জানুন চাকরি থেকে অব্যাহতি দেয়ার দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে। আজকের লেখা থেকে কিভাবে যেকোনো চাকরি থেকে অব্যাহতি দেয়ার দরখাস্ত বাংলা ও ইংরেজিতে লিখতে হয় বিস্তারিত জানতে পারবেন।
আমরা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বিভিন্ন কারণে আমাদের চাকরি ছেড়ে দিতে হয়। চাকরি ছেড়ে দেয়ার জন্য সেই কোম্পানি থেকে অব্যহতের জন্য একটি আবেদন পত্র অথবা দরখাস্ত লিখতে হয়।আপনি যদি এই পদত্যাগ বা রিজাইন লেটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্ট থেকে জানতে পারবেন.
চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন বাংলা
যেকোনো প্রাইভেট কোম্পানি থেকে অব্যাহতির দেয়ার জন্য আমাদের দরখাস্ত রিজেন লেটার লিখতে হয় নিচে বাংলা আবেদন পত্র তুলে ধরা হলোঃ
তারিখঃ
বরাবর
বাবস্থাপক
রবিউল ফুড লিঃ
সাতলা ,উযিরপুর,বরিশাল।
বিসয়ঃ চাকরি থেকে অব্যাহতি জন্য আবেদন।
জনাব
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোঃ রবিউল আউয়াল আপনার কোম্পানিতে দীর্ঘ অনেকদিন ধরে এডমিন অফিসার হিসেবে চাকরি করছি। বর্তমানে আমার নিজস্ব কিছু সমস্যার কারণে আগাম.২৫-০৩-২০২৩ তারিখ হতে চাকরি করা সম্ভব নয়।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রধান করিতে আপনার মর্জি হয়।
নিবেদক-
স্বাক্ষর
( রবিউল আউয়াল)
এডমিন অফিসার
রবিউল কোম্পানি লিমিটেড
শাতলা উজিরপুর বরিশাল
নমুনা ২
তারিখঃ
বরাবর
ব্যবস্থাপক
হক কম্পানি লিমিটেড
উত্তরা, ঢাকা।
বিষয়ঃ চাকরি থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন
জনাব
যথাবিহিত সম্মানপূর্বক বিনোদন এই যে আমি মোঃ রবিউল আউয়াল আপনার প্রতিষ্ঠানে অনেকদিন ধরে এডমিন অফিসার হিসেবে কর্ম তো আছে।
কিছুদিন হলো রবিউলস লিমিটেড কোম্পানি থেকে আমি সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে অফার পেয়েছি। এটি আমার জন্য বড় একটি সুযোগ। তাই আগামী ২৫-০৩-২০২৩ তারিখ এ আমার পথ থেকে পদত্যাগ নিচ্ছি।
হতে মহোদয়ের নিকট আবেদন এই যে আমার পদত্যাগ গ্রহণ করে আমাকে উক্ত পথ থেকে প্রদান করিতে আপনার মর্জি হয়।
নিবেদক
স্বাক্ষর
রবিউল আউয়াল
হক কোম্পানি লিমিটেড
উত্তরা ঢাকা
চাকরি থেকে অব্যাহতি পত্রের নমুনা
চাকরি থেকে অন্য চাকরিতে জয়েন করার অব্যাহতি পত্র নিয়েছে উল্লেখ করা হলো।