Skip to content

অফিসিয়াল ফোন চেনার উপায়

অফিসিয়াল ফোন চেনার উপায়  বর্তমানে মোবাইল ছাড়া চলা একেবারেই অসম্ভব একটি বিষয় হয়ে পড়েছে | অনেক টাকা খরচ করে একটি মোবাইল কেনা হয় |  আপনি যে মোবাইলটা কিনেছেন সেই মোবাইলটি আসলেই কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল অবশ্যই চেক করা দরকার আছে|

অফিসিয়াল ফোন চেনার উপায়

আপনার অজান্তেই আপনি অনেক সময় দোকান থেকে আনঅফিসিয়াল ফোন কিনে আনেন| হামরাজ এই ফোনটা কিনেছি সেটি অফিশিয়াল কিনা আমাদের অবশ্যই জানা উচিত| আজকের মৌখিক হল অফিসিয়াল  ফোন চেনার উপায়|

আরো পড়ুন

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় |

অফিসিয়াল ফোন চেনার উপায়

অফিসিয়াল ফোন চেনার কোট KYD <স্পেস 15  সংখ্যার আইএমইআই নম্বর এবং সবশেষে 16002 এই নাম্বারে এসএমএস দিন|

এই এসএমএস এর মাধ্যমে আপনাকে পরবর্তী ফিরতি মেসেজ জানিয়ে দেবে যে আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা| সুতরাং আপনি চাইলে এই পন্থা অবলম্বন করলে আপনার হাতে থাকা মোবাইলটি বৈধ-অবৈধ যাচাই করে নিতে পারেন|

অফিসিয়াল  ফোন বা মোবাইল কি ?

অফিসিয়াল মোবাইল হল  একটি বৈধ পন্থা| অন্যান্য দেশ থেকে আমাদের দেশে যেসব মোবাইলগুলো সরকারকে ট্যাক্স দিয়ে দেশে আসছে সেগুলো কে অফিসিয়াল মোবাইল বলা হয়| অফিসিয়াল মোবাইল কিনলে কখনোই আপনার ঝামেলায় পড়তে হবে না| অবশ্য  অফিসিয়াল ফোন কিনতে একটু বেশি খরচ হবে| তারপরেও অফিশিয়াল ফোন কেনা  আমাদের উচিত|

আনঅফিসিয়াল ফোন বা মোবাইল কি ?

আনঅফিসিয়াল মোবাইল হল যে মোবাইল গুলো অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসার সময় সরকারকে কোন প্রকার টেক্স দেয়া হয় না তাদেরকে আনঅফিসিয়াল মোবাইল বলে| তবে আনঅফিসিয়াল মোবাইল একটি অবৈধ পন্থায় দেশে আমদানি করে থাকে| আনঅফিসিয়াল মোবাইল কখনোই কেনা উচিত নয়|

মোবাইলের বৈধতা যাচাই করার উপায়

আপনার হাতে থাকা মোবাইলটি আদৌ বৈধ কিনা তা জানা অবশ্যই দরকার| কারণ অনেক সময় অবৈধ ফোনের কারণে আপনার জানালা হতে পারে | তাই আমাদের উচিত অবশ্যই বৈধ মোবাইল ব্যবহার করা| কিভাবে মোবাইলের বৈধতা যাচাই করবেন বিস্তারিত আলোচনা করা হলো|

প্রথমত  আপনার মোবাইল ফোনটি অবৈধ কিনা তা যাচাই করতে আপনার মোবাইল সেটের আই এম ই আই  ( IMEI)  বের করতে হবে |আই এম ই আই নাম্বারটি মূলত মোবাইলের ব্যাটারি খোলার পরে তার নিচে দেখতে পাবেন| অথবা অনেক সময় মোবাইলের প্যাকেটের বা সেটের কাবারে দেখতে পাবেন|

দ্বিতীয়তঃ মোবাইলের ব্যাটারি খুললেই আই এম ই আই  ( IMEI) দেখতে পাবেন| আর যদি না দেখতে পান তাহলে  ( *#০ ৬#) ডায়াল করুন| এতে আপনার কোন খরচ হবে না| ডায়াল করার সাথে সাথে একটি 15 সংখ্যার আই এম ই আই নাম্বার দেখতে পাবেন| আপনি চাইলে পরবর্তী ব্যবহারের জন্য নাম্বারটি লিখে রাখতে পারেন|

অফিসিয়াল ফোন চেনার কোট KYD <স্পেস 15  সংখ্যার আইএমইআই নম্বর এবং সবশেষে 16002 এই নাম্বারে এসএমএস দিন|

এই এসএমএস এর মাধ্যমে আপনাকে পরবর্তী ফিরতি মেসেজ জানিয়ে দেবে যে আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা| সুতরাং আপনি চাইলে এই পন্থা অবলম্বন করলে আপনার হাতে থাকা মোবাইলটি বৈধ-অবৈধ যাচাই করে নিতে পারেন|

স্যামসাং অফিশিয়াল ফোন চেনার উপায়

অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে স্যামসাং অফিশিয়াল ফোন  চেনার উপায় কি| আজকে আমরা আলোচনা করব স্যামসাং অফিসিয়াল ফোন চেনার  উপায়|

অনেক ভাবেস্যামসাং অফিসিয়াল ফোন  চেনা যায়| স্যামসাং অফিশিয়াল ফোন কিনতে অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তা হল

প্রথমত  প্রথমে আমরা আইএমইআই ১৬ ডিজিটের নাম্বার দিয়ে স্যামসাং অফিশিয়াল ফোন চেক করতে পারি।এই পদ্ধতি অনুসরণ করে  আপনারা আপনাদের হাতের মোবাইলটি অফিসিয়াল কিনা চেক করে নিতে পারেন|

দ্বিতীয়তঃ  আইএমইআই  নাম্বার *#৬# ডায়াল করে বের করে নিন| সুবিধার্তে চাইলে আপনি আই এম ই নাম্বার দুটি খাতায় লিখে নিতে পারেন|

তৃতীয়তঃ এখন আপনি এই লিংকে চলে যান| ওয়েব সাইটে ঢোকার পরে দুটি বক্স দেখতে পাবেন একটিতে আপনারআইএমইআই ১৬ ডিজিটের নাম্বার দিন এবং নিচের বক্সে যে ক্যাপচাটি দেয়া আছে সেটি ভালো ভাবে পূরণ করুন| এখন চেক নও বাটনে ক্লিক করলে আপনার ফোনের সকল ধরনের তথ্য দেখতে পাবেন| তবে এখানে শর্ত হল যদি আপনার ফোনটি বৈধ হয় তাহলে আপনার তথ্য প্রকাশিত হবে| আর যদি

এসব তথ্য প্রদর্শিত না হয় তাহলে অবশ্যই ধরে নিতে হবে আপনার ফোনটি অবৈধ| 

শাওমি অফিসিয়াল ফোন চেনার উপায়

আপনার হাতে একটি শাওমি ফোন আছে কিন্তু আপনি জানেন না যে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ| আজকে আমরা জানবো শাওমি অফিসিয়াল ফোন চেনার উপায় কি| কিভাবে শাওমি অফিসিয়াল ফোন কিনবেন নিচে বিস্তারিত আলোচনা করা হলো|

প্রথমত আপনার স্বামীর ফোনের আই এম ই আই  ( IMEI)  বের করতে হবে|আই এম ই আই  ( IMEI)  নাম্বারটি আপনি কোথায় পাবেন| মূলত ফোন কেনার সময় বক্সের উপরে IMEI

নাম্বার কি লেখা থাকে |অথবা ব্যাটারির নিচে IMEI  নাম্বারটি লেখা থাকে |

 IMEI  নাম্বারটি বের করার পর Product Authentication এই পেজটি ভিজিট করুন|

পেজটি ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে|

দেখা যাচ্ছে দুটি বক্স দেয়া আছে|  প্রথমটি তা আপনার ফোনে  IMEI   নাম্বার  দিন  এবং দ্বিতীয় ঘরে ফোনের সিরিয়াল নাম্বার কি দিয়ে ভেরিফাই তে ক্লিক করুন| কিছু সময়

ওয়েট করলেই দেখতে পাবেন আপনার ফোনটি আসল নাকি নকল| যদি আপনার ফোনটি অফিশিয়াল হয়ে থাকে তাহলে এরকম একটি লেখা ভেসে উঠবে| The product you are checking is MI p hone|আর যদি আনঅফিসিয়াল থাকে তাহলে কোন ধরনের তথ্যই আসবেনা|

ভিভো অফিশিয়াল ফোন চেনার উপায়

Vivo মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই IMEI  নাম্বারটি জেনে নিন | বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না, জানিয়ে দেওয়া হবে।

অফিশিয়াল ফোনের সুবিধা ও অসুবিধা

  • অফিশিয়াল ফোনের সুবিধা অনেক রয়েছে| নিচে অফিশিয়াল ফান অসুবিধাসমূহ আলোচনা করা হলো|
  • অফিসিয়াল ফোন হারিয়ে গেলে সহজে ট্রেকিং করা যায়|
  • আসল এবং অরিজিনাল ফোন পাওয়া যায়|
  • অফিসিয়াল ফোন কিনলে লিখিতভাবে মালিকের নামে থাকে|
  • ফোনের মাধ্যমে আমরা নিয়মিত সকল ধরনের আপডেট পেয়ে থাকে|
  • অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি হয়ে থাকে|

আনঅফিসিয়াল ফোনের সুবিধা ও অসুবিধা

আনঅফিসিয়াল ফোনের সুবিধা ও অসুবিধার নিচে তুলে ধরা হলো|

  • আনঅফিসিয়াল ফোনের দাম তুলনামূলক অনেক কম হয়| 
  • ফোন আপডেট পাওয়া যায় না|
  • কোথা থেকে নিয়েছেন শুধু সেটিকে লেখা থাকবে কিন্তু ফোনের মালিকানা লেখা থাকে না|
  • কোন সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি পাওয়া যায় না|
  • অফিসের সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়| 

অফিসিয়াল ফোন চেনার উপায় নিয়ে শেষ কথা

আমরা যখন অনেক টাকা খরচ করে একটি ফোন  ক্রয়  করে থাকি| তাই অবশ্যই আমাদের অফিসিয়াল ফোন কেনা  উচিত | আনঅফিসিয়াল সব ধরনের  সুযোগ-সুবিধা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে| আর আপনি ফোনের মালিকানা পাবেন| এবং আপনার ফোনটি হারিয়ে গেলে খুব সহজে ট্রাকিং করে খুঁজে পাওয়া সম্ভব| প্রতিদিন মোবাইল আপডেট  পাবেন| মোবাইল কেনার সময় ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন| তাই আমাদের উচিত অফিসিয়াল ফোন  ক্রয় করা |

ধন্যবাদ সবাইকে | 

2 thoughts on “অফিসিয়াল ফোন চেনার উপায়”

  1. Pingback: রিয়েলমি ফোনের দাম ২০২২ (সেরা ১০ টি  ) -

  2. Pingback: ১৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ( সেরা ১০টি ) -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *