Skip to content

অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম

অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম একটি দেশ থেকে আরেকটি দেশে ভ্রমণের জন্য পাসপোর্ট এর সাথে ভিসা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিসা বিভিন্ন কাজের উপর নির্ভর করে বিভিন্ন রকম হতে পারে। আপনি যে উদ্দেশ্যে বিদেশে ভ্রমণ করবেন সেই উদ্দেশ্যে উপর নির্ভর করে আপনাকে সেই দেশ থেকে ভিসা প্রদান করবে।  তবে অন্যান্য দেশের তুলনায় ইউরোপের ভিসা গুলো পাওয়া খুবই কষ্টকর।

বর্তমানে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে অনেক বেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে প্রবাস জীবন গ্রহণ করেছে। বিভিন্ন অসাধু দালালরা অনেক সময় এই প্রবাসীদের ভিসার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।  আপনি যদি ভিসা সঠিকভাবে ভেরিফাই করতে না পারেন তাহলে আপনার ওই পুরো টাকায় বৃথা যাবে।

প্রতিবছর হাজার হাজার মানুষের টাকা এভাবে নষ্ট হয়। আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও আপনার বিষয়টি সঠিক কিনা সেটা চেক করে নিতে পারবেন।  এতে করে আপনার কষ্টের টাকা বেঁচে যাবে।

আরো দেখে আসতে পারেনঃ

London Work Permit Visa 2022

অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম

প্রথমে আপনারা এই লিংকের (https://bit.ly/3b85RSe) ওয়েবসাইটে চলে যান। সেখানে যাবার পরে আপনি বিভিন্ন দেশের ভিসা চেক করার অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন।

আপনি যে দেশের ভিসা চেক করতে চান সেই দেশের ভিসার ওয়েবসাইটের নাম সার্চ করে গুগলের মাধ্যমে পেতে পারেন।  আপনি যে দেশের ভিসা চেক করতে চান সেই দেশের ভিসার একটি ছবি কালেক্ট করুন।  অবশ্যই বিচার ছবিটির মধ্যে নম্বর উল্লেখ থাকতে হবে অথবা আপনি আবেদন করার সময় আপনাকে অবশ্যই একটি আবেদন নম্বর দিবে। যে আবেদন নম্বর পেয়েও আপনি বিশ্বাস করতে পারবেন।

অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম

আপনি যে দেশের ভিসা চেক করতে চান সেই দেশের ভিসার ওয়েবসাইটে চলে যান।  তারপরেও আপনার হিসাব হরণের গায়ে লেখা আবেদন নম্বর অথবা ভিসা নম্বরটি বিস্তার ওয়েবসাইটে এন্ট্রি করুন। নম্বর এন্ট্রি করার পরে আপনি আপনার জন্মতারিখ সঠিকভাবে পূরণ করুন। জন্ম তারিখটি অবশ্যই আপনি আবেদন করার সময় যে জন্মতারিখ দিয়েছেন ওই জন্ম তারিখ উল্লেখ করবেন।  এতে করে আপনার  ভিসা আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন।  সবগুলো সঠিকভাবে এন্ট্রি করার পরে ক্যাপচার মধ্যে যে অক্ষর গুলো লেখা আছে সে অক্ষর গুলো খুব নিচের বক্সে উল্লেখ করুন।

সব তথ্য সঠিকভাবে পূরণ করার পরে সাবমিট এ ক্লিক করলেই আপনি আপনার বিচার নাম এবং অন্যান্য তথ্য দেখতে পাবেন। আপনার ভিসা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনি অনলাইনে সেটা দেখতে পাবেন আর যদি আপনার ভুয়া হয় তাহলে আপনি সেটা অনলাইনে পাবেন না। তবে কিছু কিছু ভিসা জটিলতার কারণে অনলাইনে সার্ভারে এন্ট্রি করা হয় না।  আপনি যদি আপনার ভিসা অনলাইনে না পান তাহলে আপনি আপনার নিকটস্থ বা যেই দেশের ভিসা আবেদন করেছেন সেই দেশের এম্বাসি তে গিয়ে ভিসার তথ্য সংগ্রহ করতে পারবেন।

এমনিতে যাওয়ার সময় অবশ্যই আপনার ভিসার আবেদন ফরম এবং যে কাগজপত্রগুলো দিয়ে ভিসার আবেদন করেছেন সেগুলোর সাথে নিয়ে যাবেন।

আরো দেখে আসতে পারেনঃ

Visa check with passport number 

বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক

 

ক্রম দেশের নাম ভিসা চেক করার লিংক
1 বাংলাদেশ www.moi.gov.bd
2. সৌদি আরব http://www.moi.gov.sa/
3. পাকিস্তান http://www.moitt.gov.pk/
4. দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
5. বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
6. ওমান http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
7 ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
8 মালয়েশিয়া www.mohr.gov.my
9 তানজানিয়া www.tanzania.go.tz
10 সৌদি আরব http://www.moi.gov.sa/
11 সাইপ্রাস http://moi.gov.cy/
12 কাতার http://www.moi.gov.qa/site/english
13 কুয়েত www.moi.gov.kw
14 বাহরাইন www.mol.gov.bh

এম্বাসির মাধ্যমে ভিসা চেক করার নিয়ম

অ্যাম্বেসি মাধ্যমে ভিসা চেক করতে হলে আপনাকে অবশ্যই যেই দেশের ভিসার জন্য আবেদন করেছেন সেই দেশের এমব্যাসিতে যেতে হবে।  এম্বাসিতে যাওয়ার পরে ভিসার আবেদন ফরম টি চাইবে অথবা আপনি যে তথ্যগুলিকে ভিসার আবেদন করেছেন সেই তথ্যগুলো কাগজপত্র চাইবে। আপনার কাগজপত্রগুলো যদি সঠিক হয় তাহলে এমব্যাসির কর্মকর্তারা আপনার ভিসার তথ্য গুলো আপনাকে দিয়ে দেবে।  আপনার ভিসা যদি সঠিক না হয় তাহলেও তারা আপনাকে ভিসা সম্পর্কে তথ্য জানাবে।

পরিশেষে,  অনলাইনে অনেক সময় অনেক ভিসার তথ্য আপডেট করা হয় না। তাই অনলাইন ভিসা চেক না করে সরাসরি যেই দেশের জন্য ভিসার আবেদন করেছেন সরাসরি সেই দেশের এম্বাসি তে চলে যাবেন। তারা আপনাকে আপনার বিচার সকল তথ্য সঠিক ভাবে জানাতে পারবে।  এছাড়া অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে ভিসা আবেদনে দেরি হয়ে যায়।  আপনি সেই সমস্যার সমাধানও সরাসরি এম্বাসিতে গিয়ে পাবেন।

আশা করি বন্ধুরা আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।  সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আরো দেখে আসতে পারেনঃ

ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন 

1 thought on “অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম”

  1. Pingback: রোমানিয়া ভিসা 2022 -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *