যারা ভিভো মোবাইলের দাম জানার জন্য আগ্রহ পোষণ করেছেন তাদের জন্য আজকের পোস্টটি |
তাছাড়া ভিভো মোবাইল বাংলাদেশের খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভিভো বাংলাদেশ অল্প দামে খুব ভালো স্পেসিফিকেশনের স্মার্টফোন বাজারে আনায় তাদের মোবাইলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে vivo তাদের ডিজাইনের কারণে খুব বেশি জনপ্রিয়।
এছাড়া ভিভো স্মার্টফোনগুলোর ডিজাইন খুবই প্রিমিয়াম মানে হয় যার কারণে ব্যবহারকারীরা ডিজাইনের দিক থেকে বিপক্ষে সবচেয়ে বেশি পছন্দ করে। এছাড়া ভিভো তাদের স্মার্টফোনের টেকনিক্যাল বিষয়গুলো ও অনেক ভালোভাবে ডিজাইন করে। ক্যামেরা থেকে শুরু করে প্রসেসর সকল ক্ষেত্রে দাম অনুযায়ী ভিভো ফোনগুলো এখন অনেক জনপ্রিয়। তাহলে চলুন আজকের এই পোস্টের ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস । ভিভো মোবাইলের দাম ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় এবং ভালো কিছু স্মার্টফোনের তালিকা দেখে আসি।
আরও পরুনঃ
ভিভো মোবাইলের দাম
বর্তমানে যেসব মোবাইল ফোন ভাল মার্কেট পেয়েছে তাদের মধ্যে ভিভো অন্যতম|মোবাইল এর ধরন অনুযায়ী দাম হয়ে থাকে | ভিভো মোবাইলের দাম এবং ফিচার কোন ফোনটি নিলে ভাল হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল|
ভিভো Y01 এর দাম Vivo Y01 Price in Bangladesh
১১ হাজার টাকা বাজেটের মধ্যে ভিভো Y01 এ ২ জিবি রেম এবং ৩২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও p35। ৬.৫১ ইঞ্চি এই ফোনটি দাম অনুযায়ী অবশ্যই বাজেট কিলার। ফোনটিতে সাধারণ মানের প্রসেসর ব্যবহার করায় আপনারা ফোনটিতে বড় গেমস গুলো খেলতে পারবেন না। তবে দাম অনুযায়ী কোনটিতে যথেষ্ট ফিচার ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দিক থেকে বিবেচনা করলে আপনি ফোনটি চয়েসে রাখতে পারেন। এছাড়া আপনার বাজেট যদি ১১ হাজার টাকার মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি এই ফোনটি চয়েসে রাখতে পারেন।
ভিভো Y01 এর দাম:
ভিভো Y01 ২ জিবি + ৩২ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১০৯৯০/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y01 স্পেসিফিকেশন | Vivo Y01 Full Specifications
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি
- প্রসেসর: Mediatek Helio P35
- র্যাম: ২জিবি
- স্টোরেজ: ৩২জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো V25e এর দাম Vivo 25e Price in Bangladesh
ভিভো V25e ফোনটিতে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি-৯৯ গেমিং প্রসেসর ব্যবহার করায় ফোনটি আপনি ব্যবহার করেন অনেক মজা পাবেন। বিশেষ করে যারা একসাথে অনেকগুলো অ্যাপস মাল্টি টাচিং করেন তারা এই ফোনটি নিতে পারেন। এছাড়া যারা বিভিন্ন গেম খেলে থাকেন তারা নিঃসন্দেহে এই ফোনটি নিবেন। কারণ এ ফোনটিতে শক্তিশালী গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনি এই ফোনটিতে অনেক হাই গ্রাফিক্সের ভিডিও গেম গুলো অনায়াসে খেলতে পারবেন। এ ছাড়া ফোনটিতে ৮ জিবি রেম ব্যবহার করায় ফোনটিতে কোন অ্যাপস ক্রাশ করবে না। তবে ফোনটিতে ৪৫০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার না করে পাঁচ হাজার মিলি এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করলে ভালো হতো। এছাড়া এতে খুব ভালো মানের ক্যামেরা ব্যবহার করায় আপনারা ছবিও অনেক স্পষ্ট তুলতে পারবেন।
ভিভো V25e এর দাম:
ভিভো V25e ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ৩৪৯৯৯/=টাকা (অফিসিয়াল)
ভিভো V25e স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৪৪ ইঞ্চি
- প্রসেসর: MediaTek Helio G99
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৬৪+২+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৪৫০০ mAh
ভিভো Y33s এর দাম Vivo Y33s Price in Bangladesh
অ্যান্ড্রয়েড ১১ চালিত ভিভো Y33s এ শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি-৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে গেমিং প্রসেসর ব্যবহার করায় আপনারা এতে হাই কোয়ালিটি গেম গুলো খেলতে পারবেন। এছাড়া ৬.৫৮ ইঞ্চি এর এই ফোনটিতে রেম হিসেবে 8gb এবং স্টোরেজ হিসেবে 128gb ব্যবহার করা হয়েছে। বিভিন্ন মাল্টি টাচিং এর ক্ষেত্রে আপনারা ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে পিছনে ৫০+২+২ মেগাপিক্সেল এবং সামনে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করেছে। যা দিয়ে আপনারা পরিষ্কার ছবি তুলতে পারবেন এবং সেগুলো কোনরকম এডিট করা ছাড়াই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। এছাড়া যারা ভালো ব্যাটারি ব্যাকআপের মোবাইল খুজছেন, তারা চোখ বন্ধ করে এই মোবাইলটি নিতে পারেন। কারণ এখানে ৫০০০ মিলি আম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনারা অনায়াসে দুই দিন মোবাইল চালাতে পারবেন।
ভিভো Y33s এর দাম:
ভিভো Y33s ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ২৫৯৯৯/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y33s স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৫৮ ইঞ্চি
- প্রসেসর: Mediatek Helio G80
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৫০+২+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো Y15s এর দাম Vivo Y15s Price in Bangladesh
ভিভো Y15s ফোনটিতে এন্ড্রয়েড এর গো এডিশন ব্যবহার করা হয়েছে। এছাড়া ছয় দশমিক পাঁচ এক ইঞ্চি এর ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও p35 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনি দৈনন্দিন ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সাধারণ অ্যাপসগুলো সুন্দরভাবে চালাতে পারবেন। তবে যারা গেম খেলতে চান তাদের জন্য এই ফোনটি অবশ্যই না। তবে আপনারা চাইলে সাধারণ লো গ্রাফিক্সের গেম গুলো খেলতে পারবেন। এছাড়া এতে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করায় আপনি মোটামুটি মাল্টি টাচিং করতে পারবেন। এছাড়া এতে পেছনে ১৫ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করায় আপনি খুব ভালো না হলেও মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন। যারা ব্যাটারি ব্যাকআপ এর জন্য মোবাইল নিতে চান তারা অবশ্যই এই মোবাইলটি নিতে পারেন কারণ এতে ব্যাটারি হিসেবে পাঁচ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো Y15s এর দাম:
ভিভো Y15s ৩ জিবি + ৩২ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১৪৫৯৯/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y15s স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন
- ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি
- প্রসেসর: Mediatek Helio P35
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ১৩+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো Y53s এর দাম Vivo Y53s Price in Bangladesh
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত vivo y55s মোবাইল ফোনটিতে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০। এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর। এ ছাড়া এই প্রসেস একটি খুবই জনপ্রিয় একটি প্রসেসর এতে আপনারা অনেক হাইগ্রাফিক্সের গেমও খেলতে পারবেন। তবে বেশি হাইগ্রাফিক্সের অনেক গেম আপনারা এই ফোনটিতে খেলতে গেলে কিছুটা লেগের দেখা পাবেন। এছাড়া এতে র্যাম হিসেবে ৮ জিবি এবং স্তরেজ হিসেবে ১২৮ জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে। যার ফলে এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে মাল্টি টাচিং বা একাধিক অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটিতে পেছনে ৬৮ মেগাপিক্সেল এবং সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার ফলে ফোনটি দিয়ে আপনি পরিষ্কার ছবি তুলতে পারবেন। এছাড়া আরও এতে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার এর বিশাল একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি অনায়াসে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন।
ভিভো Y53s এর দাম:
ভিভো Y53s ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ২০৯৯০/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y53s স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৫৮ ইঞ্চি
- প্রসেসর: MediaTek Helio G80
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৬৪+২+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো Y12a এর দাম Vivo Y12a Price in Bangladesh
ভিভো Y12a এন্ড্রয়েড ১০ চালিত মোবাইল ফোনটিতে ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। লো বাজেটের ফোনগুলোর জন্য এটি খুব একটি ভালো প্রসেসর। সাধারণ মাল্টিটাচিং এর ক্ষেত্রে এ প্রসেসরটি খুব সুন্দর কাজ চালিয়ে নিতে পারে। তবে হেবি মাল্টিটাসিং এর ক্ষেত্রে আপনি এই ফোন থেকে অনেক বেশি লেগ দেখতে পাবেন। এছাড়া এই ফোনটিতে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনি মোটামুটি দৈনন্দিন অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে পেছনে 15 এবং সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনারা এই মোবাইল ফোন দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে পারবেন। ১৩ হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা এই ফোনটিতে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার এর বিশাল একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন।
ভিভো Y12a এর দাম:
ভিভো Y12a ৩ জিবি + ৩২ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১২৯৯০/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y12a স্পেসিফিকেশনস
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০
- ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি
- প্রসেসর: Qualcomm Snapdragon 439
- র্যাম: ৩ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ১৩+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো V21e এর দাম Vivo V21e Price in Bangladesh
অ্যান্ড্রয়েড ১১ চালিত ভিভো V21e মোবাইল ফোনে প্রসেসর হিসেবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা দিয়ে আপনি সকল ধরনের মাল্টি টাচিং এবং হাই কোয়ালিটি গেমসগুলো খেলতে পারবেন। এছাড়া হেভি লোডে মোবাইল ফোনটি কেমন লেগ করে না। এছাড়া এই ফোনটিতে ৮ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যেটা একজন সাধারণ ইউজার এবং হেভি ইউজারের জন্য অনেক। তবে এ ফোনটির নেগেটিভ দিক হচ্ছে এই ফোনটিতে ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি না ব্যবহার করে ৪০০০ মিলি আম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো V21e এর দাম:
ভিভো V21e ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ২৬৯৯০/=টাকা (অফিসিয়াল)
ভিভো V21e স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৪৪ ইঞ্চি
- প্রসেসর: Qualcomm Snapdragon 720G
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৬৪+৮+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৪৪ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৪০০০ mAh
ভিভো Y1s এর দাম Vivo Y1s Price in Bangladesh
ভিভো Y1s মোবাইল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ করা আছে। তবে ভবিষ্যতে আপনারা অন্যান্য এন্ড্রয়েডের আপডেট পেতে পারেন। ৬.২২ ইঞ্চির এই ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও p35 প্রসেসর ব্যবহার করা হয়েছে। জাতিয়ে আপনি দৈনন্দিন অ্যাপস গুলো ভালোভাবে চালাতে পারবেন। তবে গেমিং এর ক্ষেত্রে এই ফোনটি কোনভাবেই সাজেশন থাকবে না। এছাড়া ফোনটিতে ২ জিবি রেম এবং ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। একজন সাধারণ ইউজারের জন্য এটা মোটামুটি মানের। এছাড়া এতে পেছনে ১৩ এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি মানের ছবি তুলতে পারবেন। এতে ৪০৩০ মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এতে ৫০০০ মিলিয়্যাম্পিয়ারের ব্যাটারি দিলে ভালো হতো। তবে ৯ হাজার টাকার মধ্যে এই ফোনটি অবশ্যই সাজেশন থাকবে।
ভিভো Y1s এর দাম:
ভিভো Y1s ২ জিবি + ৩২ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ৮৯৯৯/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y1s স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০
- ডিসপ্লে: ৬.২২ ইঞ্চি
- প্রসেসর: Mediatek Helio P35
- র্যাম: ২ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৪০৩০ mAh
ভিভো Y21 এর দাম Vivo Y21 Price in Bangladesh
ভিভো Y21 মোবাইল ফোনটিতে android ১১ চালিত ৬.৫১ ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া মোবাইল ফোনটিতে ৪ জিবি রেম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও p35 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেটা দিয়ে আপনারা দৈনন্দিন অ্যাপস গুলো খুব সুন্দর ভাবে চালিয়ে নিতে পারবেন। তবে যারা গেমিং এর জন্য এই ফোনটি নিতে চান, তারা গেমিং এর জন্য এখন কি অবশ্যই নিবেন না। এই ফোনটিতে আপনারা একেবারে সাধারণ গেম গুলো খেলতে পারলেও হাই গেম গুলো খেলতে পারবেন না। এছাড়া ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে পেছনে ১৫ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা সেন্সর দিয়ে আপনারা মোটামুটি মানের ছবি তুলতে পারবেন। ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে পাঁচ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ১৭৫০০ টাকায় এই ফোনটি আরো অনেক কিছু যুক্ত করতে পারত।
ভিভো Y21 এর দাম:
ভিভো Y21 ৪ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১৭৫৯৯/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y21 স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি
- প্রসেসর: MediaTek Helio P35
- র্যাম: ৪ জিবি
- স্টোরেজ: ৬৪ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ১৩+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো Y21T এর দাম Vivo Y21T Price in Bangladesh
অ্যান্ড্রয়েড ১১ ভিভো Y21T মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা অনেক হাই লেভেলের একটি প্রসেসর। এ প্রসেসরটি দিয়ে আপনারা সব ধরনের মাল্টি টাচিং করতে পারবেন এবং অনেক হাইগ্রাফিক্সের গেম গুলো খেলতে পারবেন। এছাড়া ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। জাতিয়ে আপনারা মিড লেভেলের এপ্স থেকে শুরু করে অনেক হাই লেভেলের এপ্স গুলো অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। ছবি তোলার জন্য এই ফোনটিতে পেছনে ৫৬ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর পেছনের ক্যামেরা ভালো হলেও সামনের ক্যামেরাটি খুব বাজে। এর সামনের ক্যামেরাটি আরো ভালো হতে পারতো। এছাড়াও এই ফোনটিতে পাঁচ হাজার মিলি এম্পিয়ার এর একটি বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা বাদে ২০ হাজার টাকার মধ্যে এই ফোনটি অবশ্যই আপনার জন্য অনেক ভালো কিছু অফার করছে।
ভিভো Y21T এর দাম
ভিভো Y21T ৪ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১৯৯৯০/=টাকা (অফিসিয়াল)
ভিভো Y21T স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
- ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি
- প্রসেসর: Qualcomm Snapdragon 680 4G
- র্যাম: ৪ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৫০+২+২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ mAh
ভিভো মোবাইলের দাম নিয়ে শেষ কথা
আজকের ভিভো মোবাইলের দাম পোস্ট দ্বারা কিসুতা হলেও আপানাদের কাজে আসতে পেরেছি|কোন মোবাইল ফোনটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আরও পরুনঃ