Skip to content

বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে না |

বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে না ইন্টারনেট বর্তমানে আমাদের মৌলিক চাহিদা গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি চাহিদা। ইন্টারনেট ছাড়া বর্তমানে এক মুহূর্ত চলা যায় না। আর ইন্টারনেট চালাতে গেলে অবশ্যই প্রয়োজন হবে ডাটা বা এমবির।

আমাদের দেশে আগে প্রতিটি এমবির একটি নির্দিষ্ট মেয়াদ ছিল। সেই মেয়াদ শেষ হলে আপনার এমবি পরবর্তী মেয়েদের সাথে যুক্ত হতো না, এবং আগের এমবি গুলো আপনাকে হারাতে হতো।

বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে না | সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন

বাংলাদেশে ইন্টারনেট ডাটার মেয়াদ থাকছে না, এই ধরনের অনেক খবর সোশ্যাল মিডিয়া ও নিউজ মিডিয়াতে দেখেছেন। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই|

বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে না 

বর্তমানে সিম কোম্পানিগুলো  আমাদেরকে ইন্টারনেট ব্যবহার করে দিয়েছে বিশাল সুযোগ| এখন থেকে এমবি( ডাটার) প্যাকেজের থাকছেনা কোনো  নির্দিষ্ট সময়| আপনার সিমে এমবি থাকলেই যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারতেছেন| এতে গ্রাহক সুবিধা বৃদ্ধি পাবে| এবং সিমের চাহিদা বৃদ্ধি|| বাংলাদেশে ইন্টারনেট ডাটার থাকছে না এই বিষয় নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো

আগের ইন্টারনেট প্যাকেজের নিয়ম

আমরা আগে যখন কোন ইন্টারনেট প্যাকেজ কিনতাম তখন সেই প্যাকেজের একটি নির্দিষ্ট মেয়াদ থাকতো। যদি সেই ইন্টারনেটের কোন অবশিষ্ট টাকা থাকতো, তাহলে মেয়াদ শেষ হলে আমরা আর ওই ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না।

ইন্টারনেট ডাটার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যেত।

বর্তমানের ইন্টারনেট প্যাকেজের নিয়ম

বর্তমানে বাংলাদেশে যেসব সিম কোম্পানিগুলো (গ্রামীণ, রবি-এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক) রয়েছে তারা বিটিআরসির সাথে যুক্ত হয়ে নতুন একটি ডাটার বা এমবির সিস্টেম চালু করেছে।

(বিঃদ্রঃ এই আইনটি মূলত বিটিআরসি থেকে কার্যকর করা হয়েছে।)

এই সিস্টেম অনুযায়ী একটি কোম্পানি সর্বোচ্চ ১০টি প্যাকেজ তৈরি করবে। একটি প্যাকেজ এর মধ্যে একাধিক ডাটা প্যাক থাকবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। সব প্যাকেজের মেয়াদ ৩, ৭, ১৫ বা ৩০ দিনের হতে হবে।

আপনি যদি একটি প্যাকেজ থেকে কোন একটি ডাটা প্যাক কিনেন এবং পরবর্তীতে ওই প্যাকেজ থেকে ওই ডাটা প্যাকটি বা অন্য আরেকটি ডাটা প্যাক কিনেন, তাহলে বর্তমানের ডাটা প্যাকেজের সাথে আগের অব্যবহৃত ডাটা প্যাকটি যুক্ত হয়ে যাবে। এতে করে আপনার ডাটার মেয়াদ ও বেড়ে যাবে।

তবে আপনি যদি অন্য প্যাকেজ থেকে ডাটা প্যাক কিনেন তাহলে অব্যবহৃত ডাটার মেয়াদ বাড়বে না।

তবে বাংলাদেশের রাষ্ট্রীয় সিম কোম্পানি টেলিটক দুটি আলাদা আনলিমিটেড ডাটা প্যাকেজ তৈরি করেছেন। আপনি যদি সেখান থেকে কোন ডাটা প্যাক কিনেন, তাহলে ওই ডাটা যত দিন শেষ হবে না ততদিন আপনি ইন্টারনেট চালাতে পারবেন।

ঐ এমবির কোন মেয়াদ থাকবে না। ভবিষ্যতে হয়তো আরও কয়েকটি প্যাকেজ যুক্ত করবে টেলিটক।

এছাড়া অন্যান্য কোম্পানিগুলোও ভবিষ্যতে এরকম ডাটা প্যাকেজ চালু করতে পারে। এতে করে আমাদের (গ্রাহকদের) অনেক সুবিধা হবে।

বিশেষ করে যাদের এমবি খরচ কম বা যাদের কম এমবি খরচ হয়, তাদের জন্য বেশি সুবিধা হবে। তারা চাইলে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ কিনে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবে। যতদিন তার ইন্টারনেটের ডাটা শেষ না হবে, ততদিন ইন্টারনেট চালাতে পারবে।

বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে না | সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন

তবে অন্যান্য কোম্পানি এখনো তাদের ডাটা প্যাকেজ গুলো তৈরি করেনি। তবে খুব দ্রুতই তারা তাদের নির্দিষ্ট প্যাকেজ সমূহ যুক্ত করবে।

এই প্যাকেজে আমাদের সুবিধা লাভ

এই প্যাকেজ চালুর ফলে এখন আর আমাদেরকে অব্যবহৃত ডাটার জন্য চিন্তা করতে হবে না। টেলিটকের ক্ষেত্রে আমরা যদি আনলিমিটেড প্যাকেজ কিনি, তাহলে যতক্ষণ না আমাদের ইন্টারনেটের ডাটা শেষ হবে, ততক্ষন আমরা ইন্টারনেট চালাতে পারব।

আবার অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা যদি একই প্যাকেজে একই ডাটা প্যাক বা অন্য ডাটা প্যাক কিনি, তাহলে নতুন ডাটা প্যাক এর মেয়াদের সাথে অব্যবহৃত ডাটা প্যাক যুক্ত হয়ে যাবে। এতে করে আমাদের ইন্টারনেট ডাটা নষ্ট হবে না।

তবে হয়তো অন্যান্য কোম্পানিগুলোও ভবিষ্যতে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক চালু করতে পারে। এতে করে আমাদের (গ্রাহকদের) অনেক লাভ হবে।

এই প্যাকেজে কোম্পানির লাভ

এই প্যাকেজ এর কারণে গ্রাহকদের যেমন লাভ হবে, তেমনি কোম্পানির ও লাভ হবে। কোন কোম্পানি তাদের লাভ ছাড়া এই ধরনের প্যাকেজে কখনই রাজি হবে না।

ধরুন আমরা একটি প্যাকেজ এর থেকে ডাটা প্যাক কিনলাম, তারপর সেটার মেয়াদ শেষ হয়ে গেল এবং আমাদের অব্যবহৃত কিছু টাকা থাকলো।

আমরা সেই ডাটা’র মেয়াদ বৃদ্ধি করার জন্য পুনরায় ওই প্যাকেজ থেকে নতুন আরেকটি ডাটা প্যাক কিনব, এতে করে কোম্পানির বেশি ডাটা বিক্রি হবে এবং কোম্পানি বেশি লাভবান হবে।

এই প্যাকেজ ব্যবহার অসুবিধা 

সিম কোম্পানিগুলো অধিক লাভের আশায় এমবি বা ডাটার দাম বাড়িয়ে দিতে পারেন|  এতে সিম ব্যবহার কারীগণ ভোগান্তিতে পড়বেন| অটোমেটিক এমবির দাম বেড়ে যাবে| সিম কোম্পানিগুলো মেয়াদ বৃদ্ধির সাথে সাথে যদি এমবি বা ডাটার দাম এর দিকে খেয়াল রাখে তাহলে ব্যবহারকারী  উপকৃত হবেন| 

আশা করি আপনারা এ বিষয়টি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ সবাইকে

See more

নগদ  রিওয়ার্ড ক্যাশবাক ও বোনাস নেওয়ার নিয়ম

কিভাবে আপনার ইন্টারনেট গতি পরীক্ষা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *