সুবর্ণ সুযোগ |“ এ যেন সোনার হরিণ” |

দক্ষতা বা পড়াশোনা

দেশের আইনজ্ঞরা বলেছেন আইইএলটিএসের (IELTS)4.00 হলেই নিয়োগকর্তার মাধ্যমে যে কেউ আবেদন করলে পেতে পারেন | বাংলাদেশ থেকে কোন  রিকোয়ারমেন্টডাইরেক্ট কোন কর্মী  সরাসরিআনতে পারবে না |  সেটা Employe এবং ডাইরেক্টর(Director) আনতে পারবে |Employe যদি   সি ইও(CEO) ইস্যু করে এবং এম্প্লয়ের Employe  যদি ইন্টারভিউয়ে Interview  রিকোয়ারমেন্ট Requirement  ইসু  মেন্টেন করে তাহলে ডাইরেক্ট কর্মী আনতে পারবে 

Middle man 

মুসলমানের এখানে কোন কাজ নেই middle-men যদি   ইন্ট্রোডিউসর হতে পারে তাহলে এক্ষেত্রে সে  কর্মী আনতে পারবে | সবাইকে সতর্ক থাকতে হবে ডায়রেক এম্প্লয়ের সাথে ইন্টারভিউ দিয়ে জব পেতে হবে |

আরো পড়তে পারেন:: কানাডা জব ভিসা 2022 | কানাডা ওয়ার্ক পারমিট ভিসা |

কোন কোন পদে কর্মী নিয়োগ হবে

ব্রিটেনে অসুস্থ মস্তিস্কের প্রতিবন্ধীদের সেবার জন্য সমগ্র দেশব্যাপী বিভিন্ন পদে বিভিন্ন কর্মী নেয়া হবে যেমন

  1.  কেয়ার এসিস্টেন্ট
  2.  কেয়ার ওয়ার্কার
  3.  কেয়ার|র
  4. হোম কেয়ার আর অ্যাসিস্ট্যান্ট
  5.  হোম কেয়ার
  6.  এবং সাপোর্ট ওয়ার্কার

এই  6 পদে আবেদন করতে পারবে |

লন্ডনে বাঙ্গালীদের ব্যবস্থাপনা পরিচালিত অফিস

লন্ডনে বাঙ্গালীদের ব্যবস্থাপনায় পরিচালিত অন্যতম প্রতিষ্ঠান প্রধান নিবার্হী সুন্দরভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন | কারণ আগেও অনেক ধরনের  রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বিষয় বিভিন্ন পদে কর্মী নিয়োগ দিয়েছিলেন কিন্তু বাঙালিরা সে সুযোগটা কাজে লাগাতে পারেননি |তাই তাই এক আসনের প্রধান নিবার্হী এ সুযোগকে কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ ভাবে পরামর্শ দিয়েছেন

আরো পড়তে পারেন:: সৌদি আরব ভিসা 2022

ট্রেনিং ব্যবস্থা

লন্ডন সরকার উন্নত সেবা জন্য সবাইকে ট্রেনিং করে দক্ষ করে গড়ে তোলার জন্য বলে দিয়েছেন | ট্রেনিং এর মাধ্যমে সে নিজেকে একটালেভেলে নিয়ে যেতে পারবেন যাতে করে ব্রিটেনে তার কোন জায়গায় চলতে-ফিরতে সমস্যা না হয় এবং তার কার্যক্রম সর্বদা সঠিকভাবে পরিচালিত করতে পারেন |

বিস্তারিত পরামর্শ

যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী UK  এর ওয়েবসাইটে থেকে বিস্তারিত জেনে আসতে পারেন ওয়েবসাইটটি নিচে দেয়া হল |

ভিসার জন্য কত খরচ হবে

বিবেচনা করলে অন্যান্য বিষয় থেকে বর্তমানে 2022 সালে হেলথকেয়ার এর ভিসার দাম তুলনামূলক অনেক কম অনেক কম খরচে এই বিষয়ে জন্য আবেদন করতে পারেন | কত টাকা লাগবে তাই এখনও সরকার নির্দিষ্টভাবে মিডিয়ার সম্মুখে বিস্তারিতভাবে বলেননি তাই সঠিকভাবে বলা যাচ্ছেনা বিষয় জন্য কত টাকা লাগবে কত খরচ হবে

আরো পড়তে পারেন::ইতালির ভিসা আবেদন পদ্ধতি ও যোগ্যতা 2022

বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার সুবর্ণ সুযোগ

শেষ কথা

বিয়ারিং এর চাকরি এবং নিরাপদ চাকরি ও সপরিবারে স্থায়ীভাবে বসবাসের সুবর্ণ সুযোগ করে দিয়েছে সরকার তাই এ  সুযোগের সদ্ব্যবহার করতে পারলে ভবিষ্যতে অনেক বাঙালি ব্রিটেনে আসার সুযোগ পাবে | আশা করি আপনারা আমার আর্টিকেল এর ধারা উপকৃত হবেন বা হয়েছেন সবাই সাথে থাকবেন | আল্লাহ হাফেজ| ধন্যবাদ সবাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *