Skip to content

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম মূলত আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বাস টিকেট কেটে থাকি | কিন্তু অনেক সময় হাতে সময় থাকে না বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার জন্য | আপনি চাইলেই ঘরে বসে খুব সহজে অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন সেটা যে কোন পরিবহনে হোক না কেন|  যে কোনো  বাস পরিবহনের টিকিট অনলাইনে কাটা সম্ভব| কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটা যায় আজকের এই পোস্টের মাধ্যমে আমরা বিস্তারিত জানব|

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

আপনি যদি অনলাইনে বাসের টিকিট কাটা নিয়ে বিভ্রান্তিতে পড়েন তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য| তার জন্য অবশ্যই আপনাকে পুরো আর্টিকেলটি পড়তে হবে| আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবো অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন এবং কিভাবে বাসের টিকিট কাটবেন ভাড়া কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানব|

বাসের টিকেট কিনতে এখানে ক্লিক করুন

অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস

অনলাইনে বাসের টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে একটি অনলাইন অ্যাপস ব্যবহার করতে হবে| অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হয় চলুন জেনে নেয়া যাক|

  • প্রথমত আপনার একটি  স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে |
  • মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে  (Sohoz-Buy Bus Ticket)এটি লিখে সার্চ করুন|
  • এখন ইনস্টল বাটনে ক্লিক করুন কিছু সময় অপেক্ষা করলেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে|

কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটবেন

  1. অনলাইনে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে সহজ অ্যাপস টি ডাউনলোড করে নিতে হবে| এরপর অ্যাপস টি ওপেন  করলে এরকম একটি ইন্টারফেস আসবে | Image1
  2. এখন বাসের টিকিট কাটার জন্য (“From”) অপশন  যে ঠিকানা থেকে  রওনা করতে চান সেটি সুন্দরভাবে লিখুন| এরপরে “To” স্থানে কোথায় যেতে চান সেটি উল্লেখ করুন|
  3.  অনলাইনে বাসের টিকিট কাটার জন্য এখন আপনাকে অবশ্যই সঠিক তারিখ দিতে হবে|
  4.  সব তথ্য সঠিকভাবে দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন| ক্লিক করার পড়ে আপনি সব পরিবহনগুলোর টিকিট কাটার জন্য অপশন পাবেন| এখান থেকে আপনি আপনার পছন্দমত পরিবহন সিলেক্ট করে অনলাইনে বাসের টিকিট কেটে  নিতে পারবেন|

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম

শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে সহজ একটি ডাউনলোড করে নিতে হবে| এবং  ডাউনলোড করার পরে সহজ অ্যাপ টি ওপেন করুন| এখন আপনার বর্তমান স্থানের নাম উল্লেখ করুন| আপনি কোন স্থানে যেতে চান সেই স্থানটি ও লিখুন| আপনি কোন সময় যাত্রা শুরু করতে চান সেটি সুন্দরভাবে লিখুন| সব তথ্য সঠিকভাবে দিতে পারলে সার্চ বাটনে ক্লিক করলে আপনার গন্তব্য এবং তারিখ অনুযায়ী সকল বাসের লিস্ট চলে আসবে| এখন আপনি খুব সহজেই এখান থেকে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কেটে নিতে পারেন|

হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

আপনি যদি শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম পড়ে থাকেন| তাহলে উপরের পদ্ধতি  অনুসরণ করে এবং হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটতে পারবেন| তবে অবশ্যই আপনাকে দৃষ্টি রাখতে হবে যেন কোন ধরনের ইনফরমেশন ভুল না হয়| উপরের তথ্য ধারা খুব সহজেই আমরা হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটতে পারি|

সাকুরা পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

 সাকুরা পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নিতে হবে| এবং কোন স্থান থেকে কোন স্থানে যেতে চান সেটি সঠিক ভাবে লিখে  এবং কোন সময়  যাত্রা  করবেন সেটি উল্লেখ করে সার্চ বাটনে ক্লিক  করুন| আপনি আপনার তথ্য সঠিক দিয়ে থাকলে আপনার সামনে  টিকিট কাটার তারিখ অনুযায়ী আপনার সামনে বাসের লিস্ট চলে আসবে এবং খুব সহজেই সাকুরা পরিবহন টিকিট কেটে নিতে পারেন|

কল সেন্টারে কল দিয়ে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইন ছাড়াও কল সেন্টারে ০৯৬১৩১০১০১০ নম্বরে ফোন করেও বুকিং নিশ্চিত করতে পারেন। আর এক্ষেত্রে মূল্য পরিশোধের  সু ব্যবস্থা রয়েছে ক্যাশ, মোবাইল-ব্যাংকিং  যেমন বিকাশ, রকেট, নগদ উপায়, অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

প্রয়োজনীয় টিকিট সরবরাহ করা হয় এসএমএস-এর মাধ্যমে অথবা নাম মাত্র সার্ভিস চার্জে সরাসরি গ্রাহকের কাছে পেপার টিকিটে পৌঁছে দেওয়া হয়।

অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা

অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা অনেক| কারণ এক্ষেত্রে আপনার কোন প্রকার ঝামেলায় থাকে না | কারণ ঘরে বসেই অনলাইনে মুহূর্তে টিকিট কাটা যায়| এর জন্য  আপনাকে বাড়তি সময় দিতে হয় না| বাসের টিকিট কাটার জন্য যাত্রীরা প্রায় সবসময়ই চিন্তিত থাকেন যে কিভাবে ট্রাফিক পেরিয়ে বাস কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটবেন| অনলাইনে টিকিট কাটার মাধ্যমে এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব| কিন্তু আপনি এত সময় ট্রাফিক পেরিয়ে বাস কাউন্টারে গিয়ে দেখতে পান যে টিকিট নেই তখন আর ভোগান্তির শেষ থাকে না| তাই অনলাইনে বাসের টিকিট কাটার গুরুত্ব বা সুবিধা  অনেক |

অনলাইনে বাসের টিকিট কাটার জন্য চার্জ কত?

 শহরের যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজ থেকে অনলাইনে বাসের টিকিট কাটতে পারি| কিন্তু  এর জন্য অবশ্যই আপনাকে কিছু বাড়তি চার্জ দিতে হবে|  শ্যামলী পরিবহন অনলাইন টিকেট, হানিফ পরিবহন অনলাইন টিকেট সাকুরা পরিবহন অনলাইন টিকেট, ইত্যাদি যেকোনো পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য আপনাকে মাত্র 20 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে| এতে সময় শ্রম  দুটিই বাঁচাতে পারেন| অনলাইনে বাসের টিকিট কাটার  মাধ্যমে সময় অপচয় রোধ করা যায়|  সময়ের মূল্য অনেক তাই আমরা আজ থেকে অনলাইনে বাসের টিকিট কাটার চেষ্টা করব|

আজকের পোস্ট নিয়ে আমাদের শেষ কথা

আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনারা খুবই উপকৃত হয়েছেন| আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের উপকারে  আসার জন্য| আমার লেখার মধ্যে যদি কোন প্রকার ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন| উপরের পদ্ধতিগুলোর অনুসরণ করে আমরা খুব সহজেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারি ও নিরাপদ যাত্রা শুরু করতে পারি|

 ধন্যবাদ সবাইকে|

কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *