Skip to content

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করুন (সহজ নিয়মে)

বাংলা ভাষায় নির্মিত সব থেকে বড় সরকারি ই-লার্নিং প্ল্যাটফর্ম হল মুক্তপাঠ। মুক্তপাঠে কোর্স সম্পূর্ণ করে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট পেতে পারি। কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য এই লেখাটিতে দেখানো হবে।

বাংলা ভাষায় অনলাইন কোর্সের চাহিদা অনেকটা পূরণ করেছে মুক্তপাঠ। মুক্তপাঠের মাধ্যমে কারিগরি শিক্ষার পাশাপাশি হাঁস-মুরগি ও গরু ছাগল পালন ইত্যাদি সকল ধরনের কোর্স এখানে পাওয়া যাবে। এবং মুক্তপাঠী কোর্স সম্পূর্ণ করার পরে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

যেকোনো বয়সের নাগরিক নিজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুক্তপাঠ থেকে ফ্রিতে অনলাইন কোর্স করতে পারবে। বাংলাদেশ সরকারের আই-টু-আই প্রকল্পের তত্ত্ববদয়নে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। যারা মুক্তপাটে কোর্স সম্পূর্ণ করেছেন কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মুক্তপাঠ কি? এবং কেন গঠিত হয়?

মুক্তপাঠ হল একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখানে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে বিভিন্ন বিষয়ের উপরে কোর্স সম্পূর্ণ করতে পারবেন। এবং কোর্স শেষে আপনার দক্ষতা যাচাই করে এই প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

মুক্তপাঠ বাংলা ভাষায় নির্মিত সব থেকে বড় সরকারি এই লার্নিং প্ল্যাটফর্ম। মুক্তপাঠ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কারিগারি শিক্ষা এবং সাইবার সিকিউরিটি নিরাপত্তা সহ গরু ছাগল ও হাঁস মুরগি পালন, কৃষিকাজ ইত্যাদি সম্পর্কিত সকল জ্ঞান অর্জন করতে পারবেন।

মুক্তপাঠ ই-লার্নিং প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারের আই-টু-আই প্রকল্পের তত্ত্ববদয়নে গঠিত হয়। বাংলাদেশের সু-নাগরিকদের ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও সুষ্ঠু জীবন যাপনের জন্য ও বেকারত্ব দূরীকরণে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।

মুক্তপাঠের কোর্স করার নিয়ম

মুক্তপাঠের কোর্স করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে মুক্তপাঠ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন অথবা মুক্তপাঠের অফিশিয়াল ওয়েবসাইটে muktopaath.gov.bd প্রবেশ করুন। এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করে যথাক্রমেঃ

  • আপনার নাম।
  • আপনার পেশা।
  • আপনারা সম্পূর্ণ নাম ইংরেজিতে।
  • জেন্ডার সিলেক্ট করুন।
  • আপনার ফোন নাম্বার অথবা ইমেইল ইংরেজিতে।
  • কমপক্ষে ৮ ওয়ার্ডের একটি পাসওয়ার্ড।
  • কনফার্মেশন এর জন্য পুনরায় সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিন।
  • প্রতিবন্ধকতার ধরন না থাকলে “নাই”  সিলেক্ট করুন। এবং প্রতিবন্ধকতা থাকলে ধরন সিলেক্ট করে দিন।

উক্ত তথ্যগুলো যথাক্রমে প্রধান করে “রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করুন। এর পরে আপনাদের প্রদত্ত ইমেইল অথবা ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি যথাক্রমে বসিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। এরপরে পুনরায় মোবাইল নাম্বার অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে মুক্তপাঠে লগইন করতে পারবেন।

এবং এখান থেকে আপনাদের প্রয়োজনীয় কোর্সগুলো সম্পূর্ণ করতে পারবেন।

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

আপনি যদি ইতিপূর্বে মুক্তপাঠ থেকে কোন কোর্স সম্পূর্ণ করে থাকেন তাহলে ওই কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে https://muktopaath.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে আপনাদের অ্যাকাউন্ট লগইন করে “সার্টিফিকেট” অপশন থেকে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

মুক্তপাঠ ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনার সম্পূর্ণকিত কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অনলাইনে কোর্স সম্পূর্ণ হলে সার্টিফিকেট এর জন্য আবেদন করার পরে আপনার দক্ষতা যাচাই করে অভিজ্ঞ শিক্ষকগণ সার্টিফিকেট এর অনুমোদন দিবে।

পরবর্তীতে আপনারা ঐ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। মুক্তপাঠ অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

প্রথম ধাপঃ মুক্তপাঠের ওয়েবসাইটে প্রবেশ করুন

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে https://muktopaath.gov.bd/ এই লিংকে ক্লিক করে মুক্তপাঠের অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। অথবা আপনারা যেকোনো ব্রাউজারে গিয়ে muktopaath.gov.bd লিখে সার্চ করলে মুক্তপাঠের অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন।

 মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করুন (সহজ নিয়মে)

দ্বিতীয় ধাপঃ একাউন্টে লগইন করুন

এখান থেকে প্রথমে “লগইন” বাটনে ক্লিক করে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের মুক্তপাঠ একাউন্ট লগইন করে নিবেন। যদি কারো মুক্তপাঠ ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগইন করা থাকে সেক্ষেত্রে পুনরায় লগইন করার প্রয়োজন নেই।

তৃতীয় ধাপঃ সার্টিফিকেট খুঁজুন

 মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করুন (সহজ নিয়মে)

অ্যাকাউন্ট লগিন সম্পূর্ণ হলে উপরের ছবির মত একটি অ্যাকাউন্ট পেইজে আপনাদের নিয়ে আসা হবে এখান থেকে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য লাল বর্ডার দেওয়া “সার্টিফিকেট” বাটনে ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ সার্টিফিকেট দেখুন

সার্টিফিকেট বাটনে ক্লিক করার পরে নিচে ছবির মত একটি পেইজ চলে আসবে।

 মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করুন (সহজ নিয়মে)

 

এখানে আপনাদের করা সকল কোর্সের সার্টিফিকেট এবং যে সকল কোর্সের সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তা দেখতে পাবেন। আপনারা যেই কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করতে চান উক্ত সার্টিফিকেটের উপরে ক্লিক করুন।

পঞ্চম ধাপঃ সার্টিফিকেট ডাউনলোড করুন

সার্টিফিকেট এর উপরে ক্লিক করার পরে –

 মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করুন (সহজ নিয়মে)

 

এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা মুক্তপাঠের সার্টিফিকেটটি দেখতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য উপরে থাকা “সার্টিফিকেট ডাউনলোড করুন” বাটনে ক্লিক করুন। পরবর্তীতে পিডিএফ ফাইল আকারে সার্টিফিকেট আপনার ডিভাইসে সেইভ হয়ে যাবে।

আপনার কম্পিউটারের প্রিন্টার থাকলে ডিভাইস থেকে সার্টিফিকেটটি ওপেন করে যদি সরাসরি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল + P প্রেস করুন। এবং পরবর্তীতে প্রিন্টিং স্ট্যাটাস সিলেক্ট করে এটিকে প্রিন্ট করতে পারবেন। অথবা চাইলে কোন প্রিন্টারের দোকান থেকে পিডিএফ ফাইলটি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।

মুক্তপাঠের সার্টিফিকেটের গুরুত্ব ও ব্যবহারিতা

যেহেতু মুক্তপাঠ বাংলাদেশ সরকারের অনুমোদনকৃত তাই এই সার্টিফিকেট এর গুরুত্ব অনেক। বিভিন্ন ক্ষেত্রে মুক্তপাঠ এর সার্টিফিকেট এর গুরুত্ব ও মূল্যায়ন অপরিসীম। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুক্তপাঠের কয়েকটি কোর্সের বিশেষ গুরুত্ব আছে।

এছাড়াও সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষকদের ICT4E মুক্তপাঠের বেসিক টিচার্স ট্রেনিং মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট কোর্স দুটি সম্পূর্ণ করা ও সার্টিফিকেট প্রদর্শন করা বাধ্যতামূলক।

এছাড়াও মুক্তপাঠের কোর্সগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন বিষয়ের উপরে বেসিক ও অ্যাডভান্স জ্ঞান অর্জন করতে পারবেন। মুক্তপাঠের ব্যবহারে কারিগরি জ্ঞান ও কৃষি বিষয়ের উপরের পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবেন যা আপনার পরবর্তী জীবনের জন্য অনেকটা সহনীয় ও গুরুত্বপূর্ণ।

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন এ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। অনলাইনের মাধ্যমে যেকোনো বিষয়ের উপর বেসিক জ্ঞান অর্জন করার জন্য মুক্তপাঠ হতে পারে একটি ভালো উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *