Skip to content

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম বর্তমান আধুনিক বিশ্বের মানুষ এখন আর ঘরে বসে থাকতে চায় না সারা বিশ্ব জয় করতে মন যেন আগ্রহী হয়ে ওঠে এখন মানুষ সামান্য একটি স্মার্টফোন দিয়ে খুব সহজে অসম্ভবকে সম্ভব করে ফেলছে এক দেশ থেকে অন্য দেশে প্রযুক্তির উন্নতির ফলে যাতায়াত করতে পারছে খুব সহজে | মূলত এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত সম্ভব হয়েছে এয়ারলাইন্স এর  কারণে| আগে বিমানের টিকেট কাটতে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটা লাগতো | এতে যেমন সময় নষ্ট হতো তেমনি প্রচুর পরিমাণে টাকা খরচ কত| এখন তথ্য প্রযুক্তির উন্নতির ফলে  ই – বুকিং  এর মাধ্যমে ঘরে বসে খুব সহজে অনলাইনে বিমানের টিকেট কাটা যায় | যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিমান টিকিট কাটতে পারেন| আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে বিমানের টিকেট কাটা যায় |

আরো দেখে আসতে পারেনঃ

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে| সার্চ বারে গিয়ে ( Flight Expert) এটি লিখে সার্চ করুন  |অথবা এই লিঙ্কে প্রবেশ করুন |এখানে আপনারা দেখতে পাবেন ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড, টিকেট বুকিং অপশন, অর্থ পরিশোধ করার, এবং বুকিং দেয়া টিকেট বিস্তারিত তথ্য, পেমেন্ট মেথড, পেমেন্ট সুবিধা, টু ফ্যাক্টর  সুবিধা, এসএমএস এবং ইমেইল |

আরো দেখে আসতে পারেনঃ

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম 

টিকিট কাটার ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার জন্য এই লিংকে প্রবেশ করুন| প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে| রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার নাম, সিওর নেম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড দিয়ে সর্বশেষ ক্যাপচা পূরণ করে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে|

আরো দেখে আসতে পারেনঃ

ভিসা আবেদন পত্র জমা দেয়ার পূর্ব শর্ত সমূহ

অ্যাপসের মাধ্যমে বিমানের টিকেট কাটার নিয়ম

অ্যাপসের মাধ্যমে বিমানের টিকিট কাটার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে | ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করে নিতে হবে|

  1. অ্যাপস এর ভিতরে প্রবেশ করলে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে |
  2. টিকেট ক্রয় করার জন্য ক্রয় স্থানে ক্লিক করুন  |
  3. কোথায় ভ্রমণ করতে চান তার জন্য স্থান ও সময় নির্বাচন করুন|
  4. এখন দেখতে পাবেন অনেক এয়ারলাইন্স এর নাম চলে আসছে আপনার পছন্দমত একটি বিমান বেছে নিন|
  5. 24 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে | তবে মনে রাখতে হবে আপনি যদি 24 ঘণ্টার মধ্যে পেমেন্ট করতে না পারেন তাহলে আপনার টিকেট ক্যান্সেল হয়ে যাবে|
  6. পেমেন্ট এর জন্য  Visa Card, Rocket,Bks,ইত্যাদি পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন |

এভাবে খুব সহজেই বিমানের টিকিট কাটতে পারেন| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *