Skip to content

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ,প্রযুক্তিগত উন্নতির ফলে আজকের বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে | যেকোনো ধরনের কাজ অনলাইনে ঘরে বসে নিমিষে করে নেয়া সম্ভব |  ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গেলে ঝামেলা শেষ| নেই লাইনে দাঁড়াতে দাঁড়াতে মানুষ অতিষ্ট হয়ে গেছে |  তাই বিকাশ অ্যাপ এ আমাদের জন্য এক বড় সুযোগ করে দিয়েছে| দেশের যেখানেই থাকুন ঘরে বসেই খুব সহজে আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন| এতে লাইনে দাঁড়ানোর কোন প্রকার ঝামেলা থাকে না|  বিকাশে বিল দিলে সাথে সাথে বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন| আজকে আমরা আলোচনা করব বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম |কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক |

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

বিকাশ দিয়ে আমরা যেকোনো ধরনের বিল পরিশোধ করতে পারি|  তাই আমরা কিভাবে খুব সহজ নিয়মে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারি নিচে বিস্তারিত আলোচনা করা হলো|

বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ

বিকাশ এপস এর মাধ্যমে আমরা খুব সহজভাবেই কিছু নিয়ম অনুসরণ করে বিদ্যুৎ বিল দিতে পারে| কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল দিব নিচে বিস্তারিত আলোচনা করা হলো|

প্রথমত

আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব| এরপর বিকাশ অ্যাপস এর ভেতর প্রবেশ করে আপনার পিন নাম্বার দিয়ে একাউন্ট লগইন করতে হবে| আপনাকে সরাসরি বিকাশ এপস এর হোম পেজে নিয়ে আসবে যাতে এরকম হবে|

বিকাশ আপস লিংক https://www.bkash.com/

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

দ্বিতীয়তঃ

দ্বিতীয়ত যা করতে হবে সেটি হল হোমপেজে বিভিন্ন আইকন দেখতে পাবেন তার মাধ্য থেকে টেবিল অপশনটিতে ক্লিক করুন|

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

তৃতীয়ত

এখন পরবর্তী পেজে আপনি বিদ্যুৎ বিল ছাড়াও অনেক বিল পরিশোধ অপশন দেখতে পাবেন| তার মধ্য থেকে আপনি যেহেতু  বিদ্যুৎবিল পরিশোধ করবেন তার জন্য বিদ্যুৎ বিলের অপশনটিতে ক্লিক করুন| বিদ্যুৎ বিলের দুটি অপশন থাকবে |যেমন|

  1. ইলেকট্রিসিটি প্রিপেইড (Electricity Prepaid )
  2. ইলেকট্রিসিটি post-paid (Electricity Postpaid)

এখান থেকে আমরা পোষ্টপেইড সিলেক্ট করে নিব| পোষ্টপেইড অপশনে ক্লিক করলে অন্য আরেকটি পেইজ চলে আসবে যা দেখতে এরকম হবে|বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

 

চতুর্থত

পোষ্টপেইড সিলেক্ট করার পর দেখুন বিদ্যুৎ বিলের  মাস এসএমএস হিসাব নং দেয়া আছে| কোন মাসের বিল প্লে করবেন সেটি উল্লেখ করুন এবং এসএমএস হিসাব নাম্বার দিন|

তারপর নিচে দেখুন আপনি যদি পুনরায় বিল পরিশোধ করতে চান তাহলে একটি বক্স আছে সেটিতে টিক করে রাখতে পারেন|

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

পঞ্চম তম

পরবর্তী ইন্টারফেজ ওপেন হলে আপনার এসএমএস হিসাব নং  যদি সঠিক থাকে তাহলে নিজের বিদ্যুৎ বিল ইনফর্মেশন দেখতে পাবেন| দেখুন এ মাসে কত বিদ্যুৎ বিল আসবে দেখতে পারবেন |এবং নিচের দিকে পরবর্তী ধাপে ক্লিক করুন|

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

 

ষষ্ঠতম

এখন আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন| বিকাশ পিন নাম্বার পরবর্তী| এখন আপনার সামনে দেখতে  পাবেন   এরকম লেখা  (tab to payment) ওটাতে ক্লিক করুন| দেখুন আপনার বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে|

 

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

আরো দেখুন,বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 2022

মোবাইল এর মাধ্যমে বিদ্যুৎ বিল বিকাশ

কিভাবে বিকাশ অ্যাপ  দিয়ে বিদ্যুৎ বিল  দিব এখন আমরা সবাই জানি| কিন্তু অনেকেই জানেন না কিভাবে মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া যায়| আপনি যদি জানতে চান কিভাবে মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তাহলে চলুন জেনে নেয়া যাক|

  • ডায়াল করুন (*247#)  এই নাম্বারে|
  • মেনুতে থাকা 6 নাম্বার অপশন টি ক্লিক করুন| 
  • দুই নম্বরে থাকা পোষ্টপেইড সিলেক্ট করুন|
  • 1 চেপে এখন পল্লী বিদ্যুৎ সিলেক্ট করুন|
  • এখন 2 চেপে  Make Payment  সিলেক্ট করুন|
  • 1 চেপে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করুন|
  • এখন বিদ্যুৎ বিলের এসএমএস নাম্বার দেন|
  • কোন মাসের বিল দিতে চান তা সিলেক্ট করে বছর সিলেক্ট করুন|
  • এমাউন্ট নাম্বার উল্লেখ করুন |
  • এখন বিকাশ পিন নাম্বার দিয়ে সাবমিট করুন দেখুন আপনার বিল পরিশোধ হয়ে গেছে|

সুতরাং উপরে দেওয়া মাধ্যম গুলো অনুসরন করে খুব সহজেই আমরা মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে|

বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে কিনা চেক

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২ 

 

বিল দেয়ার পর আমরা চিন্তিত থাকি যে আমাদের বিল পরিশোধ হয়েছে কিনা| তাই বিদ্যুৎ বিল চেক করতে আমরা বিকাশ এপস ব্যবহার করতে পারি| একজন বিকাশ ইউজার  ইউজার অ্যাকাউন্ট নাম্বার ও বিদ্যুৎ বিল প্রদানের তারিখ দিয়ে গ্রাহকের বিদ্যুৎ বিলের পরিমান দেখতে পাবেন| যাতে করে গ্রাহক বিদ্যুৎ বিল প্রদান করার আগে তার সঠিক বিদ্যুৎ বিলের পরিমান ও বিদ্যুৎ বিল পরিশোধ করার তারিখ চেক করতে পারবেন| যাতে সহজে বোঝা যায় যে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গিয়েছে|

বিকাশে বিদ্যুৎ বিল দিলে কি কোন চার্জ কাটে

বিকাশ কোম্পানি বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার জন্য একটি বড় ধরনের সুযোগ করে দিয়েছে| যেটি হল আমরা যেখানেই থাকি না কেন যে কোন মুহূর্তে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারি| প্রতিমাসের বিদ্যুৎ বিল দিতে গেলে  আপনার বিকাশ অ্যাপ থেকে দুটি বিদ্যুৎ বিল  ফ্রিতে দিতে পারবেন| এবং পরবর্তী যেকোনো বিদ্যুৎ বিল দিতে গেলে এমন তোর উপর নির্ভর করে আপনার চার্জ কাটা হবে| 

বিকাশ কাস্টমার কেয়ার হেলপ্লাইন

কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার হলো  16247  বা  02-55663001 (কমপ্লেইন নাম্বার)| রবি  ,গ্রামীন,এয়ারটেল,  বাংলালিংক, টেলিটক এবং  কি হবে  টি  এন্ড  টি নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন | ইমেইল করতে পারেন  support@bkash.com  |

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দিলে যেসব সুবিধা  পাওয়া যায়

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

 

  •  বিকাশ দিয়ে যেকোনো সময় যেকোনো স্থান থেকে  খুব সহজেই বিল পেমেন্ট করা যায়|
  •  বিল প্রদান করার জন্য গ্রাহককে নির্ধারিত পয়েন্টে  উপস্থিত থাকতে হয় না|
  •  একজন গ্রাহক একমাসে সর্বোচ্চ 5বার পল্লীবিদ্যুৎ প্রদান করতে পারবেন|
  •  এসএমএস অ্যাকাউন্ট নাম্বার ধারী প্রত্যেক পল্লীবিদ্যুৎ কাস্টমার বিল কপি কিংবা  কাগজপত্র উল্লিখিত 6  ডিজিটের  কাস্টমার আইডি নাম্বার দিয়ে   pay bill  ট্রানজেকশন করতে পারবেন |
  • মোবাইল এর মাধ্যমে বিকাশ দিয়ে বিকাশ  অ্যাপস দিয়ে  কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় না বুঝতে পারেন তাহলে ভিডিও দেখে নিতে পারেন|

ধন্যবাদ সবাইকে  |

1 thought on “বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২”

  1. Pingback: জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *