Skip to content

ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়

ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মসাল দিয়ে কিভাবে আপনারা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই লেখাটিতে দেখানো হয়েছে। যারা এতদিন অনলাইন থেকে কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন সেই পদ্ধতি খুজতেছিলেন তাদের জন্য এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ।

ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ বলতে আমরা বুঝি অনলাইন করা জন্ম নিবন্ধন সনদ পত্রকে। যদি আমাদের জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার ১৭ ডিজিটের হয় তাহলে আমরা বুঝবো আমাদের জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা। কেননা ২০০৪  সালের পর থেকে যত জন্মনিবন্ধন সনদ অনলাইন করা হয়েছে সেই সকল জন্ম নিবন্ধন সনদের নাম্বার ১৭ ডিজিটের।

আমরা চাইলে জন্ম নিবন্ধন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি সংগ্রহ করতে পারি। জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড এর জন্য অথবা অনলাইনে তথ্য চেক করার জন্য আমাদের শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী জন্ম তারিখ প্রয়োজন হবে।

জন্ম নিবন্ধন সনদ এর অনলাইন কপি সংগ্রহ করার পদ্ধতি খুবই সহজ আপনি চাইলে মোবাইল কিংবা কম্পিউটার থেকে সহজেই জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন জেনে নিই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার পদ্ধতি।

অনলাইন থেকে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে জন্ম নিবন্ধন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই লিংকে ক্লিক করতে পারেন (https://everify.bdris.gov.bd/)

ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়

ওয়েব সাইটটিতে প্রবেশ করার পরে প্রথমে ঘরে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সনদ এর ১৭ ডিজিটের নাম্বারটি বসিয়ে দিবেন। এবং দ্বিতীয় ঘরে yyyy-mm-dd  এই ফর্মেটে ওই জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখ (বছর- মাস- দিন) বসিয়ে দিবে।

এবং নিচে দেখতে পারবেন একটি গাণিতিক ক্যাপচা আছে,  যেমনঃ (7+4=?)  এই ক্যাপচাটি তে থাকা সংখ্যা গুলো সঠিকভাবে ক্যালকুলেশন করে নিচের বক্সে বসিয়ে দিয়ে নিচে থাকা ‍Search বাটনে ক্লিক করুন। এরপরে  আপনাদের সামনে নতুন একটি পেজে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি চলে আসবে।

এখান থেকে যদি আপনারা সরাসরি অনলাইন কপি ডাউনলোড করতে চান সে ক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে Ctrl+P প্রেস করলে এখান থেকে সরাসরি প্রিন্ট করার অপশন চলে আসবে। আপনার কম্পিউটারে যদি প্রিন্টার না থাকে সে ক্ষেত্রে আপনি এটিকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখতে পারবে এবং পরবর্তীতে কোন প্রিন্টার এর দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

কিভাবে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখবেন

জন্ম নিবন্ধন সনদটিকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখার জন্য প্রথমে আপনার কম্পিউটার থেকে  Ctrl+P প্রেস করুন। এরপরে আপনাদের সামনে নিচের ছবির মত একটা পেজ চলে আসবে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে।

ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়

এখান থেকে প্রথমে আপনাদের Destination অপশন থেকে Save as PDF সিলেক্ট করে দিতে হবে। এরপরে নিচে থাকা SAVE  অপশনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি পিডিএফ ফাইল হিসেবে আপনার ডিভাইসে সেইভ হয়ে যাবে। এই পদ্ধতিতে খুব সহজেই আপনারা জন্ম নিবন্ধন সনদ এর পিডিএফ ফাইল অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

মোবাইল ফোনে জন্ম নিবন্ধন ডাউনলোডের উপায়

যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারাও খুব সহজেই জন্মনিবন্ধন সনদ এর অনলাইন কপি আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারবেন। তবে মোবাইল থেকে যদি আপনারা কম্পিউটার ব্যবহার করে এই কাজটি করেন সেক্ষেত্রে অনেক সহজ হবে ডাউনলোড প্রক্রিয়াটি।

মোবাইল থেকে ডাউনলোড করার জন্য আপনারা যেই ব্রাউজার থেকে এই কাজটি করছেন সেই ব্রাউজারের ডান কর্নারে থাকা (…) থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে আপনারা একটি ডাউনলোড চিহ্ন দেখতে পাবেন, এই চিহ্নটি মূলত রানিং পেজ ডাউনলোড চিহ্ন।

আপনারা যদি ওই ডাউনলোড চিহ্ন উপরে ক্লিক করেন তাহলে এই পেজটি আপনাদের মোবাইলের ডিভাইসের সেইভ হয়ে যাবে। অথবা আপনারা চাইলে এটিকে সরাসরি এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। তবে মোবাইল থেকে যদি আপনারা কম্পিউটার থেকে এই কাজটি করেন সেক্ষেত্রে অনেক সুবিধা হবে।

ডিজিটাল জন্ম নিবন্ধন ডাউনলোড এর প্রয়োজনীয়তা

সাধারণত বিভিন্ন সময়ে অনেক কাজে আমাদের জন্ম নিবন্ধন সনদ এর প্রয়োজন হয়। অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদ হারিয়ে যায় সে ক্ষেত্রে আমরা কি করতে পারি?  অথবা আপনি এমন জায়গায় যাবেন যেখান থেকে আপনার এই কাগজটি হারিয়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে আপনি কি করবেন?

এই সকল ক্ষেত্রে যদি আমরা ভুল জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায় তাহলে এটি যদি কোনো ধরনের ক্ষতি হয় পরবর্তীতে অরিজিনাল কপি সংগ্রহ করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে।  তাই আমরা চাইলে এই সকল ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি নিয়ে যেতে পারেন। জন্ম-নিবন্ধনের অনলাইন কপিটি আপনার যত ইচ্ছা তত বার এটিকে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও যদি কারো জন্ম নিবন্ধন সনদ হারিয়ে যায় সেক্ষেত্রে  আপনারা অনলাইন থেকে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

জন্ম নিবন্ধন রিলেটেড পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *