বিদেশে কাজের ভিসা জীবিকা নির্বাহের জন্য মানুষ প্রতিবছর কাজের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে | কোন কোন দেশে জব ভিসা চালু আছে এবং কোন দেশে যেতে কি রকম খরচ হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই আর্টিকেলে |কিভাবে নিরাপদে বিভিন্ন দেশের কাজের ভিসা নিয়ে বিদেশে যাবেন এখান থেকে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে কাজের বিষয় নিয়ে বিদেশে যাবেন |
আরো দেখে আসতে পারেন: পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা
কোন কোন দেশে কাজের ভিসা পাওয়া যায়
এটা বলতে গেলে প্রায় প্রতিটি দেশেই কাজের ভিসা পাওয়া যায় | তবে মানুষের পছন্দের স্থানে যেসব দেশ উল্লেখযোগ্য তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ | বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিচ্ছে | দেশ অনুযায়ী ভিসার ধরন আলাদা হয়ে থাকে | যেসব দেশে কাজের ভিসা পাওয়া যায় | যেমন
- আমেরিকা কাজের ভিসা
- দুবাই কাজের ভিসা
- কাতার কাজের ভিসা
- লিথুনিয়া কাজের ভিসা
- সিঙ্গাপুর কাজের ভিসা
- কানাডা কাজের ভিসা
- বেলারুশ কাজের ভিসা
- ওমান কাজের ভিসা
- কাজিকিস্তান কাজের ভিসা
এছাড়াও আরো অনেক দেশ আছে যারা কাজের ভিসা চালু করেছেন | আপনি চাইলে এইসব কান্ট্রিতে খুব সহজেই কাজের বিষয় নিয়ে ভ্রমণ করতে পারেন |
বিদেশে কাজের ভিসা
আপনি যদি বিদেশে কাজের ভিসা দিয়ে বিদেশে যেতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য| অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমানে কোন দেশে কাজের জন্য ভালো হবে এই বিষয়ে প্রতিটি দেশের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
আরো দেখে আসতে পারেন : মালয়েশিয়া ভিসা কবে খুলবে
আমেরিকা কাজের ভিসা
করোনাকালীন সময়ে প্রায় দুই বছর ধরে আমেরিকার সব ধরনের কাজের ভিসা বন্ধ ছিল | এতে দেশের অর্থনৈতিক চাকা দুর্বল হয়ে পড়েছে| তাই দেশের বর্তমান সরকার জো বাইডেন আমেরিকা কাজের ভিসা খুলে দিয়েছে |
বর্তমানে আমেরিকার সরকার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ দিচ্ছে | যাতে করে খুব দ্রুতই অর্থনৈতিক চাকাকে সচল করতে পারে | যেসব ক্যাটাগরিতে নিয়োগ দিয়েছে তা হল H2A, H2B ,H3,L1,L2 |
দুবাই কাজের ভিসা
প্রতিটি দেশেই করোনাকালীন সময়ে দেশের সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিলেন | এখন আবার প্রায় সব দেশের ভিসা খুলে দিয়েছে | দুবাই সরকার ঘোষণা দিয়েছেন তারা দেশের শ্রমিক নিয়োগ দিবে |
সরকার বিভিন্ন ক্যাটাগরিতে সহায়ক নিয়োগ দেবেন | বিশেষ করে ইলেকট্রিশিয়ান লেবার ক্লিনার ইত্যাদি কাজে শ্রমিক নিয়োগ দেয়ার কথা উল্লেখ করেছেন |
কাজের ধরন: যেমন ইলেকট্রিশিয়ান , মেকানিক্যাল, কনস্ট্রাকশন, ক্লিনার, কেয়ারটেকার ইত্যাদি |
বেতন: কোন কাজে কত টাকা বেতন তা নির্দিষ্ট করে বলা কষ্টকর | তবে ধারনা দেয়া যেতে পারে বাংলাদেশি টাকায় 24 থেকে 25 হাজার টাকা |
কাতার কাজের ভিসা
এবার ফুটবলার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কাতার সরকার প্রচুর পরিমাণ জনবল নিয়োগ দিচ্ছে | কাতার দেশ মূলত অনেকটাই ছোট তারপরেও কাতারে প্রচুর চাহিদা রয়েছে | মানুষ তাদের পছন্দের জায়গায় কাতারকে স্থান করে নিয়েছেন |
কাজের ধরণ: কন্সট্রাকশন ওয়ার্কার , স্কিল পিকচার, প্লাম্বার ইত্যাদি |
বেতন:1200-1300 দিরহাম |
ভিসার খরচ 2 লাখ 50 থেকে তিন লাখ টাকা পর্যন্ত
বিশেষ দ্রষ্টব্য :বর্তমানে কাতার সরকার দেশে বন্ধ করে দিয়েছেন |
লিথুনিয়া কাজের ভিসা
ইউরোপের একটি উন্নত দেশের মধ্যে লিথুনিয়া একটি | লিথুনিয়া প্রচুর কাজের চাহিদা রয়েছে | দেশটিতে প্রচুর পরিমাণে কল-কারখানা ফ্যাক্টরি থাকায় বিভিন্ন দেশ থেকে সহমতের জন্য কাজের ভিসা চালু করে দিয়েছে |
বাংলাদেশের জন্য লিথুনিয়া শ্রমিক ভিসা চালু করেছেন| অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে বেতন একটু কম কিন্তু এখানে কাজের সুযোগ সুবিধা বেশি | লিথুনিয়া যেতে আপনাকে অবশ্যই ক্যাটাগরিতে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে |
সিঙ্গাপুর কাজের ভিসা
বর্তমান সময়ে বিদেশে ভ্রমণ মানুষের পছন্দের জায়গা হয়ে উঠেছে সিঙ্গাপুর | প্রায় দুই বছর পর সিঙ্গাপুর কাজের ভিসা খুলে দিয়েছে| এদেশে প্রচুর কাজের চাহিদা রয়েছে ভালো টাকা বেতন পাচ্ছে|
কাজের ধরন: কনস্ট্রাকশন কেয়ারটেকার বয় ইলেকট্রিশিয়ান ইত্যাদি |
বেতন: 50000- 60000|
বিদেশে কাজের ভিসার ক্ষেত্রে সর্তকতা
বিদেশে কাজের ভিসা পাওয়ার জন্য বর্তমানে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে| এই সুযোগে কিছু দালাল চক্র তাদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে| ভালোবেসে বলে আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন |
তাই আমাদের এসব থেকে সর্তকতা অবলম্বন করা | এসব দালাল চক্র থেকে নিজে এবং অন্য অন্য জনকে বাঁচাতে হবে তাই আমাদের উচিত বিদেশে কাজের ভিসা ক্ষেত্রে এসব সর্তকতা অবলম্বন করতে হবে|
বিদেশে কোন কাজের চাহিদা বেশি
বর্তমান প্রায় প্রতিটি দেশে হোটেল কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান মেকানিকাল ইত্যাদি কাজে চাহিদা রয়েছে | তবে হোটেল এর চাহিদা অধিক পরিমানে বেড়েছে | যারা রান্না করতে পছন্দ করেন তারা হোটেল বা রেস্তোরাঁর ভিসায় বিদেশ যেতে পারেন কারণ বাহিরের প্রচুর চাহিদা রয়েছে | মাস শেষে একটি ভালো অ্যামাউন্টের বেতন দিচ্ছে বিদেশে এই হোটেল বলি |
আজকের পোস্ট নিয়ে আমাদের শেষ কথা
আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের উপকারে আসতে পেরেছি | আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এর চেয়ে ভাল প্রসেস আপনি হয়তো বা পাবেন | তবে উপর যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেসব বিষয়ে মনোযোগ সহকারে পরে বিদেশে কাজের ভিসায় যেতে পারে |
ধন্যবাদ সবাইকে |
আরো দেখে আসতে পারেন: লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ২০২২
Pingback: আলবেনিয়া ভিসা ২০২২ - Trick Services
Pingback: ওমান ভিসা ২০২২ | ওমান ওয়ার্ক পারমিট ভিসা - Trick Services