Skip to content

পাসপোর্ট হয়েছে কিনা চেক 

পাসপোর্ট হয়েছে কিনা চেক 

পাসপোর্ট হয়েছে কিনা চেক বিভিন্ন দেশ ভ্রমণের জন্য মূলত আমরা পাসপোর্ট করে থাকি| পাসপোর্ট ছাড়া কোন দেশে ভ্রমণ করা সম্ভব না| পাসপোর্ট করার পরে সেই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার প্রয়োজন হয়| অনেকেই জানতে চেয়েছেন পাসপোর্ট হয়েছে কিনা কিভাবে চেক করব| আজকের পোস্টটি তাদের জন্য| পাসপোর্ট হয়েছে কিনা চেক  এই বিষয় নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো|

পাসপোর্ট কি ?

পাসপোর্ট হলো এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত একটি দেশের সরকার কর্তৃক জারি করা হয়| এটি আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহক এর জাতীয়তা ও পরিচয় প্রত্যায়িত করে| পাসপোর্ট ব্যক্তির নাম, জন্ম তারিখ ,ও স্থান ,ছবি, স্বাক্ষর এবং অন্যান্য  চিহ্নিতকরণে তথ্য থাকে |

পাসপোর্ট হয়েছে কিনা চেক 

পাসপোর্ট এর জন্য আবেদন করার পর পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করা খুবই জরুরী| পাসপোর্ট এর আবেদন চাইলে আপনি ঘরে বসে নিজে নিজে করতে পারেন| পাসপোর্ট এর আবেদন করার পরে পাসপোর্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস  যেমন, জাতীয় পরিচয় পত্র, এন আই ডি কার্ড NID Card , এবং অন্যান্য কাগজপত্র নিউ বায়োমেট্রিক তথ্য প্রদানের কার্যক্রম শেষ করতে হবে|

বর্তমানে পাসপোর্ট কোন অবস্থায় আছে তা জানার জন্য প্রথমে আপনাকে পাসপোর্ট এর ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে| এখন Check Application Status তে ক্লিক করে পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন|

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক 

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন MRP<Space> Enrollment Id এবং পাঠিয়ে দিন 6969  নাম্বার| পরবর্তী ফিরতি ম্যাসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে| 

যেমন: MRP 36010000XXXXXXX to 6969 |

 আরো পড়ুনঃ  পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

নতুন পাসপোর্ট আবেদনের ফি

৪৮ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদি পাসপোর্ট এর ক্ষেত্রে

  • রেগুলার ডেলিভারি ২১ দিনের মধ্যে হলে ৪০২৫ টাকা।
  • এক্সপ্রেস ডেলিভারি ১০ দিনের মধ্যে হলে ৬৩২৫ টাকা।
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি ২ দিনের মধ্যে হলে ৮৬২৫ টাকা।

৬৪ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদি পাসপোর্ট এর ক্ষেত্রে

  • রেগুলার ডেলিভারি ২১ দিনের মধ্যে হলে ৬৩২৫ টাকা।
  • এক্সপ্রেস ডেলিভারি ১০ দিনের মধ্যে হলে ৮৬২৫ টাকা।
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি ২ দিনের মধ্যে হলে ১২০৭৫ টাকা।

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট এর ক্ষেত্রে

  • রেগুলার ডেলিভারি ২১ দিনের মধ্যে হলে ৮০৫০ টাকা।
  • এক্সপ্রেস ডেলিভারি ১০ দিনের মধ্যে হলে ১০৩৫০ টাকা।
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি ২ দিনের মধ্যে হলে ১৩৮০০ টাকা।

(বিঃদ্রঃ এগুলো সরকার দ্বারা নির্ধারিত ফি)

পাসপোর্ট সংশোধন  করার নিয়ম

অনেকেই পাসপোর্ট করার পরে তাদের পাসপোর্টে বিভিন্ন ধরনের ভুল চলে আসে। তারা কিন্তু চাইলেই অনলাইনে পাসপোর্ট এর সংশোধনের আবেদন করতে পারে।

পাসপোর্ট সংশোধন এর ক্ষেত্রে আপনার কিছু ফি’র প্রয়োজন হবে। সামান্য কিছু সরকারি ফির মাধ্যমে আপনি পাসপোর্ট এর সংশোধন করতে পারবেন।

আপনি যে বিষয়ে সংশোধন করতে চান, সেই বিষয়ের অবশ্যই কাগজপত্র আপনার সাথে থাকতে হবে। যেমন, যদি আপনি আপনার নামের সংশোধন করতে চান, তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে।

আপনার যদি অনলাইনে করতে ঝামেলা মনে হয়, তাহলে আপনি চাইলে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়েও আপনার পাসপোর্ট এর সংশোধন করে নিতে পারেন।

পাসপোর্ট সংগ্রহ

ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকলে পাসপোর্ট ধরন অনুযায়ী সাত দিন 7 দিন  বা 20-30  দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবে| মোবাইল এসএমএস এর জানিয়ে দেয়া হবে যে পাসপোর্ট হয়েছে কিনা| পাসপোর্ট হয়ে গেলে আপনি যেকোন সময় পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন| এবং সর্বশেষে এসব নিয়ম গুলো সম্পন্ন হলে আপনি খুব সহজে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন|

পাসপোর্ট মেয়াদ কতদিন থাকে

ই-পাসপোর্ট মেয়াদ কতদিন তা  অনেকেই জানতে চেয়েছেন| ই পাসপোর্ট এর মেয়াদ কত 5 ও 10 বছর করে দিয়েছেন বাংলাদেশ সরকার| মূলত বয়সের উপর ভিত্তি করে পাসপোর্ট এর মেয়াদ নির্ধারণ করা হয়|

পাসপোর্ট করার ক্ষেত্রে সাবধানতা

অনেকেই আছেন যারা নতুন পাসপোর্ট পাসপোর্ট এর সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন দালালের ফাঁদে পড়ে যান। দালালের পিছনে না ঘুরে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে আপনার সমস্যা সমাধান করে নিন।

দালালকে আপনার ব্যক্তিগত তথ্য গুলো না দেওয়াই উত্তম। কারণ তারা আপনার এই তথ্যগুলো বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করতে পারে। এছাড়া দালালের পিছনে ঘুরলে আপনার হাজার হাজার টাকা চলে যাবে।

পাসপোর্ট অফিসে যাওয়ার পরে যদি কেউ সরকারি ফি ব্যতীত আলাদা কোনো টাকা চায়, তাহলে সাথে সাথে আপনার নিকটস্থ থানায় অভিযোগ করুন। পারলে সেটার প্রমাণ রেখে দিন। এতে করে আপনার অভিযোগটি আরো পাকাপোক্ত হবে।

আজকের পোস্ট নিয়ে আমাদের শেষ কথা

আশা করি আজকের পোস্ট  এর মাধ্যমে আপনারা সবাই উপকৃত হয়েছেন| পাসপোর্ট হয়েছে কিনা চেক করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো| উপরের পদ্ধতিগুলোর অনুসরণ করে আমরা খুব সহজে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারি|

 ধন্যবাদ সবাইকে |

Related Post:

বায়োমেট্রিক পাসপোর্ট (Biometric Passport) কি? আবেদন ও সংশোধন করার নিয়ম

পাসপোর্ট করার নিয়ম ও খরচ | নতুন আবেদন ও সংশোধন

 

2 thoughts on “পাসপোর্ট হয়েছে কিনা চেক ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *