স্মার্ট কার্ড কিভাবে পাবো স্মার্ট কার্ড ভোটার আইডি কার্ড এর আপডেট ভার্সন | ভোটার আইডি কার্ড মূলত সাদা কাগজের উপর লেমিনেটিং করা মাত্র | দেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে ভোটার আইডি কার্ড ডিজিটাল করে স্মার্ট কার্ড বানানো হয়েছে | ভোটার আইডি কার্ড ব্যবহারের চেয়ে স্মার্ট কার্ড ব্যবহার করা অনেক সুবিধাজনক |
বর্তমানে প্রতিটি কাজে স্মার্ট কার্ড প্রয়োজন হয় | স্মার্ট কার্ডের সুবিধা হল কম্পিউটারের ভিতর স্মার্ট কার্ড দিলে ব্যক্তির যাবতীয় ইনফরমেশন গুলো চলে আসে |
তাই স্মার্ট কার্ড কিভাবে পাবো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল |
আরো দেখে আসতে পারেনঃ-
স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম
স্মার্ট কার্ড কি ?
স্মার্ট কার্ড হলো কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ যেমন( মোবাইল ফোন) নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত কার্ড আকৃতির জিনিস যার মধ্যে সমন্বিত বর্তনী বা ইন্ট্রিগেটেড চিরকুট (Integrated circut) থাকে |
স্মার্ট কার্ড কত প্রকার ?
স্মার্ট কার্ড সাধারণ দিক দিয়ে মূলত দুই প্রকার| যেমন
- মেমোরি কার্ড
- মাইক্রোপ্রসেসর কার্ড
মেমোরি কার্ড
মেমোরি কার্ড হল যার মধ্যে নিরাপত্তা সূচক বর্তনী যুক্ত স্মৃতি ভান্ডার থাকে |
মাইক্রোপ্রসেসর কার্ড
মোবাইল ফোনে ব্যবহৃত সিম কার্ড কে মূলত মাইক্রোপ্রসেসর স্মার্ট কার্ড |
স্মার্ট কার্ড কিভাবে পাব
স্মার্ট কার্ড পাওয়ার আগে জানতে হবে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা | এর জন্য আপনাকে স্মার্ট কার্ড চেক নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার স্লিপ এর 17 ডিজিটের সংখ্যাটি দিয়ে এবং সঠিক জন্ম সাল দিয়ে সাবমিট করলেই স্মার্ট কার্ডের সকল আপডেট জানতে পারবেন |
আরো দেখে আসতে পারেনঃ-
ই পাসপোর্ট হয়েছে কিনা | ই পাসপোর্ট চেক করার নিয়ম |
মোবাইলে SMS মাধ্যমে স্মার্ট কার্ড পাওয়ার উপায়
বর্তমানে মোবাইলের মাধ্যমে নিজে নিজেই ঘরে বসে স্মার্ট কার্ড হয়েছে কিনা বর্তমানে স্মার্ট কার্ড কোন অবস্থায় আছে জানতে পারবেন|
এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড পেতে প্রথমে আপনাকে যা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো
যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC স্পেস NID স্পেস 17 ডিজিটাল আইডি নাম্বার দিয়ে Send করুন 105 নাম্বারে |
কিছু সময় অপেক্ষা করলে ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার স্মার্ট কার্ড সম্পন্ন হয়েছে কিনা |
আর যদি সম্পূর্ণ না হয় তাহলেও ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে স্মার্ট কার্ড এর বর্তমান অবস্থা |
আরো দেখে আসতে পারেনঃ-