Skip to content

বিদেশে কাজের ভিসা

বিদেশে কাজের ভিসা

বিদেশে কাজের ভিসা  জীবিকা নির্বাহের জন্য মানুষ প্রতিবছর কাজের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে |   কোন কোন দেশে জব ভিসা চালু আছে  এবং কোন দেশে যেতে কি রকম খরচ হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই আর্টিকেলে |কিভাবে নিরাপদে বিভিন্ন দেশের কাজের ভিসা নিয়ে বিদেশে যাবেন এখান থেকে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে কাজের বিষয় নিয়ে বিদেশে যাবেন |

 আরো দেখে আসতে পারেন:  পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা

কোন কোন দেশে কাজের ভিসা পাওয়া যায়

এটা বলতে গেলে প্রায় প্রতিটি দেশেই কাজের ভিসা পাওয়া যায় | তবে মানুষের পছন্দের স্থানে যেসব দেশ উল্লেখযোগ্য তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ | বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিচ্ছে | দেশ অনুযায়ী  ভিসার ধরন আলাদা হয়ে থাকে | যেসব দেশে কাজের ভিসা পাওয়া যায় | যেমন

  1. আমেরিকা কাজের ভিসা 
  2. দুবাই কাজের ভিসা
  3. কাতার কাজের ভিসা 
  4. লিথুনিয়া কাজের ভিসা 
  5. সিঙ্গাপুর কাজের ভিসা
  6.  কানাডা কাজের ভিসা
  7. বেলারুশ কাজের ভিসা
  8. ওমান কাজের ভিসা
  9. কাজিকিস্তান কাজের ভিসা 

এছাড়াও আরো অনেক দেশ আছে যারা কাজের ভিসা চালু করেছেন | আপনি চাইলে এইসব কান্ট্রিতে খুব সহজেই কাজের বিষয় নিয়ে ভ্রমণ করতে পারেন |

বিদেশে কাজের ভিসা

আপনি যদি বিদেশে কাজের ভিসা দিয়ে বিদেশে যেতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য| অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমানে কোন দেশে কাজের জন্য ভালো হবে এই বিষয়ে প্রতিটি দেশের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

আরো দেখে আসতে পারেন :  মালয়েশিয়া ভিসা কবে খুলবে  

আমেরিকা কাজের ভিসা

করোনাকালীন সময়ে প্রায় দুই বছর ধরে আমেরিকার সব ধরনের কাজের ভিসা বন্ধ ছিল | এতে দেশের অর্থনৈতিক চাকা দুর্বল হয়ে পড়েছে| তাই দেশের বর্তমান সরকার জো বাইডেন  আমেরিকা কাজের ভিসা খুলে দিয়েছে |

বর্তমানে আমেরিকার সরকার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ দিচ্ছে | যাতে করে খুব দ্রুতই অর্থনৈতিক চাকাকে সচল করতে পারে | যেসব ক্যাটাগরিতে নিয়োগ দিয়েছে তা হল H2A, H2B ,H3,L1,L2 |

দুবাই কাজের ভিসা 

প্রতিটি দেশেই করোনাকালীন সময়ে দেশের সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিলেন | এখন আবার প্রায় সব দেশের ভিসা খুলে দিয়েছে | দুবাই সরকার ঘোষণা দিয়েছেন তারা দেশের শ্রমিক নিয়োগ দিবে |

সরকার বিভিন্ন ক্যাটাগরিতে সহায়ক নিয়োগ দেবেন | বিশেষ করে ইলেকট্রিশিয়ান লেবার ক্লিনার ইত্যাদি কাজে শ্রমিক নিয়োগ দেয়ার কথা উল্লেখ করেছেন |

কাজের ধরন: যেমন ইলেকট্রিশিয়ান , মেকানিক্যাল, কনস্ট্রাকশন, ক্লিনার, কেয়ারটেকার ইত্যাদি |

বেতন: কোন কাজে কত টাকা বেতন তা নির্দিষ্ট করে বলা কষ্টকর | তবে ধারনা দেয়া যেতে পারে বাংলাদেশি টাকায় 24 থেকে 25 হাজার টাকা |

কাতার কাজের ভিসা

এবার ফুটবলার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কাতার সরকার প্রচুর পরিমাণ জনবল নিয়োগ দিচ্ছে | কাতার দেশ মূলত অনেকটাই ছোট তারপরেও কাতারে প্রচুর চাহিদা রয়েছে | মানুষ তাদের পছন্দের জায়গায় কাতারকে স্থান করে নিয়েছেন |

কাজের ধরণ: কন্সট্রাকশন ওয়ার্কার ,   স্কিল পিকচার,  প্লাম্বার ইত্যাদি |

বেতন:1200-1300  দিরহাম |

ভিসার খরচ 2 লাখ 50 থেকে তিন লাখ টাকা পর্যন্ত

বিশেষ দ্রষ্টব্য :বর্তমানে কাতার সরকার দেশে বন্ধ করে দিয়েছেন | 

লিথুনিয়া কাজের ভিসা

ইউরোপের একটি উন্নত দেশের মধ্যে লিথুনিয়া একটি |  লিথুনিয়া প্রচুর কাজের চাহিদা রয়েছে | দেশটিতে প্রচুর পরিমাণে কল-কারখানা ফ্যাক্টরি থাকায় বিভিন্ন দেশ থেকে সহমতের জন্য কাজের ভিসা চালু করে দিয়েছে |

বাংলাদেশের জন্য লিথুনিয়া শ্রমিক ভিসা চালু করেছেন| অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে বেতন একটু কম কিন্তু এখানে কাজের সুযোগ সুবিধা বেশি | লিথুনিয়া যেতে আপনাকে অবশ্যই ক্যাটাগরিতে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে |

সিঙ্গাপুর কাজের ভিসা

বর্তমান সময়ে বিদেশে ভ্রমণ মানুষের পছন্দের জায়গা হয়ে উঠেছে সিঙ্গাপুর | প্রায় দুই বছর পর সিঙ্গাপুর কাজের ভিসা খুলে দিয়েছে| এদেশে প্রচুর কাজের চাহিদা রয়েছে ভালো টাকা বেতন পাচ্ছে|

কাজের ধরন: কনস্ট্রাকশন কেয়ারটেকার বয় ইলেকট্রিশিয়ান ইত্যাদি |

বেতন: 50000- 60000|

বিদেশে কাজের ভিসার ক্ষেত্রে সর্তকতা

বিদেশে কাজের ভিসা পাওয়ার জন্য বর্তমানে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে| এই সুযোগে কিছু দালাল চক্র তাদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে| ভালোবেসে বলে আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন |

তাই আমাদের এসব থেকে সর্তকতা অবলম্বন করা | এসব দালাল চক্র থেকে নিজে এবং অন্য অন্য জনকে বাঁচাতে হবে তাই আমাদের উচিত বিদেশে কাজের ভিসা ক্ষেত্রে এসব সর্তকতা অবলম্বন করতে হবে|

বিদেশে কোন কাজের চাহিদা বেশি

বর্তমান প্রায় প্রতিটি দেশে হোটেল কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান মেকানিকাল ইত্যাদি কাজে চাহিদা রয়েছে | তবে হোটেল এর চাহিদা অধিক পরিমানে বেড়েছে | যারা রান্না করতে পছন্দ করেন তারা হোটেল বা রেস্তোরাঁর ভিসায় বিদেশ যেতে পারেন কারণ বাহিরের প্রচুর চাহিদা রয়েছে | মাস শেষে একটি ভালো অ্যামাউন্টের বেতন দিচ্ছে বিদেশে এই হোটেল বলি |

 আজকের পোস্ট নিয়ে আমাদের শেষ কথা

 আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের উপকারে আসতে পেরেছি | আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এর চেয়ে ভাল প্রসেস আপনি হয়তো বা পাবেন | তবে উপর যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেসব বিষয়ে মনোযোগ সহকারে পরে বিদেশে কাজের ভিসায় যেতে পারে |

 ধন্যবাদ সবাইকে |

আরো দেখে আসতে পারেন:  লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ২০২২ 

2 thoughts on “বিদেশে কাজের ভিসা”

  1. Pingback: আলবেনিয়া ভিসা ২০২২ - Trick Services

  2. Pingback: ওমান ভিসা ২০২২ | ওমান ওয়ার্ক পারমিট ভিসা - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *