Skip to content

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

অনলাইন থেকে যারা NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড করতে চান আজকের পোস্টটি তাদের জন্য।অনেকেই আছেন যারা পূর্বে NID  কার্ড করতে দিয়েছেন কিন্তু এনআইডি কার্ড বর্তমান কোন অবস্থায় আছে বা এনআইডি কার্ড হাতে পানি তারা খুব সহজেই অনলাইন থেকে এনআইডি কার্ড সার্ভার কপি ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।

অনলাইন থেকে এনআইডি কার্ড কপি ডাউনলোড করা খুবই সহজ একটি বিষয়।তাই আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে অনলাইন  কার্ড সার্ভার কপি ডাউনলোড থেকে  করবেন

আরো পড়ুনঃ অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড। NID কার্ড অনলাইন কপি ডাউনলোড

এনআইডি কার্ড অনলাইন বা সার্ভার কপি বের করার জন্য ভিজিট করুন prottoyon.gov.bd। ভিজিট করার পর এখান থেকে ফ্রি একাউন্ট খুলে বা পূর্বে একাউন্ট করা থাকলে লগইন করতে হবে। এবং ফ্রি একাউন্ট এর উপর ক্লিক করে নাগরিক অপশন সিলেক্ট করুন |

এবং এখানে জাতীয় পরিচয়পত্রে থাকা ১০ অথবা ১৭ ডিজিটের নম্বর দিয়ে এবং জন্ম তারিখ ও মোবাইল নাম্বারের ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড সার্ভার কপি বা এনআইডি কার্ড অনলাইন কপি বের করতে পারবেন।

আরো পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়

NID কার্ড অনলাইন কপি ডাউনলোড করার উপায়

জাতীয় পরিচয় পত্র দিয়ে অনলাইন থেকে সার্ভার কপি বের করার জন্য প্রথমে ভিজিট করুনprottoyon.gov.bd| এবং এখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে অনলাইন থেকে আপনার আইডি কার্ড টি ডাউনলোড করে নিতে পারেন। আরো বিস্তারিত বোঝার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন |

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

 

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

সার্ভার কপি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি একাউন্টস করে নিতে হবে। একাউন্টের জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্ম তারিখ এবং একটি মোবাইল নাম্বার ব্যবহার করুন।

নাগরিক একাউন্ট তৈরি করুন।

এখানে অনলাইন কপি বের করার জন্য অবশ্যই নাগরিক একাউন্ট তৈরি করে নিতে হবে।

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

জাতীয় পরিচয় পত্র থাকা ১০ অথবা ১৭ ডিজিটের নম্বর দিন। এবং দ্বিতীয় ঘরে সঠিক জন্ম তারিখ এবং তৃতীয় ঘরে মোবাইল নম্বর দিয়ে “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করুন।

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

কিছু সময় অপেক্ষা করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নম্বরের যাওয়ার ৬ সংখ্যার ওটিপি কোড টাইপ করুন এবং জমা দিন বাটনে ক্লিক করুন|

ক্লিক করার পর এরকম আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে লগইন বাটনে ক্লিক করুন।

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

লগইন কর্নার

এখানে আপনি যে নম্বর দিয়ে একাউন্ট করেছিলেন সেটি দিন এবং উক্ত একাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।

জাতীয় পরিচয় পত্র তথ্য প্রিন্ট

সব ঠিক থাকলে এরকম একটি পেজ সো হবে এখান থেকে জাতীয় পরিচয় পত্র তথ্য প্রিন্ট এ যান| এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং দ্বিতীয় ঘরে জন্ম তারিখ জন্ম তারিখ ফরমেট YYYY MM DD অনুসারে দিন।

এবং “প্রিন্ট করুন” অপশনে ক্লিক করুন।

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিষদ মূল্য

এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ আসবে এবং এখান থেকে “পরিশোধ করুন” বাটনে ক্লিক করতে হবে।

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

ক্লিক করার পরে আপনাকে প্রযোজ্য বিল পরিশোধের জন্য বিল পরিশোধ মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং প্রসেসে নিয়ে যাবে এখান থেকে আপনি যে কোন একটি সিলেক্ট করে নির্ধারিত বিল পরিশোধ করুন।

বিল পরিশোধ হলে এখানে লেখা আসবে আমি আপনার অনলাইন পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার আবেদন আইডি আপনার জাতীয় পরিচয় পত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে ক্লিক করুন। এবং এখান থেকে ক্লিক করুন বাটনে ক্লিক করুন।

তবে মনে রাখতে হবে এখানে আপনি একবার ক্লিক করতে পারবেন।

NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড

সবকিছু যদি ঠিকঠাক ভাবে দিয়ে থাকেন তাহলে ক্লিক করুন বাটনে ক্লিক করলে আপনার অনলাইন বা সার্ভার কপি  পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।

এবং এই পিডিএফ ফাইলটি যে কোন কম্পিউটার দোকান থেকে বের করে আপনার যে কোন কাজের জন্য ব্যবহার করতে পারবেন যতদিন না পর্যন্ত আপনার অরিজিনাল এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হাতে না পান।

NID card রিলেটেড পোস্ট

1 thought on “NID  কার্ড সার্ভার কপি ডাউনলোড”

  1. Pingback: Fake NID Card Maker BD Fake Smart Card Maker - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *