Skip to content

ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি শেখার সহজ উপায় কিভাবে খুব সহজ পদ্ধতিতে ইংরেজি শেখা যায় বা কথা বলা যায় আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানব| বর্তমানে স্কুল-কলেজ থেকে শুরু করে চাকরি ইন্টারভিউ বিভিন্ন ক্ষেত্রে  ইংরেজি বিকল্প অন্য কিছু ভাবা যায় না| বহির্বিশ্বে ভালো কাজ পাওয়ার জন্য ভালো ইংরেজি জানা দরকার |অথবা পড়ালেখা করতে গেলে ভালো ইংরেজী জানা দরকার |যে যত ভালো ইংরেজি কথা বলতে পারে তার গুরুত্ব ততবেশি দেয়া হয়| আজকের মূল আলোচনা হল ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শিখতে কি কি পদ্ধতি অনুসরণ করতে হয়, ইত্যাদি|

ইংরেজি শেখার সহজ উপায়

বর্তমান ইংরেজি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যেকোন কাজে যান না কেন এই ইংরেজির বিকল্প নেই| প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে অথবা বিদেশে ভালো কোন কাজের জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ থাকতে হবে

আপনি যত বেশি ইংলিশে দক্ষ হবে ততই আপনার গুরুত্ব বেশি হবে| আজকাল তো ইংরেজি ছাড়া চলা একেবারেই কষ্টকর| ভালো কোন প্রতিষ্ঠানে চাকরি নিতে হলে অবশ্যই আপনাকে ভালো করে ইংরেজি  জানতে হবে| 

প্রতিদিন ইংরেজি শেখার প্রাকটিস করার মাধ্যমে ইংরেজি শেখা যায়|  মোট কথা হল আপনি যদি ইংরেজি শিখতে চান অবশ্যই আপনার মধ্যে ইংরেজি শেখার মন মানসিকতা তৈরি করতে হবে|  তাহলে  আপনি ইংরেজি শিখতে পারবেন|

ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি Vocabulary জানা 

ইংলিশে ভালো কিছু করতে হলে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে| প্রতিদিন 5 টা 10 টা এরকম করে ভোকাবুলারি প্রাকটিস  করলে একসময় দেখা যাবে আপনি ইংলিশে দক্ষ হয়ে গিয়েছেন| 

ইংরেজিতে ভালো হতে হলে বার্ষিক তাহলে অবশ্যই আপনাকে ভোকাবুলারি জানতে হবে| বোনের জন্য আপনি Academic book অথবা Dictionary ব্যবহার করতে হবে| আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন ততই  ইংরেজিতে ভালো করতে পারবেন|

আরো দেখে আসতে পারেনঃ-

মাস্টার কার্ড করার নিয়ম

ইংরেজি নিউজ পেপার পড়া

কথায় বলে  Practice make a man a perfect  |প্রতিদিন একটু একটু করে ইংরেজি পেপার পড়েন কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনার ভিতর নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে| কারণ আমাদের মাইন্ড সব সময় নতুন কিছু শেখার প্রতি আগ্রহ থাকে

ইংরেজি পেপার পড়ার মাধ্যমে দৈনিক কিছু নতুন নতুন ভোকাবুলারি আমাদের সামনে আসবে সেসব ভোকাবুলারি সলভ করে খুব সহজেই আমরা ইংরেজি শিখতে পারি|

ইংরেজিতে দক্ষ শিক্ষকের মাধ্যমে ইংরেজি শিক্ষা

ছোট থেকে ইংরেজিতে ভালো কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়লে ভালো ইংলিশ শিখা যায়| ভালো কোন শিক্ষকের কাছে যখন আপনি প্রাইভেট পর্বেন তখন ওই শিক্ষক আপনাকে চাবি অবশ্যই ভালো কিছু শিক্ষা দেয়ার জন্য|

 দৈনিক নতুন নতুন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবেন এবং এতে আপনার ইংরেজিতে ভালো একটা দক্ষতা হবে| তাই আমাদের উচিত ছোটবেলা থেকেই ইংরেজিতে ভালো কোন শিক্ষকের দ্বারা প্রাইভেট পড়া|

আরো দেখে আসতে পারেনঃ-

ফেসবুক থেকে ইনকাম করার উপায়

বেশি বেশি ইংরেজি ভিডিও দেখা

আপনার ভিতরে হয়তবা একটি প্রশ্ন সাড়া দিয়েছে যে ইংরেজি জানিনা তবে কিভাবে ইংরেজি ভিডিও দেখব? হ্যাঁ অবশ্যই আপনার মধ্যে এরকম প্রশ্ন জাগতেই পারে| মূলত আমাদের চিন্তা-ধারা সব সময় ভালো কিছু নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি করে|  

ইংরেজি ভিডিও যখন দেখবেন তখন একটাই আপনার ভেতর কাজ করবে যেসব ওয়ার্ড গুলো নিয়ে বাজে স্বভাব গুলো আপনার কাছে নতুন মনে হবে সেই ওয়ার্ড গুলো জানার জন্য আপনার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে |

সেই আগ্রহ থেকে আপনি নতুন ওয়ার্ড গুলোর অর্থ জেনে খুব সহজেই আপনি ইংরেজিতে ভালো হতে পারেন| তাই ইংরেজি ভিডিও খুবসহজে ইংরেজি শেখা যায়|

ইংরেজি গজল  সোনার মাধ্যমে ইংরেজি শিক্ষা 

বেশি বেশি ইংরেজি গজল শোনার মাধ্যমে ভালো ইংরেজি শেখা যায়| কেননা গজল ভেতর অনেক নতুন শব্দ আপনার আর্ত হবে এসব শব্দ অর্থ জেনে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারেন| এতে আপনার অনেক উপকার না হলেও কিছুটা হলেও আপনার উপকারে আসবে| তাই বেশি ইংরেজি গজল|

Google Translate ব্যবহার করে ইংরেজি শেখা

ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে অবশ্যই ভালো করে শব্দের অর্থ জানতে হবে|  এক্ষেত্রে  Google Translate ব্যবহার করা আপনার জন্য জরুরি | Google Translateএর মাধ্যমে যেকোন ইংরেজী শব্দ লিখে সাথে সাথেই বাংলা করে ইংরেজি জানা যায়|Google Translate এর মাধ্যমে যেকোন ইংরেজী শব্দের অর্থ জানা যায়|

বর্তমানে গুগল ট্রান্সলেট (Google Translate) নামে একটি অ্যাপস আছে আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইলে সেটি ব্যবহার করতে পারেন|

অথবা আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে গুগল ট্রান্সলেট Google Translate ব্যবহার করো তাহলে  এটি  লিখে GoogleTranslate.com  ব্রাউজার এ গিয়ে সার্চ করলেই আপনি  ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি খুব সহজেই ইংরেজি থেকে বাংলা করে শব্দের অর্থ জানতে পারবেন|

YouTube  এর মাধ্যম ইংরেজি  শেখা

দিন দিন ইন্টারনেট ব্যবহার বেড়ে চলছে| আর এর প্রধান কারণ হলো ইন্টারনেট| কারন মানুষ এখন ঘরে বসেই ইন্টারনেট ব্যবহারকে শিক্ষা নিতে পারছে| আর এর পেছনে বড় ভূমিকা পালন করছে ইউটিউব| আজকাল ইউটিউব ব্যবহার করে ঘরে বসে খুব সহজেই যেকোন বিষয়ের উপরে কোর্স করে বা ভিডিও দেখে যেকোনো কাজ করতে পারে না|

YouTube ইউটিউবে যে কোন বিষয়ের উপর মানুষ হাজার হাজার ভিডিও আপলোড করছে যা দেখে অন্যরা শিখতে পারে|  তেমনি ভাবে ইংরেজির উপরে ভিডিও বানিয়ে হাজার হাজার মানুষ ইউটিউব এ আপলোড দিচ্ছে যা থেকে আপনি বা আপনারা সবাই ইংরেজি দেখতে পারেন| 

ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা

ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই আপনাকে আগে ইংলিশ গ্রামার এর প্রতি যত্নশীল হতে হবে| কেননা ইংরেজি শেখার মূলমন্ত্র হলো| যে যত ভালো গ্রামার আত্ম করতে পারে সে ততো দ্রুত বা সহজে ইংরেজি বলতে পারে| ভালো ইংরেজি গ্রামার জানা থাকলে আপনি প্রপারলি ইংরেজিতে কথা বলতে

পারবেন| তাই প্রথমে আপনাকে অবশ্যই ইংরেজি গ্রামার এর প্রতি ফোকাস দিতে হবে| ইংরেজি গ্রামার বই অথবা অনলাইন কোন প্লাটফর্ম থেকে ইংরেজি গ্রামার শেখার কোন ওয়েবসাইটে গিয়ে বেসিক ইংলিশ গ্রামার শিখতে পারেন| আপনি যদি একবার গ্রামার  আয়ত্ত করতে পারেন তাহলে খুব সহজেই সাধারণ কিছু শব্দের দিও ইংরেজি শিখতে ও বলতে পারবেন|

ইংরেজি শেখার অ্যাপস ব্যবহার

বর্তমানে হাজার হাজার এ্যাপস আছে যেসব দিয়ে মানুষ খুব সহজেই ইংরেজি শিখতে পারে| আজকাল  গুগল প্লে স্টোর Google play store যেকোনো বিষয়ের উপরে অ্যাপস পাওয়া যায়| আর সেখানে যদি বলা হয় ইংরেজি শেখার অ্যাপস তাহলে তো কোনো প্রশ্নই থাকে না|

 আপনি চাইলে নিচের অ্যাপস গুলো ব্যবহার করে খুব সহজেই ইংরেজি শিখতে পারেন

  1. Spoken English
  2. Fast English is a spoken course
  3. 10-minute School
  4. Practice English Speaking talk
  5. Spoken English in 10 days 
  6. English listening and speaking

এসব অ্যাপস গুলো ব্যবহার করে খুব সহজেই ইংলিশ শেখা যায়| তাই আপনি চাইলে খুব সহজে ইংলিশ আয়ত্ত করতে পারেন|

কারো সাথে ইংরেজি তে কথা বলা

ধরুন আপনি এবং আপনার এক বন্ধ রাস্তায় হাঁটছেন তখন প্রকৃতির বিস্ময় নিয়ে দুজনে দুজনের সাথে ইংরেজিতে কথোপকথন করতে পারেন| এতে আপনার ইংলিশের দক্ষতা বাড়বে এবং কথা বলার প্র্যাকটিস হয়ে যাবে|  কারো সাথে ইংরেজিতে কথা বলার মাধ্যমে খুব সহজে ইংরেজি শেখা যায়| যতটুকু সময় কথা বলবেন ততটুকু সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন|  এতে আপনার ইংরেজি বেসিক পে স্ট্রং হবে|

আজকের পোষ্ট নিয়ে আমার শেষ কথা

আজকের টপিক হল ইংরেজি শেখার সহজ উপায়| উপরে এসব  বিষয় নিয়ে যেসব গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো সব কয়টি পদ্ধতি অনুসরণ করতে না পারলেও কিছু পদ্ধতি অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনি খুব সহজেই আপনার ইংলিশ বলার দক্ষতা বৃদ্ধি করতে পারবে  পারবেন| আশা করি আমার আজকের এই পোস্টের মাধ্যমে কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পারবো ইনশাআল্লাহ|

ধন্যবাদ সবাইকে | 

আরো দেখে আসতে পারেনঃ-

ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *