Skip to content

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

এই লেখাটিতে আমরা জানবো জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম সম্পর্কে। আপনার জন্ম নিবন্ধন সনদ যদি শুধুমাত্র বাংলায় থেকে থাকে তাহলে বাধ্যতামূলকভাবে এটি আপনাকে বাংলার পাশাপাশি ইংরেজি করতে হবে। যারা জন্ম নিবন্ধন সনদ বাংলা থেকে ইংরেজি করার চাচ্ছেন তাদের জন্য এই লেখাটি অনেক উপকারী হবে।

বাংলা থেকে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানো হবে আপনাদের এই লেখাটির মধ্যে। সাধারণত আপনারা এই কাজটি দুটি পদ্ধতিতে করতে পারবেন,

  • নিজে থেকে অনলাইনের মাধ্যমে।
  • টাকা দিয়ে কোন কম্পিউটারের দোকান থেকে করিয়ে নিতে পারবেন।

তবে আমি সাজেস্ট করবো একটু কষ্ট হলেও নিজে থেকে অনলাইনের মাধ্যমে কাজটি করে নেওয়া আপনার জন্য ভালো হবে। পূর্বে আমাদের এই বিষয়টা নিয়ে তেমন মাথা খাটানোর কোন প্রয়োজন ছিল না। বর্তমানে আমরা সকলেই জানি ২০০৪  সালের পর থেকে জন্ম নিবন্ধন সনদ এর সকল তথ্য সরকারি ডাটাবেজের সংরক্ষণ করা হয়। আমাদের জন্ম নিবন্ধন সনদ যদি শুধুমাত্র বাংলায় থাকে তাহলে এটি কে ইংরেজিতে করে নিতে হবে।

বর্তমান সময়ে বাংলা এবং ইংরেজি দুই ভাষায় জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। পূর্বে এ বিষয়টা বাধ্যতামূলক না থাকলেও বর্তমান সময়ে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় থাকা বাধ্যতামূলক ধরা যায়।

অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার পদ্ধতি

আপনারা খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন সনদ যদি বাংলায় থাকে সেটিকে বাংলার পাশাপাশি ইংরেজিতে করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই কাজটি আপনারা জন্ম নিবন্ধন সনদ এর অফিসিয়াল ওয়েবসাইট (https://bdris.gov.bd/) থেকে করতে পারবেন।

কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন সেই পদ্ধতি সম্পূর্ণভাবে নিচে দেখানো হলো তবে তার আগে আপনার জন্ম নিবন্ধন সনদটি একবার অনলাইনে চেক করে নেওয়া উচিত। কেননা একটি জন্ম নিবন্ধন সনদ সর্বোচ্চ ৪ বার সংশোধন করা যায়।

আপনার জন্ম নিবন্ধন সনদের যদি অন্য কোন ভুল থেকে থাকে তাহলে একবারে সংশোধনের জন্য আবেদন করে নিবেন। এছাড়াও বাংলা থেকে ইংরেজি করার আগে অবশ্যই আপনাদেরকে জন্ম নিবন্ধন সনদের তথ্য গুলো চেক করে নিতে হবে।

জন্ম নিবন্ধন সনদ অনলাইন চেক

অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদ চেক করার পদ্ধতি খুবই সহজ।  শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধন সনদ এর ১৭ ডিজিটের নাম্বার এবং আপনার জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখ প্রয়োজন হবে। এগুলো সংগ্রহ করে এরপরে এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন ( https://everify.bdris.gov.bd/ )

এ পড়ে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে প্রথম ঘরে আপনাদের ১৭  ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং দ্বিতীয় ঘরে জন্মতারিখ (YYYY MM DD) এই ফর্মেটে বসিয়ে দিন। এবং নিচে আপনাকে ভেরিফিকেশনের জন্য একটি গাণিতিক ক্যাপচা দেওয়া থাকবে সেটি কে সঠিক ভাবে সমাধান করে Serch বাটনে ক্লিক করলে আপনাদের জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি দেখতে পাবেন।

এখান থেকে প্রথমে ভালোভাবে দেখে নিবেন আপনাদের জন্ম নিবন্ধন সনদের কোনো তথ্য ভুল আছে কিনা। তবে অনলাইনে যদি আপনার জন্ম নিবন্ধন সনদ চেক করতে চান তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা থাকতে হবে।

জন্ম নিবন্ধন সনদ ইংরেজি করার আবেদন পদ্ধতি

অনলাইনে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে আপনাদের https://bdris.gov.bd/home এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবং এখানে থাকা “জন্মনিবন্ধন” অপশন থেকে “জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন” এই পেইজে প্রবেশ করতে হবে।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

“জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন” এই অপশনে ক্লিক করার পরে আপনারা নিচের ছবিটি লক্ষ্য করুন।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

প্রথম ঘরে আপনাদের ১৭  ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে এবং ওই জন্ম নিবন্ধন অনুযায়ী নিচের ঘরে জন্ম তারিখ বসিয়ে দিয়ে “অনুসন্ধান” বাটনে ক্লিক করুন। এরপরে একটু নিচেই আপনাদের জন্ম নিবন্ধন এর তথ্য দেখতে পাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সামনে থাকা “নির্বাচন করুন” বাটনে ক্লিক করে দিন। 

এরপরে আপনাদের সামনে একটা পপ-আপ আকারে অপশন চলে আসবে, এখানে বুঝানো হয়েছে আপনি কি জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার জন্য নিষেধ কিনা ? যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন আপনার সকল তথ্য গুলো ঠিক থাকে তাহলে “কনফার্ম” বাটনে ক্লিক করে দিন।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

এই ধাপে আপনাদেরকে কার্যালয় সিলেক্ট করতে হবে। আপনি যেই কার্যালয় থেকে আপনার জন্ম নিবন্ধন সনদ করেছিলেন তা সঠিকভাবে নির্বাচন করুন। সব গুলো ঠিকভাবে নির্বাচন করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

প্রথমে  বিষয়ে অপশন থেকে আপনি যে সকল বিষয়গুলো সংশোধন করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করুন। যেহেতু আপনারা জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন তাই এখান থেকে প্রথমে “নাম ইংরেজি” সিলেক্ট করুন। এভাবে করে আপনার সকল তথ্য গুলো ইংরেজিতে সিলেক্ট করতে হবে।

এরপরে “চাহিত সংশোধিত তথ্য” এখানে আপনার সঠিক ইংরেজি বানানটি বসিয়ে দিন। এরপরে “সংশোধনের কারন” থেকে ভুল লিপিবদ্ধ হয়েছিল এটি সিলেক্ট করুন। “আরও তথ্য সংযোজন করুন” এখানে ক্লিক করে নতুন লেয়ার নিন। এভাবে করে আপনার সকল বাংলা তথ্যগুলো ইংরেজিতে বসিয়ে দিন।

এরপরে নিচে যাওয়া তথ্য অনুযায়ী আপনার সকল ঠিকানা সঠিক ভাবে বসিয়ে দিন। প্রথমে জন্মস্থান এর ঠিকানা  তারপরের স্থায়ী ঠিকানা  তারপরে বর্তমান ঠিকানা সঠিকভাবে বসিয়ে দিন।  ঠিকানা বসানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে কাজটি করতে হবে।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

এবং আপনাকে আবেদনকারীর তথ্য দিতে হবে, যদি আপনার জন্ম নিবন্ধন আপনি নিজে বাংলায় করেন তাদের নিজ সিলেক্ট করে দিন। অন্যথায় যদি কেউ করে সে ক্ষেত্রে তার সকল তথ্য দিয়ে সঠিকভাবে ফরমটি পূরণ করুন।

এরপরে প্রমাণপত্র হিসেবে, আপনি যেই প্রমাণপত্র দেখিয়ে আপনার নামটি বাংলা ও  ইংরেজিতে করার চাচ্ছেন সেটি আপলোড করতে হবে। সে ক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা স্কুল সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে পারেন। প্রমানপত্র আপলোড করার জন্য “সংযোজ”  বাটনে ক্লিক করুন।

এরপরে পেমেন্ট এর মাধ্যম সিলেক্ট করে নিচে থাকা “সাবমিট” বাটনে ক্লিক করলে আপনার আবেদন ফরম টি সাবমিট হয়ে যাবে। সাবমিট করার আগে অবশ্যই পুনরায় একবার আপনার তথ্যগুলো চেক করে নিবেন।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম 

সঠিকভাবে ফর্ম সাবমিট  হলে আপনাদের সামনে এরকম একটি পেইজ আসবে এখান থেকে আপনাকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। আবেদনপত্রটি প্রিন্ট করে নির্ধারিত তারিখের আগে আপনার দেওয়া জন্ম নিবন্ধন এর অফিসে বা পৌরসভা ও ইউনিয়ন এ যোগাযোগ করতে হবে।

জন্ম নিবন্ধন ইংরেজি করার ফি

আবেদনের পর আমাদেরকে সরকারিভাবে নির্ধারিত ফি পেমেন্ট করতে হবে। জন্ম নিবন্ধন সনদ ইংরেজি করার জন্য সংশোধন ফি হিসেবে সাধারণত আপনাকে ৩০০-৫০০ টাকার মত প্রয়োজন হতে পারে। এটা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় কারণ যেকোন সময়ে টাকার এ্যামাউন্ট চাইলে সরকারিভাবে চেঞ্জ করতে পারে।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম সম্পর্কে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি।  আশা করি এই পোষ্টের মাধ্যমে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা জন্মনিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে পারবেন।

জন্ম নিবন্ধন নিয়ে  কিছু তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *