আপনারা যারা ভোটার আইডি কার্ড চেক ও আইডি কার্ড ডাউনলোড করার উপায় সম্পর্কে জানারা জন্য আগ্রহ পোষণ করেছেন তারা আজকের পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন|
ভোটার আইডি এর জন্য আবেদন বা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে আপনার নাম লিখে থাকলে অবশ্যই আপনার আইডি কার্ড হয়েছে কিনা সেটি জানা খুবই দরকার |যাদের 18 বছর বয়স হয়েছে তারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন |
এবং আবেদন করার পরে ভোটার আইডি কার্ড পরিপূর্ণভাবে হয়েছে কিনা তা চেক করার দরকার হয়| আপনি যদি ভোটার আইডি চেক ও কিভাবে ডাউনলোড করে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য|
বর্তমানে লেখাপড়া থেকে শুরু করে যেকোন অফিসিয়াল কাজের জন্য ভোটার আইডি কার্ড খুবই দরকার| তাই ভোটার আইডি কার্ড চেক আইডি কার্ড ডাউনলোড করার উপায় 2022/ Votar id card check and Download সম্পর্কে অবশ্যই জানা উচিত |
আরো পড়ুনঃ
ভোটার আইডি কার্ড আবেদন করার নিয়ম
যাদের বয়স 18 বছর হয়েছে তারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন| যারা এখনো ভোটার আইডি কার্ড পাননি কিভাবে ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করতে হয় জানেন না তারা চাইলে নিচের লিংকে গিয়ে ভোটার আইডি কার্ড আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন| ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার নিয়ম |
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমে এই https://ldtax.gov.bd/ লিংকে চলে যান এখানে গিয়ে আপনার যাবতীয় ইনফরমেশন যেমন মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সঠিক জন্ম তারিখ, দিয়ে সাবমিট করুন |
সাবমিট করলেই আপনি আপনার ছবি সহ সকল তথ্যগুলো দেখতে পাবেন |এভাবেই আপনি খুব সহজে আপনি আপনার ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারেন।মূলত এই ওয়েবসাইটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। জমি সংক্রান্ত সেবা পাওয়া যায়।
ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট ব্যবহার করে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারব। অভি মন্ত্রণালয়ের অফিস থেকে ভোটার আইডি কার্ড চেক করার কারণ হয়েছে এখানে ছবিসহ ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখা যায় |এনআইডি কার্ডের মূল ওয়েবসাইট থেকে শুধু ভোটার তথ্য দেখা যায় কিন্তু ছবিসহ ভোটার তথ্য দেখা যায় না।
ভালোভাবে বোঝার জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
- ও প্রথমে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিন। এবং এটি লিখে সার্চ করুন https://ldtax.gov.bd/
- এই ওয়েবসাইটে যাওয়ার পরে নিচের মত একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে।
- প্রথমে মোবাইল নম্বর দিন। তবে জেনে রাখা ভালো আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেটা যেন চালু থাকে।
- দ্বিতীয় ঘরে ভোটার স্লিপের ১৭ সংখ্যার নম্বরটি দিন।
- তৃতীয় ঘরে আপনার সঠিক জন্ম তারিখ লিখুন। যেমন(mm/dd/year) বুঝানো হয়েছে প্রথমে মাস পরে দিন তারপরে বছর সংখ্যাটি উল্লেখ করুন।
- তারপর পরবর্তী পদক্ষেপ এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করলে আপনাকে নিজের মত একটি ইন্টারফেজে নিয়ে আসা হবে।
এবং আপনার ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সকল তথ্যগুলো দেখা যাচ্ছে।
পদক্ষেপে ক্লিক করে আপনার ভোটার তথ্য ডাউনলোড করে যে কোন কাজে ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করার নিয়ম
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
যারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি তারা খুব সহজেই মোবাইলে এসএমএসের (SMS) এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন| কিভাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করবেন নিচে বিস্তারিত আলোচনা করা হবে|
প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <space ><F<spaceএবং নিবন্ধন স্লিপ এর আজ সংখ্যার নাম্বার,space<D <space>এক সংখ্যার জন্ম সাল(-) দুই সংখ্যার জন্মতারিখ লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে|
আইডি কার্ড চেক করার জন্য আপনি যেসব তথ্য দিয়েছেন সব তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সকল তথ্য গুলো দেখতে পাবেন|
তবে মনে রাখতে হবে ভুল তথ্য দিলে আইডি কার্ড চেক করতে ব্যর্থ হবেন|
Example: SC F 12686265 D 2001-25 send to 105 Number
আরো পড়ুনঃ
স্মার্ট কার্ড কিভাবে পাব
স্মার্ট কার্ড পাওয়ার আগে জানতে হবে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা | এর জন্য আপনাকে স্মার্ট কার্ড চেক নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার স্লিপ এর 17 ডিজিটের সংখ্যাটি দিয়ে এবং সঠিক জন্ম সাল দিয়ে সাবমিট করলেই স্মার্ট কার্ডের সকল আপডেট জানতে পারবেন |
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এনআইডি কার্ড এর অফিশিয়াল পেইজে গিয়ে ভোটার আইডি কার্ড নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে |
রেজিস্ট্রেশন করার পরে লগইন বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড টি ডাউনলোড করে নিন খুব সহজে | ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আরও ভালোভাবে বুঝার জন্য নিচের পদ্ধতি গুলো ফলো করুন|
জাতীয় পরিচয় পত্র ও একাউন্ট রেজিস্ট্রেশন ও লগইন
স্লিপ নম্বর, জাতীয় পরিচয় পত্র, ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে এনআইডি সেবার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে| আপনি যদি 2019 এর পর ভোটার হয়ে থাকেন হয়তো আপনার ভোটার আইডি স্লিপ আছে| তাহলে আপনি খুব সহজেই জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন| চলুন কিভাবে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন বা লগইন করবেন জেনে নেয়া যাক|
একাউন্ট রেজিস্টার করার নিয়ম
আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্কে Nid Application systemগিয়ে আইডি কার্ড নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে|
প্রথম ধাপঃ জাতীয় পরিচয় পত্রের একাউন্ট খুলতে হবে. একাউন্ট খোলার জন্য এই লিংকে যান| আপনাদের সামনে এখন এরকম একটি ইনরেফস চলে আসবে।
- রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন|
- জাতীয় পরিচয় পত্র বা ফরম নম্বর স্থানটিতে 16 বা 17 ডিজিটের নম্বরটি বসান|
- এবং জন্মতারিখ স্থানে সঠিক জন্ম তারিখটি দিন|
- মনে রাখবেন আপনাকে অবশ্যই সঠিক জন্ম তারিখটি বসাতে হবে না হলে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড ব্যর্থ হবেন|
- তারপরে নিচে জল ছাতার মধ্যে যে শব্দগুলো আছে চটি সঠিকভাবে বসান
- সম্পূর্ণ কার্যক্রম শেষ হলে এখন সাবমিট বাটনে ক্লিক করুন|
দ্বিতীয়তঃ এই ধাপে আপনাকে অবশ্যই আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা ( বিভাগ ,জেলা, উপজেলা) দিতে হবে|
তৃতীয় ধাপঃ উপরের তথ্যগুলো সঠিক হলে আপনার মোবাইল নাম্বার দেখানো হবে| বা আপনি সচল একটি মোবাইল নম্বর দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারেন| অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি হাতে থাকতে হবে কারণ ওটাতে ওটিপি পাঠানো হবে| ওটিপি কোড ভেরিফিকেশন কোড এবং বার্তা পাঠানো ক্লিক করুন|
চতুর্থ ধাপঃ এবার আপনি যেই ফেস ভেরিফিকেশন এর জন্য অ্যাপসটি ইন্সটল করেছিলেন সরাসরি সেটি ওপেন করুন| আপনার ফেইস ভেরিফিকেশন জন্য একটি কিউআর কোড দেখতেপাবেন | যে মোবাইলে আপনি এনআইডি ইন্সটল করেছেন সেই মোবাইলটি হাতে নিন অ্যাপ টি ওপেন করুন এবং কিউ আর কোড স্ক্যান করুন|
এখন আপনি যেটা করবেন সেটি হল 3 সাইট থেকে আপনার 3 তুই ছবি নিবেন| আপনার ভেরিফিকেশন সম্পন্ন হলে নিচে থাকা এরকম একটি পেজ ওপেন হবে| এখানে আপনার পাসওয়ার্ড সেট করুন|
ভোটার আইডি কার্ড ডাউনলোড
পঞ্চম ধাপঃ পাসওয়ার্ড সেট করার পরে এখন জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইটে গিয়ে লগইন হয়ে যাবে |আপনি আপনার ছবি প্রোফাইল দেখতে পাবেন যা দেখতে এরকম হবে|
নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড দেখা দেখতে পাবেন| এখন ডাউনলোডের উপর ক্লিক করুন . ডাউনলোড করে নিন|
ভোটার আইডি কার্ড ডাউনলোড সংক্রান্ত যত প্রশ্ন
ভোটার আইডি কার্ড কিভাবে বানাবো?
উত্তরঃআপনার বয়স 18 বছর বা তার বেশি হলেই আপনি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন|
মোবাইল নাম্বার দিয়ে কি ভোটার আইডি কার্ড ডাউনলোড
উত্তরঃ না| আপনি কখনোই মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না| মোবাইল নাম্বারটি নেয়া হয় মূলত তথ্য হালনাগাদ করার জন্য|
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কি?
উত্তরঃ ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে আপনাকে প্রথমে থানায় জিডি করতে হবে| মূল কপি সংযুক্ত করে রি ইস্যু জন্য আবেদন করতে হবে|
Pingback: ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে) - Trick Services