Skip to content

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। বিদেশে  যাওয়ার পূর্বে ভিসা সংক্রান্ত যত প্রকার জালিয়াতির প্রতারণা আছে এসব থেকে রক্ষা পেতে অবশ্যই ভিসা চেক করে নিতে হবে । ভিসা চেক করার মাধ্যমে ভিসার বর্তমান অবস্থা এবং সকল তথ্য আপডেট দেখতে পাবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আমরা আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানবো|  ভিসা চেক একেবারেই একটি সহজ  পদ্ধতি।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে আপনি যেই দেশের ভিসা চেক করবেন সেই দেশের নাম এবং তার সাথে Visa Check লিখে সার্চ দিন। প্রথম যেই সাইট আসবে সেই ওয়েবসাইট ঢুকে আপনার Passport Number এবং Nationality সিলেক্ট করার পরে সাবমিট করলেই আপনার ভিসার বর্তমান অবস্থা জানতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে ভিজিট করুন  ICA Smart Services. Public Services মেনুর থেকে নিচের দিকে  স্ক্রল  করলে File Validity  অপশন দেখা যাবে এটিতে ক্লিক করতে হবে।এখন  Passport Number.Passport Expiry date এবং Nationality   সিলেক্ট করে সার্চ করে আপনার ভিসার বর্তমান তথ্য জানতে পারবেন ।

আরো ভালোভাবে বুঝতে হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

প্রথমতঃ আপনার ডিভাইস থেকে যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করুন. এবং (ICA Smart Services.)লিখে সার্চ করুন| সার্চ করার সাথে সাথে দুবাই ভিসা চেক করার জন্য ওয়েব সাইটটি দেখতে পাবেন| এখন Public Services  মেনুতে ক্লিক করুন ।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

দ্বিতীয়তঃ নিচের দিকে  স্ক্রল করলে File Validity নামে একটি অপশন আসবে সেটাতে ক্লিক করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

তৃতীয়তঃ এখন নিচের দিকে স্ক্রল করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ।এখান থেকে Search by অপশনে password information   সিলেক্ট করে Type  অপশনে ভিসা সিলেক্ট করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

চতুর্থতঃ এরপরে passport number, passport expiry Date  এবং Nationality  সিলেক্ট করুন। iam not a robot তোর কাছে ঠিক বক্সে টিক মার্ক দিয়ে ক্যাপচা পুরন করুন।

উপরের সব ধরনের তথ্য ভালোভাবে দেয়ার পরে সর্বশেষে Search বাটনে ক্লিক করে ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি  ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://enjazit.com.sa/Enjaz/PersonServices . এই ওয়েবসাইটে। তারপরেPassport Number, nationality এবং Visa Issuing Authority Dhaka সিলেক্ট করতে হবে। এরপরে Image Code লিখে সার্চ দিন। সাথে সাথেই আপনার ছবিসহ ভিসার সফল তথ্য চলে আসবে।

প্রথমতঃ সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন https://enjazit.com.sa/Enjaz/PersonServices .

দ্বিতীয়তঃ  লিংকে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে| এখান থেকে Find Application Data  অপশনটিতে ক্লিক করুন।

তৃতীয়তঃ এরপরে এ রকম একটি ইন্টারফেস আসবে।এখান  থেকে 

  • প্রথম ঘরে Passport Number  দিতে হবে।
  • দ্বিতীয় ঘরে Visa  type  অপশনে আপনি যে উদ্দেশ্যে ভিসা চেক করতে চান সেটি দিন।
  • তৃতীয় ঘরে Nationality   (Bangladesh) বাংলাদেশ সিলেক্ট করুন। 
  • চতুর্থ ঘরে Visa Issuing authority তেরে Dhaka সিলেক্ট করুন।
  • পঞ্চম ঘরে  Image Code ক্যাপচা পুরন করুন।

সব ধরনের তথ্য  Full Fill ফুলফিল করার পরে  এখন সার্চ বাটনে ক্লিক করুন| সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার ভিসাটি  যদি বৈধ হয়ে থাকে তাহলে পুরো তথ্য দেখতে পাবেন।

সৌদি আরব ভিসা 2022

আজকের পোস্ট নিয়ে আমাদের শেষ কথা

আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের খুবই কাজে লাগবে।উপরে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা খুব সহজে আমাদের যে কোন দেশের ভিসা চেক করতে পারি। প্রতিটি দেশের ভিসা চেক করার পদ্ধতি  আলাদা আলাদা।

ধন্যবাদ সবাইকে ।

See More

সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

ইতালি ভিসা ২০২২ | ইতালি ভিসা আবেদন পদ্ধতি।

3 thoughts on “পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক”

  1. Pingback: ভিসা প্রসেসিং কিভাবে করে - Trick Services

  2. Pingback: সৌদি আরব ভিসা ২০২৩ - WikipediaHouse.com

  3. Pingback: পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করুন - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *