Skip to content

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

অনলাইন থেকে কিভাবে নিজেই নিজের ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন আজকের এই পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন|

যারা  নতুন করে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড পাননি অথবা অনেক আগে ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন  কিন্তু আইডি কার্ড পাননি| তারা খুব সহজেই আজকের এই পোস্টের  পদ্ধতিগুলো অনুসরণ করে নিজে নিজেই ঘরে বসে খুব সহজেই আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|

কিছুদিন ধরে যারা নতুন ভোটারের জন্য আবেদন করেছিলেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানানো হচ্ছে| যারা এসএমএস পেয়েছেন তারা খুব সহজেই অনলাইন থেকে আপনার  জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন|

ভোটার আইডি কার্ড ডাউনলোড  করার নিয়ম

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য  https://services.nidw.gov.bd/nid-pub/  এই ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| এরপরে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে| এবং মোবাইল নাম্বার ও  ভেরিফিকেশন করে  একাউন্টে লগইন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|

এছাড়া যারা নতুন ভাবে ভোটার হওয়ার জন্য ভোটার হালনাগাদ  কর্মসূচিতে নাম লিখিয়েছেন কিছুদিন যাবত তাদের ফোনে এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হচ্ছে|  এবং যারা এখনো কোন প্রকার এসএমএস পাননি তারা চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড নাম্বার বের করতে পারবেন |

আরো স্পষ্ট ভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করে অনলাইন থেকে আপনার আইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন|

১) Services.nidw.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে| পূর্বে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে লগইন করতে হবে| লগ ইন করার জন্য আপনি যে ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে সাবমিট করলেই আপনার লগইন হয়ে যাবে|

 

 

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

  • এরপরে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে এখানে গিয়ে “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করতে হবে|

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

  • এ পর্যায়ে প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফরম নাম্বার/ ভোটার স্লিপ নাম্বার বসাতে হবে|
  • দ্বিতীয়  ঘর সঠিক জন্ম প্রদান করতে| অবশ্যই ভোটার আইডি কার্ডের তথ্য সেই অনুযায়ী জন্মতারিখ প্রদান করতে হবে|
  • এরপর জলছাপ এর মত নিচে একটি কোড দেয়া থাকবে এটিকে ক্যাপচা বলা হয় এই ক্যাপচাটি পূরণ করতে হবে| এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে|
  • ক্লিক করার পরে এই পর্যায়ে আপনাকে ভোটার আইডি কার্ডের দেয়া তথ্য অনুযায়ী স্থায়ী বর্তমান ঠিকানা প্রধান করতে হবে| এবং পরবর্তী বাটনে ক্লিক  করুন|

২) মোবাইল নাম্বার ভ্যারিফিকেশন করুন

এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে| মোবাইল নম্বর বসানোর পরে বার্তা পাঠান বাটনে ক্লিক করতে হবে| কিছু সময় অপেক্ষা করলে একটি ছয় ডিজিটের ওটিপি কোড আসবে| এবং কোড বসিয়ে  “বহাল “বাটনে ক্লিক করতে হবে|

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

৩) NID Wallet  এপপ্স ডাউনলোড করতে হবে

এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet  লিখে সার্চ করলেই পেয়ে যাবেন | অথবা সরাসরি অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন NID Wallet |

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে nidw  ওয়েবসাইটের একটি কিউআর কোড দেখাবে সেটি এই অ্যাপস দিয়ে স্ক্যান করতে হবে |

৪) ফেস ভেরিফিকেশন

অ্যাপ্লিকেশন কোডটি স্ক্যান করার পরে ফেসবুকে ফিকশন করার জন্য মোবাইল ফোনের ক্যামেরা ওপেন হবে| এবং এই পর্যায়ে আপনার ভালো করে  ডান-বাম করে তিন দিকের মুখমন্ডল ভাল করে স্নান করতে হবে|

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

এই ধাপটি সতর্কতার সহিত শেষ করতে হবে| প্রথম ব্যক্তির মুখমণ্ডল মুখমন্ডল সোজা  এবং পরে একবার ডানে-বামে ঘুরিয়ে ফেস ভেরিফিকেশন শেষ করতে হবে| ভেরিফিকেশন শেষ হলে পুনরায় nidw  ওয়েবসাইটে যেতে হবে|

৫)  পাসওয়ার্ড সেট করুন

ওয়েবসাইটে প্রবেশ করার জন্য  একটি পাসওয়ার্ড সেট করতে হবে| আর সেট সেট করতে না চান তাহলে এড়িয়ে যান বাটনে ক্লিক করুন| পাসওয়ার্ড সেট করার জন্য সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন| এবং স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট প্রক্রিয়াটি সম্পন্ন করুন|

৬) ভোটার আইডি কার্ড ডাউনলোড

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)

সর্বশেষ ধাপ এসে আমরা এখান থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারব| পাসওয়ার্ড সেট করার পরে সরাসরি আপনার প্রোফাইল দেখতে পাবেন| এখান থেকে নিচে স্ক্রল করলে ডাউনলোড নামক একটি অপশন দেখতে পাবেন| ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে| এবং ফাইলটি প্রিন্ট করে  যে কোন  কাজ ব্যবহার করতে পারবেন|

মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড

মোবাইল নাম্বার দিয়ে  ভোটার আইডি কার্ড ডাউনলোড করার কোন সিস্টেম নেই|অনেকেই মনে করেন মোবাইল নাম্বার দিয়ে  জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়| আসলে ধারণাটি সম্পূর্ণ ভুল| তবে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ জানা থাকলে খুব সহজেই ভোটার আইডি  এনআইডি সেবার ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন||

 

ভোটার আইডি কার্ড নিয়ে কিছু প্রশ্ন

ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়?

ভোটার স্লিপ হারিয়ে গেলে আপনার নিকটস্থ থানায় জিডি করতে হবে| এর জন্য ভোটার আইডি হাড়ি কার্ড আবেদন পত্র নিকটস্থ উপজেলার নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে|

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়?

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে প্রথমে আপনার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি ডায়েরি করতে হবে| কিভাবে | অথবা জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কি করতে হবে এখানে দেখুন|

নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে ২০২৩

পূর্বে যারা 2022 সালে ভোটার নিবন্ধনের আবদ্ধ হয়েছিলেন তাদেরকে নির্বাচনের আগেই স্মার্ট কার্ড দেয়া হবে| এছাড়া আপনারা চাইলে অনলাইন থেকে স্মার্ট কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন|

1 thought on “ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন (সহজ উপায়ে)”

  1. Pingback: ফরম নম্বর রয়েছে কিন্তু এখনো আইডি কার্ড হাতে পাননি? | দেখুন ফরম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *