Skip to content

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 2022

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম বাংলাদেশের যেসব ব্যাংকিং সেবার রয়েছে তার মধ্যে বিকাশেই সেরা | বিকাশ চালান না এরকম মানুষ খুব কমই আছে| কিন্তু অনেক সময় বিকাশে সমস্যা দেখা যায় |এই কারণে বিকাশ একাউন্ট বন্ধ করতে হয়| কিন্তু কিভাবে বিকাশ একাউন্ট বন্ধ করতে হয় আমরা অনেকেই জানিনা| তাই অনেকেই বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য সমাধান খুজতেছেন |আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বিকাশ একাউন্ট বন্ধ করতে হয়|

বিকাশ লিঙ্ক https://www.bkash.com/

কেন বিকাশ একাউন্ট বন্ধ করবেন?

কেন বিকাশ একাউন্ট বন্ধ করবেন,সাধারণভাবে বলতে গেলে আমরা বিভিন্ন কারণে বিকাশ একাউন্ট বন্ধ  করে  থাকি |  প্রতারণার হাত থেকে বাঁচতে অনেকসময় বিকাশ একাউন্ট বন্ধ করতে হয় | কি কারনে বা কেন আমরা বিকাশ একাউন্ট বন্ধ করি  চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক| 

বিকাস একাউন্ট বন্ধ করার নিয়ম

নতুন একাউন্ট খোলা

কারো যদি পুরাতন একাউন্ট থাকে সে আগের একাউন্ট ব্যবহার করতে না চাইলে নতুন অ্যাকাউন্ট খোলা দরকার হয় |উদাহরণস্বরূপ বলতে গেলে আপনার পিতা-মাতার নামে যদি আগের একাউন্ট খোলা থাকে সেটি নিজের নামে আনতে চাইলে নতুন একাউন্ট খুলতে  হয় |পূর্ববর্তী বিকাশ একাউন্টে কোন প্রকার সমস্যা দেখা দিলে তখন আমরা নতুন অ্যাকাউন্ট খুলে থাকি|

একাধিক একাউন্ট থাকলে

আপনার যদি একাধিক বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে সবকয়টি  অ্যাকাউন্ট সক্রিয় না রাখতে চাইলে তখন অ্যাকাউন্ট বন্ধ করার দরকার পড়ে| অথবা আপনি বিকাশ ব্যবহার করতে চান না | আপনি অপারেটর চালু যেমন নগদ রকেট ইত্যাদি ব্যবহার করা ইচ্ছা পোষণ করলে তখন বিকাশ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়ে|

নাম্বার পরিবর্তন

ধরুন আপনার আগের সিমে নাম্বারে বিকাশ খোলা আছে| ওই নাম্বারটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নতুন সিমে বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে আপনার বিকাশ নাম্বার চেঞ্জ করা দরকার পড়ে|  সুতরাং নাম্বার পরিবর্তনের মাধ্যমে বিকাশ একাউন্ট বন্ধ করা যায়|

সিম বন্ধ 

যেকোনো কারণে আপনি সিম বন্ধ করতে পারেন | যে  সিমটি বন্ধ করতে চান সেটিতে যদি আপনার বিকাশ থাকে তাহলে আপনি বিকাশ একাউন্ট বন্ধের প্রয়োজন হবে| বর্তমানে আমার বা আপনাদের যে সিমে বিকাশ একাউন্ট খোলা আছে সেটি বন্ধ করার মাধ্যমে বিকাশ একাউন্ট বন্ধ করা যায়|

See more

বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম 

আপনি যদি আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে চান অবশ্যই কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে| কিভাবে বিকাশ একাউন্ট বন্ধ করতে হয় চলুন জেনে নেয়া যাক| বিভিন্ন মাধ্যমে আমরা বিকাশ একাউন্ট বন্ধ করতে পারি তারমধ্যে উল্লেখযোগ্য মাধ্যম সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ| 

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বিকাশ একাউন্ট খোলার সময় আপনি যে আইডি কার্ড ব্যবহার করেছেন সেই আইডি কার্ড এবং সিম নাম্বার প্রয়োজন হবে|
  • যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাকে সাথে করে নিয়ে যেতে হবে|
  • একাউন্ট বন্ধ করার ক্ষেত্রে আপনার ব্যালেন্স জিরো করে রাখতে হবে কারণ একাউন্ট টাকা থাকলে অনেক সময় বিকাশ একাউন্ট বন্ধ করার ক্ষেত্রে ঝামেলা হয়|

এজেন্টের মাধ্যমে একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশ এজেন্টের মাধ্যমে একাউন্ট বন্ধ করতে চাইলে অবশ্যই আপনাকে উপরের সব বিষয়গুলো  সংগ্রহ করে বিকাশের এজেন্ট  পয়েন্টে যোগাযোগ করতে হবে| আপনার সকল ইনফর্মেশন গুলি যদি ঠিক থাকে  তাহলে খুব সহজভাবেই বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই|

মোবাইলের মাধ্যমে নিজে নিজে বিকাশ বন্ধ করার নিয়ম

মোবাইলের মাধ্যমে নিজে নিজে বিকাশ একাউন্ট বন্ধ করতে চাইলে যা যা করতে হবে সে বিষয়ে  নিচে বিস্তারিত আলোচনা করা হলো|

 

  • বিকাশ হেল্প লাইনে কল করুন (16 247)এই নাম্বারে |
  • আপনার ব্যবহৃত সিম নাম্বার অবশ্যই মোবাইলে থাকতে হবে |
  • যে নাম্বারে বিকাশ খোলা সেটি দিয়ে কল করতে হবে |
  • এবং হেল্প সেন্টার এর প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে |
  • একাউন্ট সম্পর্কিত বিষয়  সব তথ্যগুলো কাস্টমার প্রতিনিধির কাছে দিতে হবে |
  •  এনআইডি কার্ডের নাম্বার দিন |

উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করা খুব সহজ হবে| অবশেষে আমরা জানতে পারলাম কিভাবে খুব সহজে কিছু নিয়ম অনুসরণ করে বিকাশ একাউন্ট বন্ধ করতে পারে| আশা করি আজকের কনটেন্ট দিয়ে আপনাদের উপকারে আসতে পেরেছি| 

ধন্যবাদ সবাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *