Skip to content

পাসপোর্ট ডেলিভারি চেক অনলাইন

নতুন করে পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন? পাসপোর্ট কবে নাগাদ হাতে পাবেন জানতে চান? অনলাইনে পাসপোর্ট ডেলিভারি চেক করে জানতে পারবেন কবে আপনার পাসপোর্টটি হাতে পাবেন।

অনলাইনে এই পাসপোর্ট আবেদন করার পরে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যেমন পাসপোর্ট আবেদন করার কতদিন পরে পাসপোর্ট হাতে পাব। পাসপোর্ট ডেলিভারি সময় নির্ধারণ করা হয় আপনি কোন ধরনের পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন।

অনলাইনে ডেলিভারি স্লিপ দিয়ে খুব ই পাসপোর্ট ডেলিভারি চেক করা যায় কারো সহায়তা ছাড়াই।

পাসপোর্ট ডেলিভারি চেক করতে যা দরকার

পাসপোর্ট চেকিং করার জন্য সাধারণত আমাদের কয়েকটি জিনিসের দরকার হবে। যেমন

  • মোবাইল অথবা কম্পিউটার(ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক)
  • অনলাইন Registration ID/Application ID
  • সঠিক জন্ম তারিখ(ই পাসপোর্ট আবেদনের সময় যেই জন্ম তারিখ দিয়েছিলেন)।

পাসপোর্ট ডেলিভারি চেক

অনলাইনে পাসপোর্ট ডেলিভারি চেকিং করার জন্য প্রথমে ভিজিট করুন https://www.epassport.gov.bd/authorization/application-status এই ওয়েবসাইটে। এরপরে পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Online Registration ID /Application ID এবং সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপরে সবশেষে আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। এরপরে চেক বাটনে ক্লিক করলে পাসপোর্ট কবে হাতে পাবেন সেটি দেখতে পাবেন।

নিচের দেখানো পদ্ধতিতে ই পাসপোর্ট ডেলিভারি চেকিং করতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি চেক অনলাইন

  • অনলাইনে Passport Check করার জন্য এই লিংকে যান।
  • লিংকে প্রবেশ করার সাথে সাথেই উপরের ছবির মত একটি পেজ আসবে।
  • এরপরে Online Registration ID Or Application ID প্রদান করুন।(ই পাসপোর্ট আবেদন করার সময় আপনাকে  পাসপোর্ট স্লিপ দেওয়া হয়েছিল সেটিতে এই অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে)।
  • এবং ই পাসপোর্ট আবেদন অনুযায়ী সঠিক জন্ম তারিখ প্রদান করুন।
  • I am Human ক্যাপচাটি টেক মার্ক দিয়ে পূরণ করুন।
  • সবশেষে”Check” বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার ই পাসপোর্ট ডেলিভারির সময় জানতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি সময় ২০২৩

পাসপোর্ট আবেদন করার পরে সেটি প্রিন্ট হওয়ার পর লোকাল পাসপোর্ট অফিসে আসতে ২৪ ঘণ্টা সময় লাগে। অনেক সময় এটি .৪ থেকে ৫ দিন সময় লাগে। এছাড়া পাসপোর্ট ডেলিভারি সময় নির্ভর করে আপনি কোন ধরনের পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন। ই পাসপোর্ট ধরন অনুযায়ী সময় কম বেশি লেগে থাকে।

লোকাল পাসপোর্ট অফিসে পাসপোর্ট পাঠানো হলে ইস্যু করা হয়। এবং পাসপোর্ট অফিস থেকে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কখন আপনার পাসপোর্ট হাতে পাবেন।

পাসপোর্ট  নিয়ে কিছু তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *