Skip to content

ই পাসপোর্ট হয়েছে কিনা | ই পাসপোর্ট চেক করার নিয়ম |

ই পাসপোর্ট হয়েছে কিনা | ই পাসপোর্ট চেক করার নিয়ম আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা জানতে চাইলে আজকের আর্টিকেলটি আপনার জন্য | অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন নিজে নিজে| পাসপোর্ট এর আবেদন বা জমা দেয়ার পর পাসপোর্ট কোন অবস্থায় আছে তা জানার পালা হয়েছে| কিভাবে পাসপোর্ট এর বর্তমান অবস্থা এবং পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন পাসপোর্ট হয়েছে কিনা  জানতে চাইলে আজকের কন্টেন টি আপনার জন্য |

ই পাসপোর্ট হয়েছে কিনা। ই পাসপোর্ট চেক করার নিয়ম।

https://www.epassport.gov.bd

ই পাসপোর্ট কি

পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট চেক একটি বায়োমেট্রিক পদ্ধতি| এবং এর একটি ইলেকট্রনিক চিপ আছে| রয়েছে এবং এটি সমস্ত বায়োমেট্রিক  এবং সেখানে   পালি মানের তৈরি একটি কার্ড অ্যান্টেনা থাকবে| এবং কার্ডের ভিতর একটি  পাসপোর্ট থাকবে |  এটিতে পাসপোর্ট  বাহকের  সকল তথ্য সংরক্ষিত থাকে| এবং ডাটাবেজ তিন ধরনের ছবি থাকে| 10 আঙ্গুলের ছাপ  ও চোখের আইরিশ যাতে করে যেকোনো দেশের কর্তৃপক্ষ সহজে ভ্রমণকারীর সম্পর্কে জানতে পারে |

ই পাসপোর্ট করতে কি কি লাগে

আপনি যদি পাসপোর্ট করতে চান আপনাকে কিছু নিয়ম এবং কিছু কাগজপত্র প্রয়োজন হবে| ই-পাসপোর্ট করতে আপনাকে যেসব কাগজপত্র দরকার হবে তা নিচে আলোচনা করা হলো

  • প্রথমত অনলাইন সারসংক্ষেপ  কপি
  • দ্বিতীয়ত আপনাকে আবেদনের কপি সংগ্রহ করতে হবে
  • তৃতীয়ত অনলাইন জন্ম নিবন্ধন  সনদ জাতীয় পরিচয় পত্র সনদ
  • অরিজিনাল বা পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি
  • মাতা-পিতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • ইউটিলিটি বিলের কপি
  • নাগরিক সনদ /চেয়ারম্যান সার্টিফিকেট

ই- পাসপোর্ট হয়েছে কিনা | ই-পাসপোর্ট চেক করার নিয়ম

যাবতীয় কার্যক্রম সম্পন্ন হলে পাসপোর্ট জমা দেয়ার ভাব চলে আসে| মূলত আপনি যদি পাসপোর্ট করে থাকেন যদি অনলাইনে করে থাকেন কাগজে লেখা থাকবে কোথায় জমা দিতে হবে| আর যদি অফলাইনে করে থাকেন তাহলে সিটি কর্পোরেশন এর ভিতরে রিজনাল অফিস| এবং সিটি কর্পোরেশনের বাইরে হলে আঞ্চলিক অফিসে জমা দিতে হবে| এখন সব ইনফরমেশন গুলো ঠিকঠাক হলে পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসবেন| তবে অবশ্যই মনে রাখবেন সাথে সবকিছুর অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে| কারণ অনেক সময় অফিসারগণ অরিজিনাল কাগজপত্র দেখতে চাইতে পারেন|

ই পাসপোর্টের সুবিধা

ই পাসপোর্ট হয়েছে কিনা | ই পাসপোর্ট চেক করার নিয়ম |

ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন   ই-পাসপোর্ট এর  বড় সুযোগ সুবিধা হল খুব দ্রুত ও সহজে ভ্রমণকারী যাতায়াত করতে পারেন|

  • ই গেট ব্যবহারের ফলে বিভিন্ন বিমানবন্দরে তাদের ভিসা চেকিং এর জন্য লাইনে দাঁড়াতে হয় না| এবং ইমিগ্রেশন পেয়ে যাবে|
  • ই গেট এর নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেয়|
  • সব ঠিকঠাক থাকলে সহজেই ইমিগ্রেশন শেষ করতে পারবেন| 
  • কোন প্রকার ঝামেলা থাকলে লাল বাতি জ্বলে উঠবে
  • কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে সেটাও ধরা পড়ে
  • ই-পাসপোর্ট প্রায় 38 নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এ ধরনের পাসপোর্ট জাল করার সহজ  নয়|

ই-পাসপোর্ট মেয়াদ কতদিন থাকে

ই পাসপোর্ট হয়েছে কিনা | ই পাসপোর্ট চেক করার নিয়ম |

ই-পাসপোর্ট মেয়াদ কতদিন তা  অনেকেই জানতে চেয়েছেন| ই পাসপোর্ট এর মেয়াদ কত 5 ও 10 বছর করে দিয়েছেন বাংলাদেশ সরকার| মূলত বয়সের উপর ভিত্তি করে পাসপোর্ট এর মেয়াদ নির্ধারণ করা হয়|

ই পাসপোর্ট করতে কত খরচ হয়

 ই পাসপোর্ট করার জন্য সরকার নির্ধারিত ফি ধার্য করে দিয়েছেন| সেটি হল 

5 বছর মেয়াদী 48   পাতার পাসপোর্ট

  • 5 বছর মেয়াদী 48   পাতার পাসপোর্ট স্বাভাবিক সময়ে অর্থাৎ 21  কার্য দিবসে পেতে খরচ হবে 4025 টাকা| এবং 5 বছর মেয়াদী 10 কার্যদিবস পাসপোর্ট পেতে খরচ হবে 6325 টাকা| আর আপনি যদি দুই কর্মদিবসে পাসপোর্ট হাতে পেতে চান তাহলে খরচ হবে 8625  টাকা|

10 বছর মেয়াদী 48 পাতায় পাসপোর্ট

  • 10 বছর মেয়াদী 48 পাতায় পাসপোর্ট 21 কর্মদিবসে পেতে হলে আপনার খরচ হবে 5750 টাক|10 কর্মদিবসের পেতে হলে খরচ হবে 8050 টাকা| এবং দুই কর্মদিবসে পাসপোর্ট পেতে খরচ হবে 10350  টাকা

5 বছর মেয়াদী 68 পাতায় পাসপোর্ট

  •  5 বছর মেয়াদী 68 পাতায় পাসপোর্ট 21 দিনের মধ্যে পেতে খরচ হবে 6325 টাকা|
  •  10 দিনের মধ্যে পেতে খরচ হবে 8625  টাকা|
  •  দুই দিনের মধ্যে পেতে খরচ হবে 12075 টাকা

10 বছর মেয়াদী 68 পাতায় পাসপোর্ট

  • 10 বছর মেয়াদী 68 পাতায় পাসপোর্ট 21 দিনের মধ্যে পেতে খরচ হবে 8050 টাকা|
  •  10 দিনের মধ্যে খরচ হবে 10350  টাকা|
  •  এবং সুপার এক্সপ্রেস এর ডেলিভারি 2  দিনের মধ্যে পেতে খরচ হবে 10800  টাকা|

মোবাইলে দেয়া যাবে পাসপোর্ট ফি 2022 |

পাসপোর্ট সংগ্রহ

ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকলে পাসপোর্ট ধরন অনুযায়ী সাত দিন 7 দিন  বা 20-30  দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবে| মোবাইল এসএমএস এর জানিয়ে দেয়া হবে যে পাসপোর্ট হয়েছে কিনা| পাসপোর্ট হয়ে গেলে আপনি যেকোন সময় পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন| এবং সর্বশেষে এসব নিয়ম গুলো সম্পন্ন হলে আপনি খুব সহজে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *