Skip to content

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম মূলত বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটি তাদের জন্য যারা এইচএসসি(H,S,C)  2021 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন |  এবং যারা প্রত্যাশিত ফলাফল পাননি|  যারা 2021 এর পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাননি| এখন  বোর্ড চ্যালেঞ্জ করতে চান| আজকে আমরা জানবো ভোট চ্যালেঞ্জ রেজাল্ট কি ?কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং কখন বোর্ড চ্যালেঞ্জ ফলাফল প্রকাশ করবে| এ সম্পর্কে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ|

বোর্ড চ্যালেঞ্জ কি?

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

বোর্ড চ্যালেঞ্জ কি মূলত অনেক স্টুডেন্ট জানেনা| বোর্ড চ্যালেঞ্জ হল শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত রেজাল্ট না পেলে বা তার কম পেলে রেজাল্ট পুনঃনিরীক্ষণ এর জন্য যে চ্যালেঞ্জ করে থাকে তাকে ভোট চ্যালেঞ্জ বলে |

আরও দেখতে পারেন,অনলাইনে ইনকাম করার 5 টি উপায় 

এইচ এস সি (H.S.C)বোর্ড চ্যালেঞ্জ ২০২২

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ যারা দিতে চান আজকের কনটেন্ট তাদের জন্য |যারা 2021 সালে পরীক্ষা দিয়েছেন তারা আশানুরূপ ফল অনেকেই পাননি |অনেকেই ফেল করেছেন তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করার জন্য বা  পুনঃনিরীক্ষণ করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান |এবং বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে তারা তাদের কাঙ্খিত ফলাফলের জন্য আবেদন করতে পারেন|

আরও দেখতে পারেন,সৌদি আরব ভিসা 2022

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ নোটিশ ২০২২

বোর্ডের বিজ্ঞপ্তিতে এসএসসি সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় |সকল বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে সকল বোর্ডের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড আলিম ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে 14 ই ফেব্রুয়ারি 2022  থেকে|

 বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনের শেষ তারিখ

 যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তারা চাইলেই 14 ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে এপ্লিকেশন করতে পারেন বোর্ড চ্যালেঞ্জ এর জন্য 14 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে 2022 সালের বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন| এবং সকল বোর্ডের পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত |

আরও দেখতে পারেন,মোবাইলে দেয়া যাবে পাসপোর্ট ফি 

এইচ এস সি (H.S.C) বোর্ড এর আবেদন ফি

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে| ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করতে প্রতি পত্রের জন্য 125 টাকা ফি পরিশোধ করতে হবে | ঢাকাএবং রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য প্রতি পত্রের জন্য 150 টাকা ফি পরিশোধ করতে হবে |

এইচ এস সি (H.S.C) বোর্ড চ্যালেঞ্জ 2022 |ফলাফল পুনঃনিরীক্ষণ 2022

টেলিটক সিম দিয়ে  ফি জমা

সরকার নির্ধারিত কেবল একটি মাত্র সিম আছে যেটি হল টেলিটক সিম |টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে আবেদন করা যাবে |টেলিটক সিমের প্রয়োজনীয়  ব্যালেন্স যোগ করে তারপর আবেদন করতে হবে |

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল  কবে দিবে

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল 2020 কবে দিবে তা এখনও প্রকাশিত হয়নি |কারণ সবেমাত্র রেজাল্ট দিয়েছেন | বোর্ড চ্যালেঞ্জ দেয়ার পর নির্দিষ্ট তারিখ মোতাবেক বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে |যে রেজাল্ট কবে দিবে |

বোর্ড  এ চ্যালেঞ্জ   কি নাম্বার কমে?

বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার বর্তমান রেজাল্ট কমার কোন সম্ভাবনাই নেই| বরং সিওর থাকতে পারেন আপনার যদি পুরো আত্মবিশ্বাস থাকে তাহলে আপনার রেজাল্ট পূর্বের ন্যায় ভালো হতে পারে বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক সময় রেজাল্টের কোন পরিবর্তন হয়না| সাধারণত 80 পার্সেন্ট ক্ষেত্রে যেরকম রেজাল্ট ছিল ঠিক সেই রকমই থাকবে| তবে এক্সাম এক্সামিনেশন এর খাতা দেখতে কোন প্রকার ভুল হলে বা কোন মার্ক উঠাতে ভুলে গেলে রেজাল্টের সংশোধন হতে পারে| তবে রেজাল্ট করার কোনো সম্ভাবনাই নেই সিওর থাকতে পারেন|

আরও দেখতে পারেন,নিজে নিজে ভোটার হন অনলাইনে

বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করার নিয়ম বা যা যা লাগবে

 

রেজাল্ট পুনঃনিরীক্ষণ  এর জন্য আপনার অবশ্যই কিছু শর্ত বা নিয়ম মেনে কাজ করতে হবে |যমন

  • পুনঃনিরীক্ষার করতে লিংকে প্রবেশ করুন
  • এখন স্টুডেন্ট ফ্রী অপশনটি বেছে নিন
  • তারপরের re-securty fee সিলেক্ট করুন
  • এখন আপনি কোন পরীক্ষার পুনঃনিরীক্ষণ করতে চান সেটি সিলেক্ট করুন
  • আপনার রেজিস্ট্রেশন কার্ড দিন এখন সার্চ অপশনটিতে ক্লিক করুন |
  • এখন বিস্তারিত আপডেট দেখতে পারবেন |
  • আপনার  Contact কন্টাক্ট নাম্বার দিন
  • যে বিষয়ে চ্যালেঞ্জ করতে চান তার কোড দিন
  • এখন সাবমিট অপশনটিতে ক্লিক করুন কোন একটি কম্পিউটারের দোকান থেকে আবেদন ফরম প্রিন্ট করুন|

আরও দেখতে পারেন, পাসপোর্ট চেক করার নিয়ম।ই-পাসপোর্ট চেক ২০২২

আপনার প্রিন্ট করা কপি  সোনালী ব্যাংকের যে কোন শাখায় আবেদন ফরম ফি জমা দেন এবং রশিদ সংগ্রহ করুন |

মোবাইলে এসএমএসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ

আপনার হাতে থাকা ফোন দিয়ে বা মোবাইল দিয়ে আপনি চাইলে অনায়াসে 2022 সালের এইচ এস সি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ফলাফল এর বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন| শুধুমাত্র টেলিটক সিম দিয়ে ফলাফল পুনঃনিরীক্ষণ করা যাবে এজন্য আপনি আপনার মোবাইল অপশনে যান|

 

  • এখন আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর ইভি লিখুন (REV) লিখুন
  • স্পেস দিয়ে বোর্ডের তিন অক্ষর লিখুন |
  • স্পেস দিয়ে নাম্বার  দিন |
  • এখন এসএমএস করুন 16222 নাম্বারে সহজে বোঝার জন্য এটি ফলো করুন=(  REV BRA 1203255 send TO 16222 )

 

  • পরবর্তীতে ফিরতি একটি মেসেজে আপনার পিন নাম্বার আসবে মোবাইলে| এখন (REV) লিখে স্পেস দিয়ে পিন নাম্বার উল্লেখ করে এ স্পেস দিয়ে 16222 নাম্বারে এসএমএস পাঠান|
  • আরও সহজে বোঝার জন্য নিচে  ফলো করুন=(  REV -YES-PIN NUMBER-MOBILE NUMBER-send To 16222 )

শেষ কথা

আমার সাধ্যমত চেষ্টা করেছি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন আশাকরি এটি দাদা আপনার উপকারে আসতে পারবো |ভালো থাকবেন সবাই |

                                                       ধন্যবাদ 

4 thoughts on “এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *