আপনারা যারা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন| এছাড়া আরো অনেকে জানতে চেয়েছেন কিভাবে অনলাইন থেকে Nid Card ডাউনলোড করা যায়| এরকম আর কিছু প্রশ্ন নিয়ে আজকের এই পোস্টটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি|
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পরক্রিয়া খুবই সহজ| মাত্র কয়েকটি ধাপ অতিক্রম করে খুব সহজেই আপনি নিজে নিজে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন|এছাড়া যারা কিছুদিন হল ভোটার আইডি কার্ডের জন্য নতুনভাবে আবেদন করেছেন তাদের ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা বা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে কিনা অনেকে জানার আগ্রহ পোষণ করেছেন| আজকের এই পোস্ট মনোযোগ সহকারে পড়ার পরে আপনি নিজে নিজেই আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন|
আইডি কার্ড ডাউনলোড করার জন্য যা যা প্রয়োজন
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে |
- Nidw ওয়েবসাইটে প্রবেশ করতে হবে|
- জাতীয় পরিচয় পত্রের নাম্বার/ফর্ম নাম্বার/ভোটার স্লিপ নাম্বার/ভোটার নিবন্ধন নাম্বার|
- জন্ম তারিখ(ভোটা নিবন্ধন হওয়ার সময় যেই জন্ম তারিখ প্রদান করেছিলেন সেটির প্রয়োজন হবে)|
- একটি ক্যাপচা পূরণ করতে হবে|
এসব তথ্য দিয়েই কয়েকটি ধাপ অনুসরণ করে আমরা অনলাইন থেকে আমাদের জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারব|
ভোটার স্লিপ নাম্বার কি?
ভোটার স্লিপ নাম্বার হল আপনি যখন নতুন ভাবে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন আবেদন করার পরে আপনাকে একটি স্লিপ দেয়া হয়েছিল | এবং যে এই স্লিপে থাকা নাম্বারটি হল ভোটার সিলিপ নাম্বার অথবা ফর্ম নাম্বার|
ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার দিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন|
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড প্রক্রিয়া
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার প্রয়োজন হবে| এবং যথাক্রমে ঠিকানা প্রদান, মোবাইল নাম্বার ভেরিফিকেশন,ফেজ ভেরিফিকেশন, সম্পন্ন করার মাধ্যমে অনলাইন থেকে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|
১) nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/এই ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| পূর্বে যদি আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নতুন করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন করার দরকার নাই| এক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হয়ে যাবে|
- এই পর্যায়ে প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার প্রদান করুন|
- সঠিকভাবে জন্ম তারিখ প্রদান করতে হবে| ভোটার আইডি কার্ড আবেদন করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি প্রদান করতে হবে)
- এরপরে ছবিতে প্রদর্শিত কোড প্রদান করতে হবে|
- এরপরে “সাবমিট” বাটনে ক্লিক করুন|
- সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের মত একটি পেইজ আসবে |এখানে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করতে হবে| এবং “পরবর্তী বাটনে ক্লিক করুন|
২)মোবাইল নাম্বার ভেরিফিকেশন
পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনাকে এ পর্যায়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে| আপনি যখন ভোটার আইডি কার্ডের আবেদন করার জন্য যে নাম্বার দিয়েছিলেন অটোমেটিক সেই নাম্বারটি এখানে প্রদর্শিত হবে| এবং আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে “মোবাইল পরিবর্তন” বাটনে ক্লিক করুন এবং নতুন নাম্বার দিন|
এরপরে বার্তা পাঠান বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার OTP কোড পাঠানো হবে| ছয় সংখ্যার কোডটি বসিয়ে “বহাল “বাটনে ক্লিক করুন|
৩)Nid Wallet অ্যাপস ডাউনলোড করুন
এই ধাপে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Nid Wallet অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে|nidw ওয়েবসাইট থেকে QR কোড স্ক্যান করতে বলা হবে| এই অ্যাপসটি দিয়ে কিওয়ার কোড এস্ক্যান করতে হবে| এস্ক্যান করার সাথে সাথে আপনাকে নিচের মত একটি পেজে নিয়ে আসা হবে|
4)ফেইস ভেরিফিকেশন
QR কোড স্ক্যান করার পরে ফেস ভেরিফিকেশন করার জন্য আপনার ফোনের ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে| এখানে আপনার মুখমন্ডল ভালোভাবে স্ক্যান করতে হবে|
প্রথমে আপনার মুখমণ্ডল সোজা করে একটি ছবি নিবেন| পরবর্তীতে প্রথমে ডানে এবং পরে বামে ঘুরিয়ে ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করুন| ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে পুনরায় nidw ওয়েবসাইটে চলে আসবেন|
৫)পাসওয়ার্ড সেট করুন
পুনরায় ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে| এ পর্যায়ে আপনি পাসওয়ার্ড সেট না করলেও চলবে |তবে ভবিষ্যৎ এই ওয়েবসাইটে লগইন করতে এই সকল ঝামেলা পোহাতে হবে| তাই পাসওয়ার্ড সেট করাই ভালো| পাসওয়ার্ড সেট করার জন্য সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন|
৬)ভোটার আইডি কার্ড ডাউনলোড
পাসওয়ার্ড সেট সম্পন্ন হলে এ পর্যায়ে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন| এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড নামক একটি অপশন দেখতে পাবেন|
ডাউনলোডে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে| তবে এটি pdf আকারে ডাউনলোড হবে| পরবর্তীতে এটি কোন কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন|
Pingback: নতুন ভোটার হতে কি কি লাগে - Votar Id Card