Skip to content

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম( এখনই জেনে নিন)

অনেকেই ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন। এখন  খুব সহজেই ফেসবুক স্টার সেটআপ করার মাধ্যমে টাকা আয় করা যায়।

অলরেডি অনেকেরই ফেসবুকে স্টার অপশন চলে এসেছে। এই ফেসবুক পেজটার সেটআপ করার মাধ্যমে খুব সহজেই ফেসবুক থেকে টাকা আয় করা যাবে।

কিভাবে খুব সহজ নিয়মে ফেইসবুক স্টার সেট আপ করবেন সেই বিষয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম  সম্পর্কে জেনে নি।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

ফেসবুক স্টার সেটআপ করার জন্য সরাসরি আপনার ফেসবুকে চলে যান। এর পরে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করুন।

প্রোফাইলের নিচে See Dashboard উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে Monetisation একটি অপশন দেখতে পাবেন।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

সরাসরি মনিটাইজেশনের উপরে ক্লিক করুন। মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করলে স্টার সেটআপ নামে একটি অপশন পাবেন।

 

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

এখান থেকে সেটাপের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে Get Started এর উপরে ক্লিক করুন।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

এরপরে ধাপে ধাপে ব্যাংকের তথ্য সহ যাবতীয় ইনফরমেশন প্রদান করতে হবে।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

  • প্রথমে কান্ট্রি সিলেক্ট করুন।
  • এরপরে বিজনেস টাইপ থেকে Individual সিলেক্ট করুন।

উল্লেখ্যঃ স্টার অ্যাকাউন্ট সেটাপ করার ক্ষেত্রে ব্যাংক একাউন্ট খোলার সময় যে নাম এবং ঠিকানা দিয়েছিলেন সেটি এখানে দিতে হবে।

  • কান্ট্রি নেম এবং বিজনেস টাইপ সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  • নেক্সট বাটনে ক্লিক করার পরে নিচের মত একটি ছবি আসবে। এই পর্যায়ে আপনার নামের প্রথম অংশ, মিডিল নাম এবং নামের শেষ অংশ দিতে হবে। এক্ষেত্রে যদি আপনার নাম ২ ওয়ার্ডের হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে প্রথম অংশ এবং লাস্টে শেষ অংশ দিবেন মিডিল অংশ দেয়ার প্রয়োজন নেই।
  • এরপরে আপনার সঠিক জন্ম তারিখ , ঠিকানা , এবং আপনি বর্তমানে যে শহরে বসবাস করেন সেটি এখানে দিয়ে দেবেন।
  • এরপরে পর্যায়ক্রমে সিটি , জিপ কোড ,ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইমেল এবং ফোন নাম্বার দিতে হবে।
  • সবশেষে উপরের তথ্যগুলো দেয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে একটি টিক মার্ক দেয়ার অপশন পাবেন সেটাতে টিক দিয়ে দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

  • নেক্সট বাটনে ক্লিক করার পরে উপরের মত দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো ব্যাংক একাউন্ট এবং দ্বিতীয়টি হল আপনার যদি কোন পেপাল একাউন্ট থাকে সেক্ষেত্রে একাউন্টের সাথে লিংক করতে।
  • যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল একাউন্ট সাপোর্ট করে না সে ক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এড করব।
  • Manually Bank account এর উপরে ক্লি করুন। আপনার একাউন্ট যেই দেশ থেকে খোলা হয়েছিল সেই দেশের নাম উল্লেখ করুন। আমরা যেহেতু বাংলাদেশে আছি তাই আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে।ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম
  • এরপরে একাউন্ট হোল্ডারের নাম লেখুন। অর্থাৎ যার নামে ব্যাংকে একাউন্ট করা হয়েছে তার নামটি এখানে দিয়ে দিন। এরপরে ব্যাংকের সুইফট কোড প্রদান করুন। এরপরে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই একাউন্ট নাম্বার এটা প্রদান করুন।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

  • এরপরে Link Payout  Method এর উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক স্টার অ্যাকাউন্ট সেটাপ হয়ে যাবে।

ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম

ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফেসবুক স্টার থেকে ইনকাম করার অপশন চলে আসবে।

কিভাবে ফেইসবুক স্টার থেকে ইনকাম হয়

ফেসবুক টেস্টার অপশনটি টাকা ইনকাম করার একটি নতুন পদ্ধতি চালু হয়েছে। ফেসবুক এস্টার অপশনটি যখন আপনি চালু করবেন। এরপরে ফেসবুকে প্রতিবার ভিডিও আপলোড করার সময় একটা রেঞ্জ অথবা লিমিট সিলেক্ট করতে হবে। ভিডিও আপলোড করার পরে আপনার যারা ভিউয়ার্স রয়েছে তাদের সামনে ভিডিও গেলে তাদের অপশন দেখতে পাবে সেখান থেকে যদি মনে হয় আপনার ভিডিওটি ভালো হয়েছে হয়েছে তাহলে তারা সেখান থেকে ক্লিক করলে আপনার ইনকাম হবে।

ফেসবুক স্টোর সেটআপ করার পদ্ধতি(ভিডিও)

উপরে আলোচনাকৃত তথ্যের কোন প্রকার বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখে সম্পূর্ণ ধারণা নিতে পারেন।

1 thought on “ফেইসবুক স্টার সেট আপ করার নিয়ম( এখনই জেনে নিন)”

  1. Pingback: How to set up Facebook Star (Find out now) - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *