Skip to content

সিম রেজিস্ট্রেশন চেক করুন (৩ উপায়ে)

প্রিয় পাঠক আপনি কি অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে চান? এবং আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে  জানতে চান। তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য মতে একটি ভোটার আইডি কার্ডের সর্বোচ্চ 15 টা সিম নিবন্ধন করতে পারবেন। তাই আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড এ কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে । সেটি জানার জন্য আজকের আর্টিকেলটি আপনাকে অনেক উপকৃত করবে।

এছাড়া আরো অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যেমন কিভাবে  জানবো আমার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।এসব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই পোস্ট সাজানোর চেষ্টা করেছি।আশা করি আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়লে Sim Registration Check সম্পর্কে বিস্তারিত জানতে পারবরল।

সিম রেজিস্ট্রেশন চেক | Sim Registration Check

সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে.তবে এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন না । যারা রিটেইলার তারাই শুধু অ্যাপসটি ব্যবহার করতে পারবে তাই তাদেরকে দিয়ে অনলাইনে আপনার সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

সিম রেজিস্ট্রেশন চেক পদ্ধতি

আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে অথবা একটি আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানার জন্য আমরা তিনটি পদ্ধতি অনুসরণ করতে পারি।

  1. কোড ডায়াল করে।
  2. কাস্টমার কেয়ারে কল করে।
  3. কাস্টমার কেয়ার এ উপস্থিত হয়।

এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা খুব সহজেই আমাদের গুরুত্বপূর্ণ সিম চেক করতে পারব। এছাড়াও আপনি সরাসরি কাস্টমার কেয়ার অফিসে গিয়েও আপনার সিমটি চেক করতে পারবেন।

কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন চেক

কোড ডায়াল  করে Sim registration check করা খুবই সহজ একটি  পদ্ধতি।এই পদ্ধতিতে আপনার ভোটার আইডি কার্ডের শেষের চার সংখ্যা ব্যবহার করে খুব সহজেই  চেক করতে পারবেন।

সিম রেজিস্ট্রেশন চেক করুন (৩ উপায়ে)

  • এর জন্য আপনাকে *16001# ডায়াল করতে হবে।
  • এবং ডায়াল করার পরে ফিরতি একটি মেসেজ আসবে যা দেখতে নিচের ছবির মত হবে । এখানে আপনার ভোটার আইডি কার্ডের শেষের চার সংখ্যা দিতে বলবে ।

সিম রেজিস্ট্রেশন চেক করুন (৩ উপায়ে)

  • এখন আপনার ভোটার আইডি কার্ডের শেষের চার সংখ্যা দিয়ে সেন্ড করুন । কিছু সময় অপেক্ষা করলে ফিরতি ম্যাসেজ এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছিল  তা দেখতে পাবেন।

সিম রেজিস্ট্রেশন চেক করুন (৩ উপায়ে)

এবং এখানে প্রিপেড  এবং পোষ্টপেইড সবসিম যাচাই করতে পারবেন। তবে আমরা প্রত্যেকটি  সিম অপারেটর এর তথ্য আলাদা আলাদা বের করতে পারি । এবং এই সেবাটি নেয়ার জন্য আপনার কোন  টাকা লাগবে না।ফ্রী এই সেবাটি  গ্রহণ করতে পারবেন।

কাস্টমার কেয়ারে কল দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক

আপনি যে কোন অপারেটরের সিম ব্যবহার করেন না কেন প্রত্যেকটি সিমের একটি কাস্টমার কেয়ার নাম্বার থাকে। তাই প্রত্যেকটি সিমের নির্দিষ্ট কাস্টমার কেয়ারের নাম্বারে কল করে আপনার ভোটার আইডি কার্ডের শেষের চার সংখ্যা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানতে পারবেন।

সরাসরি কাস্টমার কেয়ার এ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন যাচাই

এছাড়াও আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের কাস্টমার কেয়ারে গিয়েও সরাসরি আপনার ভোটার আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা যাচাই করতে পারবেন।এর জন্য অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে । এবং যেই সিমটি দিয়ে চেক করবেন সেটিও সাথে নিতে হবে।

1 thought on “সিম রেজিস্ট্রেশন চেক করুন (৩ উপায়ে)”

  1. Pingback: NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *