Skip to content

পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই-পাসপোর্ট ফি কত?

আপনি কি বিদেশে যেতে চান তাহলে আপনার একটা ই -পাসপোর্ট লাগবে| পাসপোর্ট করতে কত টাকা লাগবে | এবং কিভাবে পাসপোর্ট ফি জমা দিতে হয়| আজকের আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।এছাড়া আপনি যদি কোন দেশে কাজ বা ভ্রমণ উদ্দেশ্যে যেতে চান |

তাহলে অবশ্যই আপনার একটি পাসপোর্ট চাই।তাছাড়া যারা অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে টাকা আনতে চান |তারা এনআইডি কার্ডের বিকল্প হিসেবে পাসপোর্ট ব্যবহার করতে পারবেন|

এবং যারা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশে যেতে চান তাদের প্রথম ও প্রধান যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় সেটি হল পাসপোর্ট।

তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই-পাসপোর্ট ফি কত?

আরো দেখে আসতে পারেন:

পাসপোর্ট কি?

পাসপোর্ট  হল এক ধরনের দলিল বা প্রমাণপত্র | যেটির মাধ্যমে আপনি কোন দেশে ভ্রমণের জন্য অনুমতি পেয়ে থাকেন।এছাড়া পাসপোর্ট এক ধরনের ভ্রমন নথি , যা সাধারণত একটি দেশের সরকার কর্তৃক জারি করা হয়|

এবং এটি যে কোন দেশে ভ্রমণের সময় বাহকের জাতীয়তা ও পরিচয় পত্র বহন করে| এবং পাসপোর্ট ব্যক্তির নাম ,জন্মতারিখ ,ছবি ,সাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে।

পাসপোর্ট করতে কত টাকা লাগে

সাধারণত পাসপোর্ট ৪৮ও৬৪ পাতার হয়ে থাকে। এবং পাসপোর্ট তিন ধরনের হয়ে থাকে। জরুরি, অতি জরুরী্‌ ,অসাধারণ। এছাড়া ৫ বছর ও ১০ বছর মেয়াদী পাসপোর্ট এর ক্ষেত্রে ফি  আলাদা আলাদা  লাগে।

পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে সেটা নির্ভর করবে আপনার উপর|আপনি কোন ধরনের পাসপোর্ট সার্ভিস নিতে চান |যেরকম সাধারণ পাসপোর্ট এর ক্ষেত্রে আপনার খরচ হবে ৪,০২৫  টাকা |

এবং যদি দ্রুত পাসপোর্ট পেতে চান সে ক্ষেত্রে আপনার খরচ হবে ১৩,৮০০ টাকা । এছাড়া নিজে নিজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে না পারেন সে ক্ষেত্রে দোকানে গিয়েও আবেদন করতে পারেন।

আরো দেখে আসতে পারেন:

ই -পাসপোর্ট ফি কত?

ই -পাসপোর্ট সাধারণত 48 ও ৬৪ পাতার হয়ে থাকে। এবং পাঁচ বছর এবং দশ বছর মেয়াদ অনুযায়ী এর পাসপোর্ট এর জন্য ফি ভিন্ন রকম হয়ে থাকে।

নিচে টেবিল আকারে ই-পাসপোর্ট এর ফি দেখানো হল|

     ডেলিভারি ৫ বছর ১০ বছর ৫ বছর ১০ বছর
৪৮ পেজ ৪৮ পেজ ৬৪ পেজ ৬৪ পেজ
সাধারন ৪০২৫ ৫৭৫০ ৬৩২৫ ৮০৫০
জরুরী ৬৩২৫ ৮০৫০ ৮৬২৫ ১০৩৫০
অতি জরুরী ৮৬২৫ ১০৩৫০ ১২০৭৫ ১৩৮০০

আরো দেখে আসতে পারেন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *