অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম কি? জানতে হলে আজকের পোস্ট টি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। ভাবছেন বিদেশে ঘুরতে যাবেন বা কাজ করতে যাবেন তাহলে অবশ্যই আপনার হাতে থাকা ভিসা চেক করে নিতে পারেন অনলাইনে। যে কোন দেশে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের ভিসা চেক করে নেয়া উচিত।
ভিসা চেক করার জন্য আপনি যেই দেশের ভিসা চেক করতে চান সেই দেশের নাম এবং Visa Check লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসা চেক করতে পারবেন।
এছাড়া আপনার ভিসাটি আসল কিনা তা সেটি জানার জন্য অনলাইনে ভিসা চেক করা দরকার। তাহলে চলুন কুয়েত ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নি।
ভিসা চেক করার প্রয়োজনীয়তা
অনলাইনে ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসাটি বৈধ কিনা সেটি জানতে পারবেন। অনলাইনে ভিসা চেক করা খুবই সহজ একটি কাজ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ঘরে বসে ভিসা চেক করতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনার সময় এবং টাকা দুইটাই সেভ হবে। এছাড়া আগে থেকে ভিসা চেক করার মাধ্যমে আপনি কোন কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন। কত ঘন্টা কাজ করবেন এবং আপনার কাজের পারিশ্রমিক হিসেবে বেতন কত টাকা দেয়া হবে ইত্যাদি বিষয়ে আগে থেকেই জানতে পারবেন। তাই আমাদের অবশ্যই ভেসে চেক করা উচিত। প্রতিটি দেশে ভিজিট করার আগে সেই দেশের ভিসা চেক করে নিন।
কুয়েত ভিসা চেক করার জন্য যা প্রয়োজন
অনলাইনে কুইট ভিসা চেক করার জন্য আপনার কিছু তথ্য প্রয়োজন হবে।যেমন
- ইন্টারনেট কানেকশন আছে এরকম একটি মোবাইল অথবা কম্পিউটার প্রয়োজন হবে।
- এখন যেকোনো একটি ব্রাউজারে গিয়ে Kuwait Visa Check লিখে সার্চ করুন।
- এরপর প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করুন।
- এই পর্যায়ে আপনাকে ভিসা চেক করার জন্য Visa Application Number এবং Captcha Text প্রদান করতে হবে।
- এবং সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
কুয়েত ভিসা চেক করার নিয়ম
অনলাইনে কুয়েত ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng এই লিংকে। এরপর ওয়েবসাইটে প্রবেশ করে ভিসা চেক করার জন্য আপনার Visa Application Number, ক্যাপচা টেক্সট দিয়ে সাবমিট করলেই আপনার ভিসার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- কুয়েত ভিসা চেক করার জন্য এখানে গুগলে গিয়ে Kuwait Visa Check লিখে সার্চ করুন। প্রথমে যেই ওয়েবসাইটে আসবে সেটিতে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন।
- এরপরে প্রথম ঘরে ভিসা এপ্লিকেশন নাম্বার(Visa Application Number) প্রদান করুন।
- দ্বিতীয় ঘরে ক্যাপচা টেক্সট (Captcha Text) প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভিসার সব ধরনের তথ্য দেখতে পাবেন।