বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ,প্রযুক্তিগত উন্নতির ফলে আজকের বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে | যেকোনো ধরনের কাজ অনলাইনে ঘরে বসে নিমিষে করে নেয়া সম্ভব | ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গেলে ঝামেলা শেষ| নেই লাইনে দাঁড়াতে দাঁড়াতে মানুষ অতিষ্ট হয়ে গেছে | তাই বিকাশ অ্যাপ এ আমাদের জন্য এক বড় সুযোগ করে দিয়েছে| দেশের যেখানেই থাকুন ঘরে বসেই খুব সহজে আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন| এতে লাইনে দাঁড়ানোর কোন প্রকার ঝামেলা থাকে না| বিকাশে বিল দিলে সাথে সাথে বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন| আজকে আমরা আলোচনা করব বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম |কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক |
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২
বিকাশ দিয়ে আমরা যেকোনো ধরনের বিল পরিশোধ করতে পারি| তাই আমরা কিভাবে খুব সহজ নিয়মে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারি নিচে বিস্তারিত আলোচনা করা হলো|
বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ
বিকাশ এপস এর মাধ্যমে আমরা খুব সহজভাবেই কিছু নিয়ম অনুসরণ করে বিদ্যুৎ বিল দিতে পারে| কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল দিব নিচে বিস্তারিত আলোচনা করা হলো|
প্রথমত
আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব| এরপর বিকাশ অ্যাপস এর ভেতর প্রবেশ করে আপনার পিন নাম্বার দিয়ে একাউন্ট লগইন করতে হবে| আপনাকে সরাসরি বিকাশ এপস এর হোম পেজে নিয়ে আসবে যাতে এরকম হবে|
বিকাশ আপস লিংক https://www.bkash.com/
দ্বিতীয়তঃ
দ্বিতীয়ত যা করতে হবে সেটি হল হোমপেজে বিভিন্ন আইকন দেখতে পাবেন তার মাধ্য থেকে টেবিল অপশনটিতে ক্লিক করুন|
তৃতীয়ত
এখন পরবর্তী পেজে আপনি বিদ্যুৎ বিল ছাড়াও অনেক বিল পরিশোধ অপশন দেখতে পাবেন| তার মধ্য থেকে আপনি যেহেতু বিদ্যুৎবিল পরিশোধ করবেন তার জন্য বিদ্যুৎ বিলের অপশনটিতে ক্লিক করুন| বিদ্যুৎ বিলের দুটি অপশন থাকবে |যেমন|
- ইলেকট্রিসিটি প্রিপেইড (Electricity Prepaid )
- ইলেকট্রিসিটি post-paid (Electricity Postpaid)
এখান থেকে আমরা পোষ্টপেইড সিলেক্ট করে নিব| পোষ্টপেইড অপশনে ক্লিক করলে অন্য আরেকটি পেইজ চলে আসবে যা দেখতে এরকম হবে|
চতুর্থত
পোষ্টপেইড সিলেক্ট করার পর দেখুন বিদ্যুৎ বিলের মাস এসএমএস হিসাব নং দেয়া আছে| কোন মাসের বিল প্লে করবেন সেটি উল্লেখ করুন এবং এসএমএস হিসাব নাম্বার দিন|
তারপর নিচে দেখুন আপনি যদি পুনরায় বিল পরিশোধ করতে চান তাহলে একটি বক্স আছে সেটিতে টিক করে রাখতে পারেন|
পঞ্চম তম
পরবর্তী ইন্টারফেজ ওপেন হলে আপনার এসএমএস হিসাব নং যদি সঠিক থাকে তাহলে নিজের বিদ্যুৎ বিল ইনফর্মেশন দেখতে পাবেন| দেখুন এ মাসে কত বিদ্যুৎ বিল আসবে দেখতে পারবেন |এবং নিচের দিকে পরবর্তী ধাপে ক্লিক করুন|
ষষ্ঠতম
এখন আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন| বিকাশ পিন নাম্বার পরবর্তী| এখন আপনার সামনে দেখতে পাবেন এরকম লেখা (tab to payment) ওটাতে ক্লিক করুন| দেখুন আপনার বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে|
আরো দেখুন,বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 2022
মোবাইল এর মাধ্যমে বিদ্যুৎ বিল বিকাশ
কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দিব এখন আমরা সবাই জানি| কিন্তু অনেকেই জানেন না কিভাবে মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া যায়| আপনি যদি জানতে চান কিভাবে মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তাহলে চলুন জেনে নেয়া যাক|
- ডায়াল করুন (*247#) এই নাম্বারে|
- মেনুতে থাকা 6 নাম্বার অপশন টি ক্লিক করুন|
- দুই নম্বরে থাকা পোষ্টপেইড সিলেক্ট করুন|
- 1 চেপে এখন পল্লী বিদ্যুৎ সিলেক্ট করুন|
- এখন 2 চেপে Make Payment সিলেক্ট করুন|
- 1 চেপে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করুন|
- এখন বিদ্যুৎ বিলের এসএমএস নাম্বার দেন|
- কোন মাসের বিল দিতে চান তা সিলেক্ট করে বছর সিলেক্ট করুন|
- এমাউন্ট নাম্বার উল্লেখ করুন |
- এখন বিকাশ পিন নাম্বার দিয়ে সাবমিট করুন দেখুন আপনার বিল পরিশোধ হয়ে গেছে|
সুতরাং উপরে দেওয়া মাধ্যম গুলো অনুসরন করে খুব সহজেই আমরা মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে|
বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে কিনা চেক
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২
বিল দেয়ার পর আমরা চিন্তিত থাকি যে আমাদের বিল পরিশোধ হয়েছে কিনা| তাই বিদ্যুৎ বিল চেক করতে আমরা বিকাশ এপস ব্যবহার করতে পারি| একজন বিকাশ ইউজার ইউজার অ্যাকাউন্ট নাম্বার ও বিদ্যুৎ বিল প্রদানের তারিখ দিয়ে গ্রাহকের বিদ্যুৎ বিলের পরিমান দেখতে পাবেন| যাতে করে গ্রাহক বিদ্যুৎ বিল প্রদান করার আগে তার সঠিক বিদ্যুৎ বিলের পরিমান ও বিদ্যুৎ বিল পরিশোধ করার তারিখ চেক করতে পারবেন| যাতে সহজে বোঝা যায় যে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গিয়েছে|
বিকাশে বিদ্যুৎ বিল দিলে কি কোন চার্জ কাটে
বিকাশ কোম্পানি বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার জন্য একটি বড় ধরনের সুযোগ করে দিয়েছে| যেটি হল আমরা যেখানেই থাকি না কেন যে কোন মুহূর্তে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারি| প্রতিমাসের বিদ্যুৎ বিল দিতে গেলে আপনার বিকাশ অ্যাপ থেকে দুটি বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে পারবেন| এবং পরবর্তী যেকোনো বিদ্যুৎ বিল দিতে গেলে এমন তোর উপর নির্ভর করে আপনার চার্জ কাটা হবে|
বিকাশ কাস্টমার কেয়ার হেলপ্লাইন
কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার হলো 16247 বা 02-55663001 (কমপ্লেইন নাম্বার)| রবি ,গ্রামীন,এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এবং কি হবে টি এন্ড টি নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন | ইমেইল করতে পারেন [email protected] |
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দিলে যেসব সুবিধা পাওয়া যায়
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২
- বিকাশ দিয়ে যেকোনো সময় যেকোনো স্থান থেকে খুব সহজেই বিল পেমেন্ট করা যায়|
- বিল প্রদান করার জন্য গ্রাহককে নির্ধারিত পয়েন্টে উপস্থিত থাকতে হয় না|
- একজন গ্রাহক একমাসে সর্বোচ্চ 5বার পল্লীবিদ্যুৎ প্রদান করতে পারবেন|
- এসএমএস অ্যাকাউন্ট নাম্বার ধারী প্রত্যেক পল্লীবিদ্যুৎ কাস্টমার বিল কপি কিংবা কাগজপত্র উল্লিখিত 6 ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে pay bill ট্রানজেকশন করতে পারবেন |
- মোবাইল এর মাধ্যমে বিকাশ দিয়ে বিকাশ অ্যাপস দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় না বুঝতে পারেন তাহলে ভিডিও দেখে নিতে পারেন|
ধন্যবাদ সবাইকে |
Pingback: জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম -